ETV Bharat / bharat

বিহারে বন্যায় মৃত বেড়ে 19 - বিহারে বন্যা

বিহারে বন্যায় মৃত্যু হল আরও ছ'জনের । মৃতের সংখ্যা বেড়ে হল 19 ।

বিহারে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে 19 জন
author img

By

Published : Aug 5, 2020, 3:55 PM IST

পটনা, 5 অগাস্ট : বন্যায় বিপর্যস্ত বিহারের 16টি জেলা । গতকালই মৃত্যু হয়েছে ছ'জনের । প্রায় 63.60 লাখ মানুষ আশ্রয়হীন।

এনিয়ে সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 19 । নেপাল থেকে প্রবাহিত নদীগুলির জলস্তর বাড়ায় প্লাবিত হয়েছে 16টি জেলা । সহরসা ও মাধেপুরা জেলার বিস্তীর্ণ এলাকা এখনও অবধি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

19 জন মৃতের মধ্যে দ্বারভাঙার 7, মুজাফফরপুরের 6, পশ্চিম চম্পারণের 4 এবং সিওয়ানের 2 জন রয়েছে । সীতামারু, শেওহর, সুপৌল, কিষানগঞ্জ, দ্বারভাঙা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারণ,পূর্ব চম্পারণ, খাগারিয়া, সরণ, সমস্তিপুরা, সিওয়ান, মধুবনি, মধেপুরা ও সহরসা জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছে ।

NDRF-এর 20টি দল এবং SDRF-এর 13টি দল উদ্ধারকাজে নেমেছে । 4.40 লাখ মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তৈরি হয়েছে 1365টি কমিউনিটি কিচেন ।

পটনা, 5 অগাস্ট : বন্যায় বিপর্যস্ত বিহারের 16টি জেলা । গতকালই মৃত্যু হয়েছে ছ'জনের । প্রায় 63.60 লাখ মানুষ আশ্রয়হীন।

এনিয়ে সেখানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 19 । নেপাল থেকে প্রবাহিত নদীগুলির জলস্তর বাড়ায় প্লাবিত হয়েছে 16টি জেলা । সহরসা ও মাধেপুরা জেলার বিস্তীর্ণ এলাকা এখনও অবধি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

19 জন মৃতের মধ্যে দ্বারভাঙার 7, মুজাফফরপুরের 6, পশ্চিম চম্পারণের 4 এবং সিওয়ানের 2 জন রয়েছে । সীতামারু, শেওহর, সুপৌল, কিষানগঞ্জ, দ্বারভাঙা, মুজাফফরপুর, গোপালগঞ্জ, পশ্চিম চম্পারণ,পূর্ব চম্পারণ, খাগারিয়া, সরণ, সমস্তিপুরা, সিওয়ান, মধুবনি, মধেপুরা ও সহরসা জেলার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত হয়েছে ।

NDRF-এর 20টি দল এবং SDRF-এর 13টি দল উদ্ধারকাজে নেমেছে । 4.40 লাখ মানুষকে ইতিমধ্যে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে । তৈরি হয়েছে 1365টি কমিউনিটি কিচেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.