দিল্লি, 13 অগাস্ট : 370 ধারা প্রত্যাহার নিয়ে এবার পাকিস্তানকে বড় ধাক্কা দিল পোল্যান্ড ৷ পাকিস্তানের বিদেশ মন্ত্রীর ফোনের জবাবে পোল্যান্ডের বিদেশ মন্ত্রী ইয়াতজেখ জানান, উভয় দেশের মধ্যে যে সমস্যা রয়েছে, শুধুমাত্র আলোচনার মধ্য দিয়েই তার সমাধান সম্ভব ৷
অগাস্টে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করছে পোল্যান্ড ৷ এই বিষয়ের উপর জোর দিয়ে সেদেশের বিদেশ মন্ত্রী বলেন, "কীভাবে পরিস্থিতির উন্নতি হতে পারে তা গভীরভাবে পর্যবেক্ষণ করবে পোল্যান্ড ৷ এক্ষেত্রে উভয় দেশের সঙ্গে সবসময় যোগাযোগ বজায় রাখা হবে ৷" জানা গেছে, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলার পরিকল্পনা করছে পাকিস্তান ৷
5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে চিড় ধরতে শুরু করেছে ৷ তলানিতে ঠেকেছে কূটনৈতিক সম্পর্ক ৷ এরপরই ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়াকে বহিষ্কার করে পাকিস্তান ৷ 6 অগাস্ট এনিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । তিনি বলেন, "জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যহারের জেরে আরও একটি পুলওয়ামা কাণ্ড ঘটবে সেখানে ।"
9 অগাস্ট জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে কথা বলতে চিন সফরে যান পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি । সেখানে আলোচনার সময় জম্মু ও কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করে বেজিং । এরপর গতকাল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর চিন সফরে যান ৷ এর আগে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার পদক্ষেপকে 'সীমান্তবর্তী সার্বভৌমত্ব' বিরোধী বলে মন্তব্য করে চিন । পাশাপাশি এর জেরে সীমান্তে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা থাকছে বলেও একটি বিবৃতি দেয় চিনের বিদেশমন্ত্রক । সেই বিবৃতির কড়া জবাব দেয় ভারত । বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "ভারত যেমন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না, সেরকমই আশা করে যে অন্য কোনও দেশও ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে না ।"
অন্যদিকে, রাশিয়ার বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানায়, 370 ধারা বিলোপ করে জম্মু ও কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজন ভারতের সংবিধানের কাঠামোর উপর ভিত্তি করেই করা হয়েছে ।"
এই পরিস্থতিতে আজ পোল্যান্ডের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷