ETV Bharat / bharat

টাকা ফেরতের উড়ো ফোন থেকে সাবধান

author img

By

Published : Apr 13, 2020, 11:37 AM IST

Updated : Apr 13, 2020, 6:44 PM IST

টাকা তোলেননি অথচ অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে । যোগাযোগ করুন নম্বরে । এমন কোনও মেসেজ দিয়ে সাহায্য় করতে চাইলে সারা দেবেন না । এটা ফ্রডস্টারদের নতুন ফন্দি । যাতে টার্গেট করা হচ্ছে অন্ধ্র ব্যাঙ্কের গ্রাহকদের ।

Representational Image
ছবিটি প্রতীকী

দিল্লি, 13 এপ্রিল : "আপনি কি ATM থেকে 25 হাজার টাকা তুলেছেন? যদি আপনি এই টাকা না তোলেন তাহলে দ্রুত ফোন করুন । আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে ।" যদি আপনাকে কেউ ফোন করে এভাবে কথা বলে তাহলে সাবধান । আপনি জানেনই না পরের কয়েক মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যেতে পারে সমস্ত টাকা । গোয়েন্দারা আপাতত এমনই তথ্য দিচ্ছেন । ব্যাঙ্ক ফ্রডস্টারদের এই নতুন ফাঁদ থেকে সাবধান ।

সাইবার ক্রাইমের এক অভিনব পদ্ধতি এটি । গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে এই প্রতারকদের লক্ষ্য অন্ধ্র ব্যাঙ্কের গ্রাহকরা । সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্য়াঙ্কের সংযুক্তিকরণের পর থেকে এই অপরাধ আরও বেড়েছে । এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্টের প্রায় লক্ষাধিক টাকা খুঁইয়েছেন অন্ধ্র ব্যাঙ্কের বেশ কয়েকজন গ্রাহক । পরে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগের পর বুঝতে পারেন তাঁরা প্রতারিত । শেষ পর্যন্ত দ্বারস্থ হচ্ছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ।

গোয়েন্দারা আরও জানাচ্ছেন, এক্ষেত্রে মূলত অবসরপ্রাপ্ত মানুষজন ও গৃহবধূদের টার্গেট করছে প্রতারকরা । প্রথমে হ্যাক করে তাঁদের ব্যঙ্কের ডেটাবেস সংগ্রহ করছে । তারপর পাতছে প্রতারণার ফাঁদ । হঠাৎই ফোনে ঢুকছে মেসেজ । জানতে চাওয়া হচ্ছে, "আপনি কি এইমাত্র টাকা তুলেছেন? টানা না তুলে থাকলে যোগাযোগ করুন । আমরা সে টাকা ফিরিয়ে দেব ।" আর মুহূর্তের জন্য সমস্ত বাস্তব বোধ হারিয়ে মানুষজন পা দিচ্ছেন টাকা ফিরে পাওয়ার সেই ফাঁদে । সম্প্রতি হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীকে এভাবে ঠকিয়েছে প্রতারকরা । তাঁকে এমনই একটি মেসেজ করা হয় । পরে জানতে চাওয়া হয়, তাঁর UPI নম্বর । ব্যাস, উধাও হয়ে যায় অ্যাকাউন্টের 90 হাজার টাকা ।

এই ধরনের হ্যাকিংয়ে মূলত গ্রাহকের অনলাইন ব্যাঙ্কিংয়ের তথ্য সংগ্রহ করছে প্রতারকরা । প্রতিদিন প্রায় 100 থেকে 200 জন এমন গ্রাহককে এই ধরনের মেসেজ করছে তারা । এমনভাবে মেসেজ সাজাচ্ছে যাতে মনে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষই মেসেজ করেছেন । অন্ধ্র ব্যাঙ্কের গ্রাহকদেরই টার্গেট করছে তারা । প্রায় প্রত্য়েকটি মেসেজেই 25 হাজার টাকা তুলেছেন এখনই ? পাননি টাকা ? এই মেসেজ করা হচ্ছে । তারপরই নীচে 9298112345- এ SMS করুন বা 18004251515-এ কল করুন ATM কার্ড ব্লক করতে । কেউ এই নম্বরে কল বা SMS করলে একটি লিঙ্ক শেয়ার করছে তারা । সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তাঁর UPI লিঙ্ক করা ব্য়াঙ্ক অ্যাকাউন্টের অ্যাকসেস দিতে চান কি না । সেখানে ইয়েস-এ ক্লিক করলেই প্রতারকদের কাছে চলে যাচ্ছে সমস্ত টাকা ।

টাকা খুইয়ে গ্রাহকরা যখন 18004251515-এ কল করছেন নম্বরটি সুইচড অফ পাচ্ছেন । এই ধরনের অপরাধ থেকে সাবধান হতে বলছেন গোয়েন্দারা । এই ধরনের কোনও মেসেজের রিপ্লাই দিতে নিষেধ করছেন তাঁরা ।

দিল্লি, 13 এপ্রিল : "আপনি কি ATM থেকে 25 হাজার টাকা তুলেছেন? যদি আপনি এই টাকা না তোলেন তাহলে দ্রুত ফোন করুন । আপনার টাকা ফিরিয়ে দেওয়া হবে ।" যদি আপনাকে কেউ ফোন করে এভাবে কথা বলে তাহলে সাবধান । আপনি জানেনই না পরের কয়েক মুহূর্তে আপনার অ্যাকাউন্ট থেকে সাফ হয়ে যেতে পারে সমস্ত টাকা । গোয়েন্দারা আপাতত এমনই তথ্য দিচ্ছেন । ব্যাঙ্ক ফ্রডস্টারদের এই নতুন ফাঁদ থেকে সাবধান ।

সাইবার ক্রাইমের এক অভিনব পদ্ধতি এটি । গোয়েন্দা সূত্রে খবর, বর্তমানে এই প্রতারকদের লক্ষ্য অন্ধ্র ব্যাঙ্কের গ্রাহকরা । সম্প্রতি ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে অন্ধ্র ব্য়াঙ্কের সংযুক্তিকরণের পর থেকে এই অপরাধ আরও বেড়েছে । এমন প্রতারণার ফাঁদে পা দিয়ে অ্যাকাউন্টের প্রায় লক্ষাধিক টাকা খুঁইয়েছেন অন্ধ্র ব্যাঙ্কের বেশ কয়েকজন গ্রাহক । পরে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগের পর বুঝতে পারেন তাঁরা প্রতারিত । শেষ পর্যন্ত দ্বারস্থ হচ্ছেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগে ।

গোয়েন্দারা আরও জানাচ্ছেন, এক্ষেত্রে মূলত অবসরপ্রাপ্ত মানুষজন ও গৃহবধূদের টার্গেট করছে প্রতারকরা । প্রথমে হ্যাক করে তাঁদের ব্যঙ্কের ডেটাবেস সংগ্রহ করছে । তারপর পাতছে প্রতারণার ফাঁদ । হঠাৎই ফোনে ঢুকছে মেসেজ । জানতে চাওয়া হচ্ছে, "আপনি কি এইমাত্র টাকা তুলেছেন? টানা না তুলে থাকলে যোগাযোগ করুন । আমরা সে টাকা ফিরিয়ে দেব ।" আর মুহূর্তের জন্য সমস্ত বাস্তব বোধ হারিয়ে মানুষজন পা দিচ্ছেন টাকা ফিরে পাওয়ার সেই ফাঁদে । সম্প্রতি হায়দরাবাদের বানজারা হিলস এলাকায় একজন অবসরপ্রাপ্ত ব্যাঙ্ককর্মীকে এভাবে ঠকিয়েছে প্রতারকরা । তাঁকে এমনই একটি মেসেজ করা হয় । পরে জানতে চাওয়া হয়, তাঁর UPI নম্বর । ব্যাস, উধাও হয়ে যায় অ্যাকাউন্টের 90 হাজার টাকা ।

এই ধরনের হ্যাকিংয়ে মূলত গ্রাহকের অনলাইন ব্যাঙ্কিংয়ের তথ্য সংগ্রহ করছে প্রতারকরা । প্রতিদিন প্রায় 100 থেকে 200 জন এমন গ্রাহককে এই ধরনের মেসেজ করছে তারা । এমনভাবে মেসেজ সাজাচ্ছে যাতে মনে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষই মেসেজ করেছেন । অন্ধ্র ব্যাঙ্কের গ্রাহকদেরই টার্গেট করছে তারা । প্রায় প্রত্য়েকটি মেসেজেই 25 হাজার টাকা তুলেছেন এখনই ? পাননি টাকা ? এই মেসেজ করা হচ্ছে । তারপরই নীচে 9298112345- এ SMS করুন বা 18004251515-এ কল করুন ATM কার্ড ব্লক করতে । কেউ এই নম্বরে কল বা SMS করলে একটি লিঙ্ক শেয়ার করছে তারা । সেই লিঙ্কে ক্লিক করলেই ফোনে জিজ্ঞাসা করা হচ্ছে তিনি তাঁর UPI লিঙ্ক করা ব্য়াঙ্ক অ্যাকাউন্টের অ্যাকসেস দিতে চান কি না । সেখানে ইয়েস-এ ক্লিক করলেই প্রতারকদের কাছে চলে যাচ্ছে সমস্ত টাকা ।

টাকা খুইয়ে গ্রাহকরা যখন 18004251515-এ কল করছেন নম্বরটি সুইচড অফ পাচ্ছেন । এই ধরনের অপরাধ থেকে সাবধান হতে বলছেন গোয়েন্দারা । এই ধরনের কোনও মেসেজের রিপ্লাই দিতে নিষেধ করছেন তাঁরা ।

Last Updated : Apr 13, 2020, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.