ETV Bharat / bharat

ভিনরাজ্যের 35 শ্রমিক পরিবারের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দিল বেঙ্গালুুরু পুলিশ

ভিনরাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়াল বেঙ্গালুরুর আডুগডি পুলিশ । নিজেদের উদ্যোগে 35জন শ্রমিকের পরিবারের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী এবং রেশন ।

Bengaluru
বেঙ্গালুরু
author img

By

Published : Apr 21, 2020, 1:03 PM IST

বেঙ্গালুরু, 21 এপ্রিল : লকডাউন ভাঙলেই কড়া পদক্ষেপ করছে পুলিশ । একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপর চলছে পুলিশের লাঠিচার্জ । পুলিশের এই কাজের তীব্র নিন্দাও করেছেন নেটিজ়েনরা । কিন্তু ঠিক একইসময়ে বেঙ্গালুরুর পুলিশ এক অন্য দৃষ্টান্ত তুলে ধরল দেশের সামনে । ভিনরাজ্যের শ্রমিকদের দিকে বাড়িয়ে দিল সাহায্যের হাত ।

ভিনরাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়াল বেঙ্গালুরুর আডুগডি পুলিশ । নিজেদের উদ্যোগে 35 জন শ্রমিকের পরিবারের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী এবং রেশন । বেঙ্গালুরুর গুলবারগা কলোনিতে থাকে এই পরিবারগুলি । লকডাউনের জেরে যাঁদের রোজগার প্রায় বন্ধ ।

পুলিশ আধিকারিক দিলীপ কুমার এই বিষয়ে বলেন , “আমরা পরিস্থিতির উপর প্রায়ই নজর রাখব । তাঁদের রেশন দেওয়া হয়েছে । এরপরও লকডাউন চলাকালীন যখনই তাঁদের প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হবে, তাঁদের কাছে তা পৌঁছে দেব ।”

বেঙ্গালুরু, 21 এপ্রিল : লকডাউন ভাঙলেই কড়া পদক্ষেপ করছে পুলিশ । একাধিক ভিডিয়ো প্রকাশ্যে আসছে, যেখানে দেখা যাচ্ছে সাধারণ মানুষের উপর চলছে পুলিশের লাঠিচার্জ । পুলিশের এই কাজের তীব্র নিন্দাও করেছেন নেটিজ়েনরা । কিন্তু ঠিক একইসময়ে বেঙ্গালুরুর পুলিশ এক অন্য দৃষ্টান্ত তুলে ধরল দেশের সামনে । ভিনরাজ্যের শ্রমিকদের দিকে বাড়িয়ে দিল সাহায্যের হাত ।

ভিনরাজ্যের শ্রমিকদের পাশে দাঁড়াল বেঙ্গালুরুর আডুগডি পুলিশ । নিজেদের উদ্যোগে 35 জন শ্রমিকের পরিবারের হাতে তুলে দিলেন প্রয়োজনীয় সামগ্রী এবং রেশন । বেঙ্গালুরুর গুলবারগা কলোনিতে থাকে এই পরিবারগুলি । লকডাউনের জেরে যাঁদের রোজগার প্রায় বন্ধ ।

পুলিশ আধিকারিক দিলীপ কুমার এই বিষয়ে বলেন , “আমরা পরিস্থিতির উপর প্রায়ই নজর রাখব । তাঁদের রেশন দেওয়া হয়েছে । এরপরও লকডাউন চলাকালীন যখনই তাঁদের প্রয়োজনীয় সামগ্রীর প্রয়োজন হবে, তাঁদের কাছে তা পৌঁছে দেব ।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.