দিল্লি, 7 এপ্রিল : রাজস্ব ঘাটতির বোঝা ঘাড় থেকে নামাতে 2020-21 অর্থবর্ষে পশ্চিমবঙ্গকে 5013 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল পঞ্চদশ অর্থ কমিশন। এবার রাজ্যেকে সেই বরাদ্দ অর্থ দেওয়ার জন্য কেন্দ্রকে আবেদন জানালেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র । যাতে প্রয়োজনীয় এই অর্থ দিয়ে কোরোনা পরিস্থিতির মোকাবিলা করতে পারে রাজ্য ।
এই মর্মে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি লেখেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্র । সেখানে তিনি বারংবার দাবি জানিয়েছেন যাতে, রাজস্ব দায়বদ্ধতা ও বাজেট ব্যবস্থাপনার (FRMB) আইন অনুযায়ী চলতি অর্থবছরের রাজস্ব ঘাটতির সীমা যেন তিন শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয় । পাশাপাশি তাঁর দাবি, বাকি থাকা GST-র করের বকেয়া ক্ষতিপূরণও যেন দেওয়া হয় ।
অমিত মিত্র বলেন, "আমার আবেদন, উপরোক্ত প্রস্তাবগুলি যেন দ্রুত বাস্তবায়ন হয় । তাহলে আমাদের রাজ্য কোরোনা লড়াইয়ে কিছুটা হলেও সমর্থ হবে । এর ফলে আমরা জনগণের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে পারব । বিশেষ করে রাজ্যের দরিদ্র কৃষক, অসংগঠিত শ্রমিকদের জন্য আমরা কিছু পদক্ষেপ করতে পারব, যারা বর্তমান পরিস্থিতিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত ।"
অমিত মিত্র আরও বলেন, "এই পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আর্থিক অবস্থা মজবুত করার প্রয়োজনীয়তা রয়েছে যা এখনও কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি । এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে প্রথম কিস্তিতে যে 417 কোটি টাকা দেওয়া হয়েছে তা পর্যাপ্ত ছিল না ।"
অমিত মিত্রের দাবি, এই পরিস্থিতিতে এপ্রিল, মে এবং জুন প্রতিমাসের জন্য তিন কিস্তিতে 1,671 কোটি টাকার আগাম অনুদান দেওয়া উচিত কেন্দ্রের ।