ETV Bharat / bharat

ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে মুখোমুখি চিদম্বরম-সীতারমন - চিদম্বরম-সীতারমন তরজা

ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে মুখোমুখি আক্রমণে দুই অর্থমন্ত্রী । একদিকে PMC ব্যাঙ্ক নিয়ে মোদি সরকারকে আক্রমণ করলেন পি চিদম্বরম । অন্যদিকে UPA সরকারের আমলে সংকট ঠেকাতে GTB, UWB এবং GBK-এর সংযুক্তির উদাহরণ দিলেন নির্মলা ।

Chidambaram Sitharaman
চিদম্বরম-সীতারমন
author img

By

Published : Mar 8, 2020, 2:58 AM IST

Updated : Mar 8, 2020, 4:04 PM IST

ব্যাঙ্কিং সেক্টরে সংকট মোকাবিলা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ সেই অভিযোগকে চাঁচাছোলা ভাষায় খণ্ডন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর দাবি, UPA জমানায় যে তিনটি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গিয়েছিল সেই তিনটি ঘটনায় কোনও ব্যক্তিকেই দায়ি করা যায়নি ৷ কার দায় সেটা UPA জমানায় না ঠিক করা গেলেও তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রী জানিয়েছেন যে, তিনি এই ঘটনার জন্য যে দায়ি তাকে চিহ্নিত করার জন্য RBI-কে তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে বিষয়টির গুরুত্ব বুঝে আইন আইনের পথে দ্রুত ব্যবস্থা নিতে পারে ৷

সীতারমনের অভিযোগ, অনিল অম্বানী গ্রুপ, এসেল গ্রুপ, DHFL, ILFS এবং ভোডাফোনের মতো চাপে থাকা সংস্থাগুলি UPA আমলে ইয়েস ব্যাঙ্কের কাছে বেশি গুরুত্ব পেয়েছে ৷ আর তার ফলেই প্রাক্তন MD ও CEO রানা কাপুরের এই সংস্থা ডানা মেলেছিল ৷ গত বছর জানুয়ারিতে রানা কাপুরের পদের মেয়াদ বাড়ানোর আবেদন ব্যাঙ্কের তরফে RBI-এর কাছে করা হয়েছিল ৷ কিন্তু RBI তা নাকচ করে দেয়৷

তাঁর দাবি, 2006 সালে সংকটে থাকা ওয়েস্টার্ন ব্যাঙ্কের সঙ্গে IDBI ব্যাঙ্কের সংযুক্তির জেরে সরকারি ক্ষেত্রের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে ৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে মোদি সরকারকে আক্রমণ করার পর শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন নির্মলা সীতারমন ৷

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এই বিষয়ে টুইট করে বলেন, "BJP গত ছয় বছর ধরে ক্ষমতায় রয়েছে ৷ তাদের প্রশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার অদক্ষতা প্রকাশ্যে চলে এসেছে ৷"

ব্যাঙ্কিং সেক্টরের সংকট নিয়ে মোদি সরকারকে কংগ্রেসের হয়ে চিদম্বরম শুধু একা আক্রমণ করেননি ৷ কিন্তু তিনি দিনভর মোদি সরকারকে উদ্দেশ্য করে যেভাবে দফায় দফায় টুইট করেছেন সম্ভবত সেই কারণেই তাঁকে জবাব দিতে সাংবাদিক বৈঠক ডেকে সবটা ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী ৷

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, "প্রথমে PMC ব্যাঙ্ক ৷ এখন ইয়েস ব্যাঙ্ক ৷ সরকার কি এই নিয়ে আদৌ চিন্তিত ? তারা কি এভাবে নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে ? তৃতীয় কোনও ব্যাঙ্ক কি এই তালিকায় রয়েছে ?"

পি চিদম্বরমের তোলা এই প্রশ্ন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পালটা জবাব দিতে বাধ্য করেন ৷ আর সেই জবাবেই তিনি উদাহরণ হিসেবে বলেন যে, গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ক (GTB), ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ক (UWB) এবং গণেশ ব্যাঙ্ক অফ কুরুনড়ওয়াড়(GBK)-এর সংকট আটকাতে সেগুলিকে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করেছিল UPA সরকার ।

সীতারমনের অভিযোগ, সংকট মোকাবিলার দায়িত্ব না নিয়ে দায় ঝেড়ে ফেলতেই UPA এই সমস্যাসঙ্কুল ব্যাঙ্কগুলিকে অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করে দেয় ৷

2004 সালে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাসের সঙ্গে সংযুক্ত করা হয় গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ককে ৷ ওই বছরই ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ককে সংযুক্ত করে দেওয়া হয় IDBI ব্যাঙ্কের সঙ্গে ৷ আর বেসরকারি ফেডারেল ব্যাঙ্কের সঙ্গে 2016 সালে সংযুক্তিকরণ করা হয় গণেশ ব্যাঙ্ক অফ কুরনুরওয়াড়ের ৷

ক্ষুব্ধ অর্থমন্ত্রী বলেন, "আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি যে, কীভাবে স্বনিযুক্ত যোগ্য ডাক্তাররা ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ক এবং IDBI-এর সংযুক্তিকরণ পরিচালনা করেছিলেন ৷ IDBI নিচে নামল এবং ইউনাইটেড ওয়েস্টার্ন কোনওভাবে টিকে গেল ৷ এটা যারা করেছিল, এখন তারা ইয়েস ব্যাঙ্ক ও তার গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় আমাদের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে ৷"

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পালটা প্রশ্ন, "আমি জানতে চাই তারা (UPA সরকার) কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল?"

2004 সাল থেকে 2014 সাল, 10 বছরের প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারে সবচেয়ে বেশি সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সেই কংগ্রেস নেতাও মৌখিক এই লড়াইয়ে পিছু হটতে নারাজ ৷ UPA আমল থেকেই ইয়েস ব্যাঙ্কের সংকট শুরু হয়েছে, নির্মলা সীতারমনের এই অভিযোগ তিনি অস্বীকার দিয়েছেন ৷

নির্মলা সীতারমনের সাংবাদিক বৈঠক শেষ হতেই পি চিদম্বরম টুইট করেন ৷ লেখেন, "অর্থমন্ত্রীর বক্তব্য শুনলাম ৷ তিনি ঘুরিয়ে ইয়েস ব্যাঙ্কের সংকট নিয়ে UPA-কেই দোষারোপ করেছেন ৷ অথচ তিনি দাবি করছেন, এই সংকট না কি 2017 সালে শুরু হয়েছে ৷ তাঁর দুটো বক্তব্যে অসঙ্গতি রয়েছে । "

ব্যাঙ্কিং সেক্টরে সংকট মোকাবিলা নিয়ে মোদি সরকারকে আক্রমণ করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম ৷ সেই অভিযোগকে চাঁচাছোলা ভাষায় খণ্ডন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তাঁর দাবি, UPA জমানায় যে তিনটি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গিয়েছিল সেই তিনটি ঘটনায় কোনও ব্যক্তিকেই দায়ি করা যায়নি ৷ কার দায় সেটা UPA জমানায় না ঠিক করা গেলেও তারই প্রেক্ষিতে অর্থমন্ত্রী জানিয়েছেন যে, তিনি এই ঘটনার জন্য যে দায়ি তাকে চিহ্নিত করার জন্য RBI-কে তদন্তের নির্দেশ দিয়েছেন যাতে বিষয়টির গুরুত্ব বুঝে আইন আইনের পথে দ্রুত ব্যবস্থা নিতে পারে ৷

সীতারমনের অভিযোগ, অনিল অম্বানী গ্রুপ, এসেল গ্রুপ, DHFL, ILFS এবং ভোডাফোনের মতো চাপে থাকা সংস্থাগুলি UPA আমলে ইয়েস ব্যাঙ্কের কাছে বেশি গুরুত্ব পেয়েছে ৷ আর তার ফলেই প্রাক্তন MD ও CEO রানা কাপুরের এই সংস্থা ডানা মেলেছিল ৷ গত বছর জানুয়ারিতে রানা কাপুরের পদের মেয়াদ বাড়ানোর আবেদন ব্যাঙ্কের তরফে RBI-এর কাছে করা হয়েছিল ৷ কিন্তু RBI তা নাকচ করে দেয়৷

তাঁর দাবি, 2006 সালে সংকটে থাকা ওয়েস্টার্ন ব্যাঙ্কের সঙ্গে IDBI ব্যাঙ্কের সংযুক্তির জেরে সরকারি ক্ষেত্রের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে ৷

কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম ইয়েস ব্যাঙ্ক সংকট নিয়ে মোদি সরকারকে আক্রমণ করার পর শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক ডেকেছিলেন নির্মলা সীতারমন ৷

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম এই বিষয়ে টুইট করে বলেন, "BJP গত ছয় বছর ধরে ক্ষমতায় রয়েছে ৷ তাদের প্রশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি পরিচালনা করার অদক্ষতা প্রকাশ্যে চলে এসেছে ৷"

ব্যাঙ্কিং সেক্টরের সংকট নিয়ে মোদি সরকারকে কংগ্রেসের হয়ে চিদম্বরম শুধু একা আক্রমণ করেননি ৷ কিন্তু তিনি দিনভর মোদি সরকারকে উদ্দেশ্য করে যেভাবে দফায় দফায় টুইট করেছেন সম্ভবত সেই কারণেই তাঁকে জবাব দিতে সাংবাদিক বৈঠক ডেকে সবটা ব্যাখ্যা করেন অর্থমন্ত্রী ৷

প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম প্রশ্ন তোলেন, "প্রথমে PMC ব্যাঙ্ক ৷ এখন ইয়েস ব্যাঙ্ক ৷ সরকার কি এই নিয়ে আদৌ চিন্তিত ? তারা কি এভাবে নিজেদের দায় ঝেড়ে ফেলতে পারে ? তৃতীয় কোনও ব্যাঙ্ক কি এই তালিকায় রয়েছে ?"

পি চিদম্বরমের তোলা এই প্রশ্ন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে পালটা জবাব দিতে বাধ্য করেন ৷ আর সেই জবাবেই তিনি উদাহরণ হিসেবে বলেন যে, গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ক (GTB), ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ক (UWB) এবং গণেশ ব্যাঙ্ক অফ কুরুনড়ওয়াড়(GBK)-এর সংকট আটকাতে সেগুলিকে অন্যান্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করেছিল UPA সরকার ।

সীতারমনের অভিযোগ, সংকট মোকাবিলার দায়িত্ব না নিয়ে দায় ঝেড়ে ফেলতেই UPA এই সমস্যাসঙ্কুল ব্যাঙ্কগুলিকে অন্য ব্যাঙ্কের সঙ্গে সংযুক্ত করে দেয় ৷

2004 সালে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কর্মাসের সঙ্গে সংযুক্ত করা হয় গ্লোবাল ট্রাস্ট ব্যাঙ্ককে ৷ ওই বছরই ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ককে সংযুক্ত করে দেওয়া হয় IDBI ব্যাঙ্কের সঙ্গে ৷ আর বেসরকারি ফেডারেল ব্যাঙ্কের সঙ্গে 2016 সালে সংযুক্তিকরণ করা হয় গণেশ ব্যাঙ্ক অফ কুরনুরওয়াড়ের ৷

ক্ষুব্ধ অর্থমন্ত্রী বলেন, "আমি আপনাদের উদাহরণ দিয়ে বলছি যে, কীভাবে স্বনিযুক্ত যোগ্য ডাক্তাররা ইউনাইটেড ওয়েস্টার্ন ব্যাঙ্ক এবং IDBI-এর সংযুক্তিকরণ পরিচালনা করেছিলেন ৷ IDBI নিচে নামল এবং ইউনাইটেড ওয়েস্টার্ন কোনওভাবে টিকে গেল ৷ এটা যারা করেছিল, এখন তারা ইয়েস ব্যাঙ্ক ও তার গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় আমাদের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলছে ৷"

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের পালটা প্রশ্ন, "আমি জানতে চাই তারা (UPA সরকার) কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল?"

2004 সাল থেকে 2014 সাল, 10 বছরের প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারে সবচেয়ে বেশি সময় যিনি অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন, সেই কংগ্রেস নেতাও মৌখিক এই লড়াইয়ে পিছু হটতে নারাজ ৷ UPA আমল থেকেই ইয়েস ব্যাঙ্কের সংকট শুরু হয়েছে, নির্মলা সীতারমনের এই অভিযোগ তিনি অস্বীকার দিয়েছেন ৷

নির্মলা সীতারমনের সাংবাদিক বৈঠক শেষ হতেই পি চিদম্বরম টুইট করেন ৷ লেখেন, "অর্থমন্ত্রীর বক্তব্য শুনলাম ৷ তিনি ঘুরিয়ে ইয়েস ব্যাঙ্কের সংকট নিয়ে UPA-কেই দোষারোপ করেছেন ৷ অথচ তিনি দাবি করছেন, এই সংকট না কি 2017 সালে শুরু হয়েছে ৷ তাঁর দুটো বক্তব্যে অসঙ্গতি রয়েছে । "

Last Updated : Mar 8, 2020, 4:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.