ETV Bharat / bharat

খালি পায়ে বছর 19-এর যুবকের দৌড়, ভিডিয়ো দেখে প্রশিক্ষণের প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রীর

author img

By

Published : Aug 18, 2019, 4:19 AM IST

Updated : Aug 18, 2019, 8:15 AM IST

ছোটো থেকেই দৌড়াতে ভালোবাসেন রামেশ্বর গুরজার ৷ স্বপ্নের মানুষ উসেইন বোল্ট ৷ এর আগেও স্থানীয় কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷

রামেশ্বর গুরজর

শিবপুরি (মধ্যপ্রদেশ), 18 অগাস্ট : খালি পায়ে ছুটে চলেছেন এক যুবক ৷ মাত্র 11 সেকেন্ডে 100 মিটার শেষ করছেন তিনি ৷ সম্প্রতি নিজের টুইটারে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এই ভিডিয়ো নজরে আসায় ওই যুবককে সাহায্যের জন্য এগিয়ে এলেন স্বয়ং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ জানালেন, 19 বছরের রামেশ্বর গুরজারের প্রশিক্ষণে সাহায্য করার কথা ৷ দেশের ক্রীড়া অ্যাকাডেমিতে ভরতির ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন ৷

মধ্যপ্রদেশের এক অখ্যাত জেলা শিবপুরি ৷ সেখানে দরিদ্র কৃষক পরিবারের সন্তান বছর 19-এর রামেশ্বর গুরজার ৷ ছোটো থেকেই দৌড়াতে ভালোবাসেন তিনি ৷ স্বপ্নের মানুষ উসেইন বোল্ট ৷ এর আগেও স্থানীয় কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ ভিডিয়োটি নিজের টুইটারে পোস্ট করেন শিবরাজ চৌহান ৷ শুক্রবার রাতে পোস্ট করা হয় টুইটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রতি সাহায্যের আবেদন জানান শিবরাজ সিং চৌহান ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে আবেদন জানান ভিডিয়োটি দেখার জন্য ৷ রামেশ্বরের প্রতিভাকে তুলে ধরার জন্য এবং কেন্দ্রীয় সাহায্য়ের জন্য আবেদন জানান শিবরাজ সিং ৷

টুইটটি নজরে আসার পরেই তার উত্তর দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷

শিবপুরি (মধ্যপ্রদেশ), 18 অগাস্ট : খালি পায়ে ছুটে চলেছেন এক যুবক ৷ মাত্র 11 সেকেন্ডে 100 মিটার শেষ করছেন তিনি ৷ সম্প্রতি নিজের টুইটারে এই ভিডিয়ো পোস্ট করেছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এই ভিডিয়ো নজরে আসায় ওই যুবককে সাহায্যের জন্য এগিয়ে এলেন স্বয়ং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু ৷ জানালেন, 19 বছরের রামেশ্বর গুরজারের প্রশিক্ষণে সাহায্য করার কথা ৷ দেশের ক্রীড়া অ্যাকাডেমিতে ভরতির ব্যাপারে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন ৷

মধ্যপ্রদেশের এক অখ্যাত জেলা শিবপুরি ৷ সেখানে দরিদ্র কৃষক পরিবারের সন্তান বছর 19-এর রামেশ্বর গুরজার ৷ ছোটো থেকেই দৌড়াতে ভালোবাসেন তিনি ৷ স্বপ্নের মানুষ উসেইন বোল্ট ৷ এর আগেও স্থানীয় কিছু প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি ৷ সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ ভিডিয়োটি নিজের টুইটারে পোস্ট করেন শিবরাজ চৌহান ৷ শুক্রবার রাতে পোস্ট করা হয় টুইটে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রতি সাহায্যের আবেদন জানান শিবরাজ সিং চৌহান ৷ মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে আবেদন জানান ভিডিয়োটি দেখার জন্য ৷ রামেশ্বরের প্রতিভাকে তুলে ধরার জন্য এবং কেন্দ্রীয় সাহায্য়ের জন্য আবেদন জানান শিবরাজ সিং ৷

টুইটটি নজরে আসার পরেই তার উত্তর দেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সবরকম সাহায্যের আশ্বাস দেন ৷

Bhopal (Madhya Pradesh), Aug 17 (ANI): Madhya Pradesh government on Saturday assured Rameshwar Gurjar, an aspiring sprinter from Shivpuri district who rose to fame after being seen in a viral video finishing a 100 meters lapse in 11 seconds, to "provide him all the facilities" for further training. "The government will provide him all the facilities to train further. If someone has the potential to perform the sports ministry will always support them," said Jitu Patwari, Sports Minister in Chief Minister Kamal Nath government. Rameshwar told ANI that he is preparing for 4-5 years, and wishes to win a medal for India. He added that he won't break government's trust and will prove his potential.
Last Updated : Aug 18, 2019, 8:15 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.