দিল্লি, 30 সেপ্টেম্বর : বাবরি মসজিদের রায় ঘোষণার পরেই সমালোচনার ঝড় বিরোধী শিবিরে । লখনউয়ের আদালতের রায়কে অসাংবিধানিক বলল কংগ্রেস । আইন ব্যবস্থার প্রহসন বলে কটাক্ষ করে বামরা । আসাউদ্দিন ওয়াইসি বলেন, ভারতীয় আইনের ইতিহাসে আজ দুঃখের দিন ।
গত বছর নভেম্বরে অযোধ্যার বিতর্কিত জমির রায় দেয় সুপ্রিম কোর্ট । সেই সময় শীর্ষ আদালত জানায়, বাবরি মসজিদ ধ্বংস বেআইনি । শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণই উল্লেখ করে কংগ্রেস । দাবি করে, লখনউ আদালতের রায় সুপ্রিম কোর্টের রায়ের বিরোধী ।
কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বিশেষ আদালত প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস করেছে । এটি পরিষ্কার যে, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরোধিতা করছে বিশেষ আদালত ।
শুধু আদালতের রায় নিয়েই কংগ্রেস প্রশ্ন তুলেছে তা নয় । একইসঙ্গে BJP এবং RSS-কেও আজ রায়ের জন্য পরোক্ষভাবে দায়ি করেছে । রাষ্ট্রীয় স্বংয়সেবক সংঘ এবং BJP-র মিলিত ষড়যন্ত্র । যার শিকড় অনেক গভীরে । দেশের সাম্প্রদায়িক ঐক্য এবং ভ্রাতৃত্ব ধ্বংস করার জন্যই তারা ষড়যন্ত্র করেছে । কারণ তারা যে কোনও মূল্যে ক্ষমতা বজায় রাখতে চেয়েছিল বলে অভিযোগ করে কংগ্রেস । তাদের অভিযোগ, "তৎকালীন উত্তরপ্রদেশ সরকার ষড়যন্ত্রের অংশ ছিল ।"
-
A complete travesty of Justice.
— Sitaram Yechury (@SitaramYechury) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
All charged with criminal conspiracy to demolish Babri Masjid acquitted.
It self imploded?
The Constitution Bench headed by then CJI had said that demolition was an “egregious” violation of law.
Now this verdict!
Shame.https://t.co/fAeTHwhhDg
">A complete travesty of Justice.
— Sitaram Yechury (@SitaramYechury) September 30, 2020
All charged with criminal conspiracy to demolish Babri Masjid acquitted.
It self imploded?
The Constitution Bench headed by then CJI had said that demolition was an “egregious” violation of law.
Now this verdict!
Shame.https://t.co/fAeTHwhhDgA complete travesty of Justice.
— Sitaram Yechury (@SitaramYechury) September 30, 2020
All charged with criminal conspiracy to demolish Babri Masjid acquitted.
It self imploded?
The Constitution Bench headed by then CJI had said that demolition was an “egregious” violation of law.
Now this verdict!
Shame.https://t.co/fAeTHwhhDg
1992 সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং । তাঁর বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ ছিল । বাবরি বিতর্কের আগুন সেই সময় দেশে ছড়িয়ে পড়ে । বিভিন্ন সংঘর্ষে 3 হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় । কল্যাণ সিংয়ের সরকার ভেঙে দেওয়া হয় । জারি হয় রাষ্ট্রপতি শাসন । আজ অন্যান্য অভিযুক্তের সঙ্গে বেকসুর খালাস হন কল্যাণ সিংও ।
বাবরি ধ্বংস মামলায় আজ রায় শোনায় লখনউয়ের বিশেষ আদালত । লালকৃষ্ণ আদবানি সহ 32জন অভিযুক্তকে বেকসুর খালাস করে । জানায়, কোনও উপযুক্ত তথ্য প্রমাণ নেই । বাবরি ধ্বংস পূর্ব-পরিকল্পিত নয় । সমাজ বিরোধীরা মসজিদ ভেঙেছিল ।
-
Today is a sad day in the history of Indian judiciary. Now, the court says there was no conspiracy. Please enlighten me, how many days of months of preparations are required to disqualify an action from being spontaneous?: Asaduddin Owaisi, on the #BabriMasjidDemolitionVerdict pic.twitter.com/iMumkda50l
— ANI (@ANI) September 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Today is a sad day in the history of Indian judiciary. Now, the court says there was no conspiracy. Please enlighten me, how many days of months of preparations are required to disqualify an action from being spontaneous?: Asaduddin Owaisi, on the #BabriMasjidDemolitionVerdict pic.twitter.com/iMumkda50l
— ANI (@ANI) September 30, 2020Today is a sad day in the history of Indian judiciary. Now, the court says there was no conspiracy. Please enlighten me, how many days of months of preparations are required to disqualify an action from being spontaneous?: Asaduddin Owaisi, on the #BabriMasjidDemolitionVerdict pic.twitter.com/iMumkda50l
— ANI (@ANI) September 30, 2020
আদালতের এই রায়ের তীব্র নিন্দা করেন AIMIM প্রধান আসাউদ্দিন ওয়াইসিও । আজ দিনটিকে ভারতীয় আইনের ইতিহাসে একটি দুঃখের দিন বলে উল্লেখ করেন । ওয়াইসি বলেন, "আদালত বলছে কোনও ষড়যন্ত্র ছিল না । কিন্তু এটি বিচারের বিষয় । মানুষকে নিশ্চিত করা যে, বাবরি মসজিদ ধ্বংসের অভিযুক্তরা শাস্তি পাবে । কিন্তু তা হয়নি । আজ এই ইশুতেই BJP ক্ষমতায় আছে ।"
বাবরি মসজিদ ধ্বংস পূর্ব-পরিকল্পিত ছিল না, বেকসুর খালাস 32 অভিযুক্ত
বাবরির মসজিদের রায়ের নিন্দা করেন কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল । তিনি টুইট করেন, "এই রায় বিস্ময়কর । আইনের নীতির বিরোধিতা করে এই রায় । এমনকী সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণেরও বিরোধিতা করে । "
"উপযুক্ত প্রমাণ নেই", বাবরি রায়ে আদালতের 5 পর্যবেক্ষণ
রায়ের সমালোচনা করেন CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিও । বলেন, "বিচারব্যবস্থার প্রহসন।"
রায় ঘোষণার পরেই সমালোচনার ঝড় ওঠে নেট পাড়ায় । এখন টুইটারে ট্রেন্ডিং হ্যাশট্যাগ, "নো ওয়ান ডেমলিশড বাবরি" অর্থাৎ বাবরি মসজিদ কেউ ধ্বংস করেনি ।