ETV Bharat / bharat

অযোধ্যার সীতা-রাম মন্দিরে ইফতার পার্টি - muslim

পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হল অযোধ্যার একটি মন্দিরে । সম্প্রীতির নজির গড়তেই এই আয়োজন বলে জনান সীতা-রাম মন্দিরের আয়োজকরা ।

ইফতার পার্টি
author img

By

Published : May 21, 2019, 9:12 AM IST

অযোধ্যা, 21 মে : পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হল অযোধ্যার একটি মন্দিরে । গতকাল মন্দির কর্তৃপক্ষের তরফে এই ইফতার পার্টির ব্যবস্থা করা হয় । সীতা-রাম মন্দিরের আয়োজকরা জানান, সম্প্রীতির নজির গড়তেই এই ইফতার পার্টি রাখা হয় । সেখানে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের অনেকেই ।

ওই মন্দিরের পুরোহিত যুগল কিশোর সংবাদ সংস্থা ANI-কে বলেন, "এই নিয়ে তৃতীয়বার আমরা ইফতার পার্টির আয়োজন করলাম । ভবিষ্যতেও ইফতার পার্টি আয়োজনের ইচ্ছে রয়েছে ।"

যুগল কিশোরের সুর শোনা যায় ইফতারে উপস্থিত মুজ্জামেল ফিজ়া নামে এক ব্যক্তির গলায় । তিনি বলেন, "এই ধরনের অনুষ্ঠান হওয়া খুব দরকার । তাতে মানুষের মধ্যে বিভেদ কমে ।"

অযোধ্যা, 21 মে : পবিত্র রমজান মাসে ইফতার পার্টির আয়োজন করা হল অযোধ্যার একটি মন্দিরে । গতকাল মন্দির কর্তৃপক্ষের তরফে এই ইফতার পার্টির ব্যবস্থা করা হয় । সীতা-রাম মন্দিরের আয়োজকরা জানান, সম্প্রীতির নজির গড়তেই এই ইফতার পার্টি রাখা হয় । সেখানে অংশ নেন মুসলিম সম্প্রদায়ের অনেকেই ।

ওই মন্দিরের পুরোহিত যুগল কিশোর সংবাদ সংস্থা ANI-কে বলেন, "এই নিয়ে তৃতীয়বার আমরা ইফতার পার্টির আয়োজন করলাম । ভবিষ্যতেও ইফতার পার্টি আয়োজনের ইচ্ছে রয়েছে ।"

যুগল কিশোরের সুর শোনা যায় ইফতারে উপস্থিত মুজ্জামেল ফিজ়া নামে এক ব্যক্তির গলায় । তিনি বলেন, "এই ধরনের অনুষ্ঠান হওয়া খুব দরকার । তাতে মানুষের মধ্যে বিভেদ কমে ।"

New Delhi, May 21 (ANI): You will be able to access features of the Galaxy Watch Active right on your older smartwatch as Samsung is rolling out the latest software update on previous wearables. As Engadget reports, Samsung is rolling out an update that will bring the Active's One UI interface, health features, and other optimisations to the regular Galaxy Watch, Gear S3, and Gear Sport. You can also download some of the Active's watch faces for the older smartwatch. The update also brings some improved features such as outdoor swimming tracking, high heart rate alerts, sleep tracking, better battery life, and more.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.