ETV Bharat / bharat

ইতিহাস সাক্ষী, আগ্রাসী শক্তি টিকে থাকতে পারে না : নরেন্দ্র মোদি

লাদাখের নিমুতে ভাষণ দিতে গিয়ে সেনার উদ্দেশে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, আগ্রাসনের দিন শেষ হয়ে গেছে । এখন বিকাশের যুগ শুরু হয়েছে ।

নরেন্দ্র মোদি
নরেন্দ্র মোদি
author img

By

Published : Jul 3, 2020, 2:31 PM IST

Updated : Jul 3, 2020, 4:47 PM IST

লাদাখ, 3 জুলাই : আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস প্রমাণ । কখনও কোনও আগ্রাসী শক্তি টিকে থাকতে পারে না । আজ লাদাখের নিমুতে সেনার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি । সপ্তাহ দুয়েক আগে দুই দেশের সেনা সংঘর্ষে 20 জন শহিদ হয়েছেন । এই পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং স্থলসেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানেকে সঙ্গে নিয়ে লাদাখ যান প্রধানমন্ত্রী । আজ লেহ-তে পৌঁছান । সেখান থেকে ভোরে নিমুতে পৌঁছে কথা বলেন সেনা-জওয়ানদের সঙ্গে । 15 জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গেও দেখা করেন । তারপর নিমুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,"আগ্রাসনের বিরুদ্ধে পুরো দেশ আজ একজোট হয়ে লড়ছে । এই আগ্রাসন শক্তি শান্তি নষ্ট করে । বিশ্বে এখনও কেউ কেউ আগ্রাসনবাদে বিশ্বাসী । তবে মনে রাখবেন, গোটা বিশ্ব আজ বিকাশবাদে বিশ্বাসী । আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস সাক্ষী । আগ্রাসন শক্তি কোনওদিন টিকে থাকতে পারে না । হয় তারা হারিয়ে যায় । নয়তো পিছু হটে ।" তাঁর সংযোজন, আমরা সেই দেশের মানুষ, যাঁরা বংশিধারী কৃষ্ণকে পুজো করে । আবার সুদর্শন চক্রধারী কৃষ্ণেরও আরাধনা করে ।

সেনাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, "আপানারা যে উচ্চতায় রয়েছেন, সেই শৃঙ্গের থেকেও অনেক উচ্চ আপনাদের সাহস । আপনাদের সাহস গোটা বিশ্বে ভারতের শক্তির বার্তাকে পৌঁছে দিয়েছে । আপনাদের ত্যাগ, বলিদানের মাধ্যমে আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হয় । "

প্রধানমন্ত্রী আরও বলেন, "সেনাদের সাহসিকতার কথা ভারতের প্রতি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে । ভারত মাতার শত্রু আপনাদের ক্ষমতা ও পরাক্রম দেখেছে । লাদাখ থেকে লে, সিয়াচেন থেকে কার্গিল । গালওয়ান উপত্যকার হিমশীতল জল, প্রতিটি পর্বত, প্রতিটি শৃঙ্গ আপনাদের পরাক্রমের প্রত্যক্ষদর্শী । "

লাদাখ, 3 জুলাই : আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস প্রমাণ । কখনও কোনও আগ্রাসী শক্তি টিকে থাকতে পারে না । আজ লাদাখের নিমুতে সেনার উদ্দেশে ভাষণ দিতে গিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

লাদাখ সীমান্তে ভারত-চিন উত্তপ্ত পরিস্থিতি । সপ্তাহ দুয়েক আগে দুই দেশের সেনা সংঘর্ষে 20 জন শহিদ হয়েছেন । এই পরিস্থিতিতে তিন বাহিনীর প্রধান বিপিন রাওয়াত এবং স্থলসেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানেকে সঙ্গে নিয়ে লাদাখ যান প্রধানমন্ত্রী । আজ লেহ-তে পৌঁছান । সেখান থেকে ভোরে নিমুতে পৌঁছে কথা বলেন সেনা-জওয়ানদের সঙ্গে । 15 জুন রাতে গালওয়ানের সংঘর্ষে যে জওয়ানরা জখম হয়েছিলেন, তাঁদের সঙ্গেও দেখা করেন । তারপর নিমুতে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,"আগ্রাসনের বিরুদ্ধে পুরো দেশ আজ একজোট হয়ে লড়ছে । এই আগ্রাসন শক্তি শান্তি নষ্ট করে । বিশ্বে এখনও কেউ কেউ আগ্রাসনবাদে বিশ্বাসী । তবে মনে রাখবেন, গোটা বিশ্ব আজ বিকাশবাদে বিশ্বাসী । আগ্রাসনের যুগ শেষ । এখন উন্নয়ন ও বিকাশের যুগ । ইতিহাস সাক্ষী । আগ্রাসন শক্তি কোনওদিন টিকে থাকতে পারে না । হয় তারা হারিয়ে যায় । নয়তো পিছু হটে ।" তাঁর সংযোজন, আমরা সেই দেশের মানুষ, যাঁরা বংশিধারী কৃষ্ণকে পুজো করে । আবার সুদর্শন চক্রধারী কৃষ্ণেরও আরাধনা করে ।

সেনাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, "আপানারা যে উচ্চতায় রয়েছেন, সেই শৃঙ্গের থেকেও অনেক উচ্চ আপনাদের সাহস । আপনাদের সাহস গোটা বিশ্বে ভারতের শক্তির বার্তাকে পৌঁছে দিয়েছে । আপনাদের ত্যাগ, বলিদানের মাধ্যমে আত্মনির্ভর ভারতের সংকল্প আরও মজবুত হয় । "

প্রধানমন্ত্রী আরও বলেন, "সেনাদের সাহসিকতার কথা ভারতের প্রতি ঘরে ঘরে প্রতিধ্বনিত হচ্ছে । ভারত মাতার শত্রু আপনাদের ক্ষমতা ও পরাক্রম দেখেছে । লাদাখ থেকে লে, সিয়াচেন থেকে কার্গিল । গালওয়ান উপত্যকার হিমশীতল জল, প্রতিটি পর্বত, প্রতিটি শৃঙ্গ আপনাদের পরাক্রমের প্রত্যক্ষদর্শী । "

Last Updated : Jul 3, 2020, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.