ETV Bharat / bharat

কারফিউ উপেক্ষা করে অসমের রাস্তায় বিক্ষোভ, মোতায়েন সেনা

author img

By

Published : Dec 12, 2019, 12:52 PM IST

Updated : Dec 12, 2019, 2:14 PM IST

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে অসমের একাধিক জায়গায় বিক্ষোভ । বন্ধ ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ রয়েছে ।

image
ছবি

গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে স্তব্ধ অসম। লোকসভার পর গতকালই রাজ্যসভায় পাশ হয়েছে বিল । এরপর আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসমের বিক্ষোভ । হাজার হাজার মানুষজন পথে নেমেছে । বন্ধ ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ রয়েছে । কারফিউ উপেক্ষা করে চলছে বিক্ষোভ । এর জেরে একাধিক জায়গায় সেনা মোতায়েন করতে হয়েছে ।

  • অসমের ডিব্রুগড়,গুয়াহাটি জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ।
    image
    পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নেমেছে
  • রাজ্যের দশটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ।
  • গতরাতে কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ রামেশ্বর তেলির বাড়ির সীমানার দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে । তাঁর কাকার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে,কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি নিজেও অসমের বাসিন্দা । আমি এমন কিছু করব না যা অসমের মানুষের ক্ষতি হয় । আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নাগরিকত্ব সংশোধনী বিল অসমের ভাষা, সংস্কৃতি কোনও কিছুর উপরই প্রভাব ফেলবে না ।
  • অসমের মানুষজনকে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল । সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন তিনি।
  • কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে ডিব্রুগড়গামী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ।
  • অসমে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পাঁচ কলাম সেনা নেমেছে । এদের মধ্যে দু'কলাম সেনা গুয়াহাটিতে মোতায়েন করা হয়েছে । বাকি সেনা তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোরহাটে মোতায়েন করা হয়েছে ।
    image
    স্তব্ধ অসম
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিমানবন্দরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রয়েছে । পাশাপাশি ত্রিপুরায় তিন কলাম অসম রাইফেল মোতায়েন করা হয়েছে ।
    image
    পাঁচ কলাম সেনা মোতায়েন করা হয়েছে
  • উত্তর-পূর্বের বিক্ষোভ পরিস্তিতি ও আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছেন অধীররঞ্জন চৌধুরি, কে সুরেশ এবং গৌরব গগৈ ।
  • অসম ও ত্রিপুরায় রণজি ট্রফির ম্যাচ স্থগিত রাখা হয়েছে । গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফ সি ও চেন্নাইয়ান FC-র মধ্যে ফুটবল ম্যাচ স্থগিত রয়েছে ।
  • গুয়াহাটি থেকে ঊর্ধ্ব অসমের দিকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ।
  • বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় গতকাল হাসপাতালে যাওয়ার পথে একটি দুইমাসের শিশুর মৃত্যু হয় । ধলাই জেলায় বিক্ষোভকারীরা একাধিক দোকান পুড়িয়ে দেয় ।
    image
    রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে মানুষজন
  • গতরাতে মুখ্যমন্ত্রীর নিজের শহর ডিব্রুগড়ের ছাবুয়ায় একটি স্টেশনে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । ভাঙচুর চালানো হয় তিনসুকিয়া জেলার পানিটোলা স্টেশনেও ভাঙচুর চালানো হয় ।
    image
    একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, দোকানপাট বন্ধ
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে ।
    image
    একাধিক জায়গায় 144 ধারা জারি
  • দিন কয়েক ধরে বনধ চলছে গুয়াহাটি সহ একাধিক জায়গায় । সমস্ত দোকানপাট বন্ধ । নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO), অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (AASU) ছাড়াও SFI, DYFI, AIDWA, AISF, AISA সহ একাধিক বাম সংগঠন পথে নেমেছে ।

গুয়াহাটি, 12 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে স্তব্ধ অসম। লোকসভার পর গতকালই রাজ্যসভায় পাশ হয়েছে বিল । এরপর আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে অসমের বিক্ষোভ । হাজার হাজার মানুষজন পথে নেমেছে । বন্ধ ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ রয়েছে । কারফিউ উপেক্ষা করে চলছে বিক্ষোভ । এর জেরে একাধিক জায়গায় সেনা মোতায়েন করতে হয়েছে ।

  • অসমের ডিব্রুগড়,গুয়াহাটি জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক জায়গায় 144 ধারা জারি করা হয়েছে ।
    image
    পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নেমেছে
  • রাজ্যের দশটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে ।
  • গতরাতে কেন্দ্রীয় মন্ত্রী ও BJP সাংসদ রামেশ্বর তেলির বাড়ির সীমানার দেওয়াল ভেঙে দেওয়া হয়েছে । তাঁর কাকার দোকানে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এই বিষয়ে,কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "আমি নিজেও অসমের বাসিন্দা । আমি এমন কিছু করব না যা অসমের মানুষের ক্ষতি হয় । আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নাগরিকত্ব সংশোধনী বিল অসমের ভাষা, সংস্কৃতি কোনও কিছুর উপরই প্রভাব ফেলবে না ।
  • অসমের মানুষজনকে বিভ্রান্ত না হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল । সবাইকে শান্তি বজায় রাখতে বলেছেন তিনি।
  • কলকাতা বিমানবন্দর সূত্রে জানানো হয়েছে, কলকাতা থেকে ডিব্রুগড়গামী বিমান পরিষেবা বন্ধ রয়েছে ।
  • অসমে বিক্ষোভ আরও বড় আকার ধারণ করেছে । পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে পাঁচ কলাম সেনা নেমেছে । এদের মধ্যে দু'কলাম সেনা গুয়াহাটিতে মোতায়েন করা হয়েছে । বাকি সেনা তিনসুকিয়া, ডিব্রুগড় ও জোরহাটে মোতায়েন করা হয়েছে ।
    image
    স্তব্ধ অসম
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিমানবন্দরে সমস্ত বিমান পরিষেবা বন্ধ রয়েছে । পাশাপাশি ত্রিপুরায় তিন কলাম অসম রাইফেল মোতায়েন করা হয়েছে ।
    image
    পাঁচ কলাম সেনা মোতায়েন করা হয়েছে
  • উত্তর-পূর্বের বিক্ষোভ পরিস্তিতি ও আইন শৃঙ্খলার অবস্থা নিয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিয়েছেন অধীররঞ্জন চৌধুরি, কে সুরেশ এবং গৌরব গগৈ ।
  • অসম ও ত্রিপুরায় রণজি ট্রফির ম্যাচ স্থগিত রাখা হয়েছে । গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফ সি ও চেন্নাইয়ান FC-র মধ্যে ফুটবল ম্যাচ স্থগিত রয়েছে ।
  • গুয়াহাটি থেকে ঊর্ধ্ব অসমের দিকে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ।
  • বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে রাখায় গতকাল হাসপাতালে যাওয়ার পথে একটি দুইমাসের শিশুর মৃত্যু হয় । ধলাই জেলায় বিক্ষোভকারীরা একাধিক দোকান পুড়িয়ে দেয় ।
    image
    রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে মানুষজন
  • গতরাতে মুখ্যমন্ত্রীর নিজের শহর ডিব্রুগড়ের ছাবুয়ায় একটি স্টেশনে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । ভাঙচুর চালানো হয় তিনসুকিয়া জেলার পানিটোলা স্টেশনেও ভাঙচুর চালানো হয় ।
    image
    একাধিক জায়গায় চলছে বিক্ষোভ, দোকানপাট বন্ধ
  • ডিব্রুগড় ও গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হয়েছে ।
    image
    একাধিক জায়গায় 144 ধারা জারি
  • দিন কয়েক ধরে বনধ চলছে গুয়াহাটি সহ একাধিক জায়গায় । সমস্ত দোকানপাট বন্ধ । নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন (NSEO), অল অসম স্টুডেন্ট ইউনিয়ন (AASU) ছাড়াও SFI, DYFI, AIDWA, AISF, AISA সহ একাধিক বাম সংগঠন পথে নেমেছে ।
New Delhi, Dec 12 (ANI): BJP MP from Assam's Dibrugarh, Rameshwar Teli on Thursday appealed to the people of Assam to maintain peace in the state. While speaking to media persons, Teli said, "My uncle's shop was set on fire and the boundary wall of my house was also damaged by protestors, last night around 11 pm. I appeal to the people of Assam to maintain peace." "I am an Assamese, I will not do anything that may hurt the people of Assam. I want to assure everyone that Citizenship Amendment Bill that has been passed will not affect the culture and language of Assam," he added. After the Citizenship (Amendment) Bill, 2019 passed from both Houses, several incidents occurred in the Northeast.
Last Updated : Dec 12, 2019, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.