দিল্লি, 30 অগাস্ট : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে । আছে আতঙ্কও । যদি তালিকায় নাম না ওঠে, তাহলে কি বিদেশি হিসেবে গণ্য হতে হবে ? এক লহমায় বদলে যাবে পরিচয় ? স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে, গুজবে কান দেবেন না ।
এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC
আগামীকাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ হবে । তার আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র একটি টুইট করেন । লেখেন, 'গুজবে কান দেবেন না । চূড়ান্ত তালিকায় কারোর নাম না উঠলে ফরেনারস ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন । তালিকায় নাম না ওঠা মানেই যে তিনি বিদেশি তা নয় । তালিকায় কারোর নাম না উঠলে আইনি সহায়তা দেবে সরকার ।'
এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ
NRC তালিকা প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি অসমে । রাজ্য সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক । কাল NRC তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কা করা হচ্ছে । তাই, শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিয়েও দু'পক্ষের আলোচনা হয়েছে ।
এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"
এদিকে, আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে ।" আরও বলেন, "কারোর ভয় পাওয়ার দরকার নেই । সরকার সবার দায়িত্ব নিচ্ছে । চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে ।"
-
DO NOT BELIEVE RUMOURS ABOUT NRC.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Non-inclusion of a person's name in NRC does NOT amount to his/her being declared a foreigner.
Every individual left out from final NRC can can appeal to Foreigners Tribunals, an increased number of which are being established. pic.twitter.com/8pzNlFV5Ok
">DO NOT BELIEVE RUMOURS ABOUT NRC.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 29, 2019
Non-inclusion of a person's name in NRC does NOT amount to his/her being declared a foreigner.
Every individual left out from final NRC can can appeal to Foreigners Tribunals, an increased number of which are being established. pic.twitter.com/8pzNlFV5OkDO NOT BELIEVE RUMOURS ABOUT NRC.
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 29, 2019
Non-inclusion of a person's name in NRC does NOT amount to his/her being declared a foreigner.
Every individual left out from final NRC can can appeal to Foreigners Tribunals, an increased number of which are being established. pic.twitter.com/8pzNlFV5Ok