ETV Bharat / bharat

অসম NRC : গুজবে কান দেবেন না, আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের - অসমে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ

কাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ হবে । তার আগে আজ স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র একটি টুইট করেন । লেখেন, 'গুজবে কান দেবেন না । চূড়ান্ত তালিকায় কারোর নাম না উঠলে ফরেনারস ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন । তালিকায় নাম না ওঠা মানেই যে তিনি বিদেশি তা নয় । তালিকায় কারোর নাম না উঠলে আইনি সহায়তা দেবে সরকার ।'

এনআরসি
author img

By

Published : Aug 30, 2019, 10:42 PM IST

Updated : Aug 30, 2019, 10:47 PM IST

দিল্লি, 30 অগাস্ট : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে । আছে আতঙ্কও । যদি তালিকায় নাম না ওঠে, তাহলে কি বিদেশি হিসেবে গণ্য হতে হবে ? এক লহমায় বদলে যাবে পরিচয় ? স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে, গুজবে কান দেবেন না ।

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

আগামীকাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ হবে । তার আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র একটি টুইট করেন । লেখেন, 'গুজবে কান দেবেন না । চূড়ান্ত তালিকায় কারোর নাম না উঠলে ফরেনারস ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন । তালিকায় নাম না ওঠা মানেই যে তিনি বিদেশি তা নয় । তালিকায় কারোর নাম না উঠলে আইনি সহায়তা দেবে সরকার ।'

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

NRC তালিকা প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি অসমে । রাজ্য সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক । কাল NRC তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কা করা হচ্ছে । তাই, শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিয়েও দু'পক্ষের আলোচনা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"

এদিকে, আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে ।" আরও বলেন, "কারোর ভয় পাওয়ার দরকার নেই । সরকার সবার দায়িত্ব নিচ্ছে । চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে ।"

  • DO NOT BELIEVE RUMOURS ABOUT NRC.

    Non-inclusion of a person's name in NRC does NOT amount to his/her being declared a foreigner.

    Every individual left out from final NRC can can appeal to Foreigners Tribunals, an increased number of which are being established. pic.twitter.com/8pzNlFV5Ok

    — Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিল্লি, 30 অগাস্ট : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে । আছে আতঙ্কও । যদি তালিকায় নাম না ওঠে, তাহলে কি বিদেশি হিসেবে গণ্য হতে হবে ? এক লহমায় বদলে যাবে পরিচয় ? স্বরাষ্ট্রমন্ত্রক জানাচ্ছে, গুজবে কান দেবেন না ।

এই সংক্রান্ত আরও খবর : ফিরে দেখা NRC

আগামীকাল NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ হবে । তার আগে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র একটি টুইট করেন । লেখেন, 'গুজবে কান দেবেন না । চূড়ান্ত তালিকায় কারোর নাম না উঠলে ফরেনারস ট্রাইবুনালে আবেদন জানাতে পারবেন । তালিকায় নাম না ওঠা মানেই যে তিনি বিদেশি তা নয় । তালিকায় কারোর নাম না উঠলে আইনি সহায়তা দেবে সরকার ।'

এই সংক্রান্ত আরও খবর : ত্রুটি-মুক্ত NRC-র তালিকা চাই, প্রকৃত ভারতীয় যেন বাদ না যান : তরুণ গগৈ

NRC তালিকা প্রকাশকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি অসমে । রাজ্য সরকারের সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছে স্বরাষ্ট্রমন্ত্রক । কাল NRC তালিকা প্রকাশের পর অশান্তির আশঙ্কা করা হচ্ছে । তাই, শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে কী কী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তা নিয়েও দু'পক্ষের আলোচনা হয়েছে ।

এই সংক্রান্ত আরও খবর : "1971-র পর দেশে আসা কারোর নাম NRC তালিকায় না উঠলে কান্নাকাটি করবেন না"

এদিকে, আজ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেন, "রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ করবে । ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারলে আইনি সহায়তা পাবেন ।" তিনি আরও বলেন, "NRC-র তালিকায় নাম না ওঠা মানেই বিদেশি হয়ে গেলাম তা নয় । এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ফরেনারস ট্রাইবুনালের (FTs) আছে ।" আরও বলেন, "কারোর ভয় পাওয়ার দরকার নেই । সরকার সবার দায়িত্ব নিচ্ছে । চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে না তাদেরও নাগরিকত্ব প্রমাণের জন্য পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে ।"

  • DO NOT BELIEVE RUMOURS ABOUT NRC.

    Non-inclusion of a person's name in NRC does NOT amount to his/her being declared a foreigner.

    Every individual left out from final NRC can can appeal to Foreigners Tribunals, an increased number of which are being established. pic.twitter.com/8pzNlFV5Ok

    — Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) August 29, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
Hyderabad, Aug 30 (ANI): Amidst huge expectations and excitement, the much awaited movie 'Saaho' has released worldwide on August 30. Fans in Hyderabad pour milk on a cut-out of actor Prabhas on the release of his movie 'Saaho'. People were celebrating release of his movie by dancing on streets outside the theatre. 'Saaho' stars Prabhas and Shraddha Kapoor in lead roles. The movie is directed by Sujeeth. 'Saaho' is a high-voltage action film which is released in multiple languages.
Last Updated : Aug 30, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.