দিল্লি, 2 সেপ্টেম্বর : NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেই কেউ দেশহীন হয়ে যাবেন না ৷ নিজেকে ভারতীয় প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাবেন ৷ ততদিন আর পাঁচজন ভারতীয় নাগরিকের মতো সব অধিকারই ভোগ করতে পারবেন ৷ গতকাল একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷
শনিবার প্রকাশিত হয় NRC-র চূড়ান্ত তালিকা ৷ বাদ পড়েন 19 লাখেরও বেশি মানুষ ৷ যাঁরা তালিকায় ঠাঁই পাননি তাঁরা সেদিন থেকেই ভারতীয় নাগরিকত্ব হারাবেন কি না এনিয়ে বিভ্রান্তি তৈরি হয় ৷ তবে অসম সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, তালিকা থেকে বাদ পড়লেও কাউকে রাতারাতি বিদেশি বলে ঘোষণা করা হবে না ৷ বরং 120 দিনের মধ্যে তাঁরা ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ 6 মাসের মধ্যে সেই মামলার নিষ্পত্তি হবে ৷ যদিও এরপরও বিভ্রান্তি কাটেনি ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্দি ৷ গতকাল এক সংবাদসংস্থাকে তিনি বলেন, বিশ্বে কেউ যাতে দেশহীন না থাকে সেই প্রচেষ্টা চলছে ৷ বিশাল সংখ্যক মানুষকে দেশহীন করতে পারে এমন যে কোনও প্রক্রিয়াই এই প্রচেষ্টার ক্ষেত্রে বড়সড় ধাক্কা ৷
এই সংক্রান্ত আরও খবর : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম
এরপর সন্ধ্যায় রবীশ কুমার বলেন, "অসমের বাসিন্দাদের অধিকারের উপর NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার ঘটনার কোনও প্রভাব নেই ৷ যাঁরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের আটক করা হবে না ৷ যতক্ষণ না সবরকম প্রতিকারের পথ শেষ হচ্ছে, ততক্ষণ অন্য ভারতীয় নাগরিকদের মতো তাঁরাও সব অধিকার ভোগ করবেন ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য অনুযায়ী NRC করা হবে ৷ তাঁর আশ্বাস, "এটা একটা অবৈষম্যমূলক প্রক্রিয়া ৷ যেখানে অবিচার ও পক্ষপাতিত্বের কোনও স্থান নেই ৷ " পাশাপাশি, বিদেশের সংবাদমাধ্যমের একাংশও ভুল প্রতিবেদন প্রকাশ করছে বলে দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷
এই সংক্রান্ত আরও খবর : বাদ ভূমিপুত্ররাই, NRC নিয়ে আশা হারিয়ে বললেন BJP নেতা হিমন্ত