ETV Bharat / bharat

NRC-র চূড়ান্ত তালিকায় না থাকলেই দেশহীন নয়, আশ্বাস বিদেশমন্ত্রকের

NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেও দেশহীন বা বিদেশি নয় ৷ আশ্বাস দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷

অসম
author img

By

Published : Sep 2, 2019, 4:59 AM IST

দিল্লি, 2 সেপ্টেম্বর : NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেই কেউ দেশহীন হয়ে যাবেন না ৷ নিজেকে ভারতীয় প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাবেন ৷ ততদিন আর পাঁচজন ভারতীয় নাগরিকের মতো সব অধিকারই ভোগ করতে পারবেন ৷ গতকাল একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷

শনিবার প্রকাশিত হয় NRC-র চূড়ান্ত তালিকা ৷ বাদ পড়েন 19 লাখেরও বেশি মানুষ ৷ যাঁরা তালিকায় ঠাঁই পাননি তাঁরা সেদিন থেকেই ভারতীয় নাগরিকত্ব হারাবেন কি না এনিয়ে বিভ্রান্তি তৈরি হয় ৷ তবে অসম সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, তালিকা থেকে বাদ পড়লেও কাউকে রাতারাতি বিদেশি বলে ঘোষণা করা হবে না ৷ বরং 120 দিনের মধ্যে তাঁরা ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ 6 মাসের মধ্যে সেই মামলার নিষ্পত্তি হবে ৷ যদিও এরপরও বিভ্রান্তি কাটেনি ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্দি ৷ গতকাল এক সংবাদসংস্থাকে তিনি বলেন, বিশ্বে কেউ যাতে দেশহীন না থাকে সেই প্রচেষ্টা চলছে ৷ বিশাল সংখ্যক মানুষকে দেশহীন করতে পারে এমন যে কোনও প্রক্রিয়াই এই প্রচেষ্টার ক্ষেত্রে বড়সড় ধাক্কা ৷

NRC
NRC-র চূড়ান্ত তালিকা নাম আছে কি না তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ

এই সংক্রান্ত আরও খবর : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম

এরপর সন্ধ্যায় রবীশ কুমার বলেন, "অসমের বাসিন্দাদের অধিকারের উপর NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার ঘটনার কোনও প্রভাব নেই ৷ যাঁরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের আটক করা হবে না ৷ যতক্ষণ না সবরকম প্রতিকারের পথ শেষ হচ্ছে, ততক্ষণ অন্য ভারতীয় নাগরিকদের মতো তাঁরাও সব অধিকার ভোগ করবেন ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য অনুযায়ী NRC করা হবে ৷ তাঁর আশ্বাস, "এটা একটা অবৈষম্যমূলক প্রক্রিয়া ৷ যেখানে অবিচার ও পক্ষপাতিত্বের কোনও স্থান নেই ৷ " পাশাপাশি, বিদেশের সংবাদমাধ্যমের একাংশও ভুল প্রতিবেদন প্রকাশ করছে বলে দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷

Raveesh Kumar
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার

এই সংক্রান্ত আরও খবর : বাদ ভূমিপুত্ররাই, NRC নিয়ে আশা হারিয়ে বললেন BJP নেতা হিমন্ত

দিল্লি, 2 সেপ্টেম্বর : NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়লেই কেউ দেশহীন হয়ে যাবেন না ৷ নিজেকে ভারতীয় প্রমাণ করার পর্যাপ্ত সুযোগ পাবেন ৷ ততদিন আর পাঁচজন ভারতীয় নাগরিকের মতো সব অধিকারই ভোগ করতে পারবেন ৷ গতকাল একথা জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার ৷

শনিবার প্রকাশিত হয় NRC-র চূড়ান্ত তালিকা ৷ বাদ পড়েন 19 লাখেরও বেশি মানুষ ৷ যাঁরা তালিকায় ঠাঁই পাননি তাঁরা সেদিন থেকেই ভারতীয় নাগরিকত্ব হারাবেন কি না এনিয়ে বিভ্রান্তি তৈরি হয় ৷ তবে অসম সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়, তালিকা থেকে বাদ পড়লেও কাউকে রাতারাতি বিদেশি বলে ঘোষণা করা হবে না ৷ বরং 120 দিনের মধ্যে তাঁরা ফরেনারস ট্রাইবুনালে আবেদন করতে পারবেন ৷ 6 মাসের মধ্যে সেই মামলার নিষ্পত্তি হবে ৷ যদিও এরপরও বিভ্রান্তি কাটেনি ৷ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রসংঘের উদ্বাস্তু সংক্রান্ত হাইকমিশনার ফিলিপ্পো গ্যান্দি ৷ গতকাল এক সংবাদসংস্থাকে তিনি বলেন, বিশ্বে কেউ যাতে দেশহীন না থাকে সেই প্রচেষ্টা চলছে ৷ বিশাল সংখ্যক মানুষকে দেশহীন করতে পারে এমন যে কোনও প্রক্রিয়াই এই প্রচেষ্টার ক্ষেত্রে বড়সড় ধাক্কা ৷

NRC
NRC-র চূড়ান্ত তালিকা নাম আছে কি না তা জানতে উদগ্রীব সাধারণ মানুষ

এই সংক্রান্ত আরও খবর : অসমে NRC-র চূড়ান্ত তালিকা প্রকাশ, বাদ 19 লাখ নাগরিকের নাম

এরপর সন্ধ্যায় রবীশ কুমার বলেন, "অসমের বাসিন্দাদের অধিকারের উপর NRC-র চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়ার ঘটনার কোনও প্রভাব নেই ৷ যাঁরা চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের আটক করা হবে না ৷ যতক্ষণ না সবরকম প্রতিকারের পথ শেষ হচ্ছে, ততক্ষণ অন্য ভারতীয় নাগরিকদের মতো তাঁরাও সব অধিকার ভোগ করবেন ৷ " বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও জানান, ভারতের গণতান্ত্রিক ঐতিহ্য অনুযায়ী NRC করা হবে ৷ তাঁর আশ্বাস, "এটা একটা অবৈষম্যমূলক প্রক্রিয়া ৷ যেখানে অবিচার ও পক্ষপাতিত্বের কোনও স্থান নেই ৷ " পাশাপাশি, বিদেশের সংবাদমাধ্যমের একাংশও ভুল প্রতিবেদন প্রকাশ করছে বলে দাবি করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ৷

Raveesh Kumar
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার

এই সংক্রান্ত আরও খবর : বাদ ভূমিপুত্ররাই, NRC নিয়ে আশা হারিয়ে বললেন BJP নেতা হিমন্ত

Thiruvananthapuram (Kerala), Sep 02 (ANI): Markets in Thiruvananthapuram are flooded with variety of flowers, ahead of Onam festival. These colourful flowers are treat to the eyes. Onam is a traditional 10-day festival which is celebrated in Kerala. A street parade is held at the occasion with decorated elephants, musicians and various traditional Kerala art forms. Snake boat race is also an essential part of Onam festival. Pookkalam (floral decorations) are made at the entrance of the house.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.