ETV Bharat / bharat

20 বছর আগে প্রয়াত জওয়ানের পরিবারকে পাঁচ লাখ টাকা সাহায্য - প্রতিরক্ষা মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্ণেল হর্ষবর্ধন পাণ্ডে

20 বছর আগে উত্তর সীমান্তে দেশ সেবার দায়িত্বে থাকার সময় প্রাণ হারানো এক সাহসী সুবেদার গান্ধিরাম রাজবংশীর পরিবারকে ভারতীয় সেনা আর্মি সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ড থেকে এককালীন পাঁচ লাখ টাকা অনুদান দিল ।

indian army
indian army
author img

By

Published : Sep 20, 2020, 8:40 PM IST

গুয়াহাটি, 20 সেপ্টেম্বর : মানবতার নিদর্শন হিসেবে আর্মি সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ড (ACWF ) থেকে প্রয়াত সুবেদার গান্ধিরাম রাজবংশীর পরিবারের হাতে এককালীন পাঁচ লাখ টাকা তুলে দিল ভারতীয় সেনা । সাহসী সুবেদার গান্ধিরাম রাজবংশী 20 বছর আগে উত্তর সীমান্তে দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন ।

প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, পশ্চিম অসমের দারাং জেলার মাঙ্গালদয় এলাকায় বাস করতেন অসম রেজিমেন্টের সুবেদার গান্ধিরাম রাজবংশী । 2000 সালের 18 ডিসেম্বর উত্তর সীমান্তে কর্মরত অবস্থায় প্রাণ হারান । তিনি তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী, 15 বছর বয়সের এক মেয়ে ও এক বছরের ছেলেকে রেখে গেছেন ।

প্রতিরক্ষা মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে বলেন, "সুবেদার গান্ধিরাম রাজবংশীর মৃত্যুর পর তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী ছেলেমেয়েদের শিক্ষিত করতে অনেক পরিশ্রম করেছেন । পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে ছিল । "বীর নারী" পবিত্রি রাজবংশী এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লৌহ মানবের পরিচয় দিয়েছেন । একা হাতে সন্তানদের বড় করে তুলেছেন এবং ভালো স্কুল ও কলেজে পড়িয়েছেন । 2011 সালে মেয়ের বিয়ে দেন তখন তাঁর ছেলে স্কুলে পড়ে । 2018 সালের জুন মাসে তাঁর ছেলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় । ওই দুর্ঘটনায় তাঁর ছেলে গগন রাজবংশী এক মাস হাসপাতালে ভরতি ছিল । বেশ কিছু মাইনর সার্জারি ও মুখের পুনর্গঠন সার্জারি হয়েছিল । চিকিৎসার খরচ হয়েছিল প্রায় 12 লাখ টাকা ।"

তিনি আরও বলেন, "সেই খরচের দায়িত্ব বীর নারী একাই সামলেছেন এবং ছেলের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন । তিনি সরকারের কাছে চিকিৎসা খরচের আবেদন করেছিলেন কিন্ত এক্সসার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেল্থ স্কিমে নাম নথিভুক্ত না থাকায় কোনও সাহায্য পাননি ।"

লেফটেন্যান্ট কর্নেল পাণ্ডে বলেন, "প্রয়োজনের সময়ে অবসরপ্রাপ্ত সেনা ও বীরনারীদের কল্যাণে ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় সেনা সবসময় পাশে আছে । তাই ভারতীয় সেনার তরফে ওই বীর নারীকে ACWF থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।"

গুয়াহাটি, 20 সেপ্টেম্বর : মানবতার নিদর্শন হিসেবে আর্মি সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ড (ACWF ) থেকে প্রয়াত সুবেদার গান্ধিরাম রাজবংশীর পরিবারের হাতে এককালীন পাঁচ লাখ টাকা তুলে দিল ভারতীয় সেনা । সাহসী সুবেদার গান্ধিরাম রাজবংশী 20 বছর আগে উত্তর সীমান্তে দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন ।

প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, পশ্চিম অসমের দারাং জেলার মাঙ্গালদয় এলাকায় বাস করতেন অসম রেজিমেন্টের সুবেদার গান্ধিরাম রাজবংশী । 2000 সালের 18 ডিসেম্বর উত্তর সীমান্তে কর্মরত অবস্থায় প্রাণ হারান । তিনি তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী, 15 বছর বয়সের এক মেয়ে ও এক বছরের ছেলেকে রেখে গেছেন ।

প্রতিরক্ষা মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে বলেন, "সুবেদার গান্ধিরাম রাজবংশীর মৃত্যুর পর তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী ছেলেমেয়েদের শিক্ষিত করতে অনেক পরিশ্রম করেছেন । পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে ছিল । "বীর নারী" পবিত্রি রাজবংশী এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লৌহ মানবের পরিচয় দিয়েছেন । একা হাতে সন্তানদের বড় করে তুলেছেন এবং ভালো স্কুল ও কলেজে পড়িয়েছেন । 2011 সালে মেয়ের বিয়ে দেন তখন তাঁর ছেলে স্কুলে পড়ে । 2018 সালের জুন মাসে তাঁর ছেলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় । ওই দুর্ঘটনায় তাঁর ছেলে গগন রাজবংশী এক মাস হাসপাতালে ভরতি ছিল । বেশ কিছু মাইনর সার্জারি ও মুখের পুনর্গঠন সার্জারি হয়েছিল । চিকিৎসার খরচ হয়েছিল প্রায় 12 লাখ টাকা ।"

তিনি আরও বলেন, "সেই খরচের দায়িত্ব বীর নারী একাই সামলেছেন এবং ছেলের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন । তিনি সরকারের কাছে চিকিৎসা খরচের আবেদন করেছিলেন কিন্ত এক্সসার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেল্থ স্কিমে নাম নথিভুক্ত না থাকায় কোনও সাহায্য পাননি ।"

লেফটেন্যান্ট কর্নেল পাণ্ডে বলেন, "প্রয়োজনের সময়ে অবসরপ্রাপ্ত সেনা ও বীরনারীদের কল্যাণে ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় সেনা সবসময় পাশে আছে । তাই ভারতীয় সেনার তরফে ওই বীর নারীকে ACWF থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.