গুয়াহাটি, 20 সেপ্টেম্বর : মানবতার নিদর্শন হিসেবে আর্মি সেন্ট্রাল ওয়েলফেয়ার ফান্ড (ACWF ) থেকে প্রয়াত সুবেদার গান্ধিরাম রাজবংশীর পরিবারের হাতে এককালীন পাঁচ লাখ টাকা তুলে দিল ভারতীয় সেনা । সাহসী সুবেদার গান্ধিরাম রাজবংশী 20 বছর আগে উত্তর সীমান্তে দেশের জন্যে প্রাণ দিয়েছিলেন ।
প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, পশ্চিম অসমের দারাং জেলার মাঙ্গালদয় এলাকায় বাস করতেন অসম রেজিমেন্টের সুবেদার গান্ধিরাম রাজবংশী । 2000 সালের 18 ডিসেম্বর উত্তর সীমান্তে কর্মরত অবস্থায় প্রাণ হারান । তিনি তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী, 15 বছর বয়সের এক মেয়ে ও এক বছরের ছেলেকে রেখে গেছেন ।
প্রতিরক্ষা মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে বলেন, "সুবেদার গান্ধিরাম রাজবংশীর মৃত্যুর পর তাঁর স্ত্রী পবিত্রি রাজবংশী ছেলেমেয়েদের শিক্ষিত করতে অনেক পরিশ্রম করেছেন । পরিবারের পুরো দায়িত্ব তার কাঁধে ছিল । "বীর নারী" পবিত্রি রাজবংশী এই দায়িত্ব চ্যালেঞ্জ হিসেবে নিয়ে লৌহ মানবের পরিচয় দিয়েছেন । একা হাতে সন্তানদের বড় করে তুলেছেন এবং ভালো স্কুল ও কলেজে পড়িয়েছেন । 2011 সালে মেয়ের বিয়ে দেন তখন তাঁর ছেলে স্কুলে পড়ে । 2018 সালের জুন মাসে তাঁর ছেলে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয় । ওই দুর্ঘটনায় তাঁর ছেলে গগন রাজবংশী এক মাস হাসপাতালে ভরতি ছিল । বেশ কিছু মাইনর সার্জারি ও মুখের পুনর্গঠন সার্জারি হয়েছিল । চিকিৎসার খরচ হয়েছিল প্রায় 12 লাখ টাকা ।"
তিনি আরও বলেন, "সেই খরচের দায়িত্ব বীর নারী একাই সামলেছেন এবং ছেলের যথাসাধ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন । তিনি সরকারের কাছে চিকিৎসা খরচের আবেদন করেছিলেন কিন্ত এক্সসার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেল্থ স্কিমে নাম নথিভুক্ত না থাকায় কোনও সাহায্য পাননি ।"
লেফটেন্যান্ট কর্নেল পাণ্ডে বলেন, "প্রয়োজনের সময়ে অবসরপ্রাপ্ত সেনা ও বীরনারীদের কল্যাণে ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় সেনা সবসময় পাশে আছে । তাই ভারতীয় সেনার তরফে ওই বীর নারীকে ACWF থেকে পাঁচ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।"