গুয়াহাটি, 9 জুলাই : অসমের বরপেতায় বন্যায় আরও একজনের মৃত্যু হল ৷ এখনও পর্যন্ত বন্যায় রাজ্যে 40 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অসমের বিপর্যয় মোকাবিলা দপ্তর (ASDMA) ৷ 11টি জেলার পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে ৷ তবে রাজ্যের 12 জেলায় দু’লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ৷
অসম বিপর্যয় মোকাবিলা দপ্তরের অধিকর্তারা জানিয়েছেন, গত তিন সপ্তাহে রাজ্যে বহু মানুষ বন্যায় মারা গেছেন ৷ মরিগাঁও, তিনসুকিয়া, ধুবরি, নগাঁও, নলবাড়ি, বরপেতা, ধেমাজি, উদলগুরি, গোয়ালপাড়া এবং ডিব্রুগড় জেলায় 25 জনের মৃত্যু হয়েছে ৷ পাশাপাশি 22 মে-র পর থেকে ধসের কারণে 24 জনের মৃত্যু হয়েছে ৷ শিবসাগর, বঙ্গাইগাঁও, হোজাই, উদলগিরি, মাজুলি, পশ্চিম করবী অ্যাংলং, দারাং, কোকরাঝাড়, ধুবরি, জোরহাট, ডিব্রুগড়, দক্ষিণ সালমারা, কামরূপ জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ৷ বন্যার প্রভাব পড়েছে নলবাড়ি, বরপেতা, গোয়ালপাড়া, মরিগাঁও, নওগাঁও, গোলাঘাট, ধেমাজি, লখিমপুর, চরাইদেও, বিশ্বনাথ, চিরং এবং তিনসুকিয়ায় ৷
বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে আরও জানানো হয়েছে, 348টি গ্রামের দু’লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত ৷ 26 হাজার 910 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে ৷ রাজ্যের 35টি ত্রাণ শিবিরে মোট 1,095 জন আশ্রয় নিয়েছেন ৷’’ সবমিলিয়ে রাজ্যে 1.21 লাখ গৃহপালিত পশু এবং 1.27 লাখ পোলট্রি ক্ষতিগ্রস্ত ৷ অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে বন্যা কবলিত মানুষজনকে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে ৷ পাশাপাশি তাঁদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে ৷