ETV Bharat / bharat

370 ধারা নিয়ে কেন্দ্রকে সমর্থন কেজরিওয়ালের

author img

By

Published : Aug 5, 2019, 3:11 PM IST

Updated : Aug 5, 2019, 4:09 PM IST

কাশ্মীর ইশুতে কেন্দ্রকে সমর্থন কেজরিওয়ালের ৷

370 ধারা নিয়ে কেন্দ্রকে সমর্থন, চমক কেজরিওয়ালের

দিল্লি, 5 অগাস্ট : বাতিল হয়েছে সংবিধানের 370 ধারা । রাজ্যের তকমা হারিয়েছে জম্মু ও কাশ্মীর । বিরোধীদের হট্টগোলে শোরগোল সংসদ চত্বর ৷ এরই মাঝে উলটো সুর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ সমর্থন করলেন জম্মু-কাশ্মীর পুনর্গঠনের এই বিলটিকে ৷ বললেন, এর ফলে উপত্যকায় শান্তি বজায় থাকবে বলে আশা করেন তিনি ৷

এর আগে, নানা সময় বিভিন্ন ইশুতে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে । তবে কাশ্মীর প্রসঙ্গে তাঁর মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই ।

  • We support the govt on its decisions on J & K. We hope this will bring peace and development in the state.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা । মেহবুবা মুফতি বলেছেন, 'ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন । 370 ধারা বাতিল করা অসাংবিধানিক সিদ্ধান্ত । ', গুলাম নবি আজাদ বলেছেন, গণতন্ত্রকে খুন করা হয়েছে এই বিলের মাধ্যমে৷ সেখানে একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই টুইট বার্তায় সমর্থন জানান বিলকে ৷

দিল্লি, 5 অগাস্ট : বাতিল হয়েছে সংবিধানের 370 ধারা । রাজ্যের তকমা হারিয়েছে জম্মু ও কাশ্মীর । বিরোধীদের হট্টগোলে শোরগোল সংসদ চত্বর ৷ এরই মাঝে উলটো সুর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ৷ সমর্থন করলেন জম্মু-কাশ্মীর পুনর্গঠনের এই বিলটিকে ৷ বললেন, এর ফলে উপত্যকায় শান্তি বজায় থাকবে বলে আশা করেন তিনি ৷

এর আগে, নানা সময় বিভিন্ন ইশুতে নরেন্দ্র মোদি সরকারের তুমুল সমালোচনা করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে । তবে কাশ্মীর প্রসঙ্গে তাঁর মন্তব্যে অবাক হয়েছেন অনেকেই ।

  • We support the govt on its decisions on J & K. We hope this will bring peace and development in the state.

    — Arvind Kejriwal (@ArvindKejriwal) August 5, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা । মেহবুবা মুফতি বলেছেন, 'ভারতীয় গণতন্ত্রের অন্ধকারতম দিন । 370 ধারা বাতিল করা অসাংবিধানিক সিদ্ধান্ত । ', গুলাম নবি আজাদ বলেছেন, গণতন্ত্রকে খুন করা হয়েছে এই বিলের মাধ্যমে৷ সেখানে একমাত্র অরবিন্দ কেজরিওয়ালই টুইট বার্তায় সমর্থন জানান বিলকে ৷

Mumbai, Aug 05 (ANI): Bollywood actress Shilpa Shetty Kundra conducted a yoga session in Mumbai on Sunday. She participated in an event which was organised by Aptronix. While speaking to ANI, Shilpa said, "I was surprised to see so many people in the yoga session because despite such heavy rainfall in the city, they have came in large numbers." "It was a worthy effort and successful event," she added. Shilpa Shetty will make a comeback on screen after 13 years with the movie 'Nikamma'.
Last Updated : Aug 5, 2019, 4:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.