দিল্লি, 29 অক্টোবর : এবার থেকে রাজধানীতে সরকারি বাসে উঠলে মহিলাদের আর টাকা দিতে হবে না ৷ আজ থেকে এই নতুন ব্যবস্থা চালু করলেন দিল্লির আপ সরকার ৷ তবে, কর্মরত মহিলাদের এই সুবিধার বাইরে রাখা হয়েছে ৷ এই সুবিধা পেতে হতে কর্মরত মহিলাদের পরিবহন ভাতা ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে ৷
রাজধানীতে 55 হাজার সরকারি বাসে এই সুযোগ পাবেন মহিলারা । দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে মহিলা যাত্রীদের দেওয়া হবে গোলাপি টিকিট । এই নতুন পদক্ষেপ ঘোষণার পরই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, 'মহিলাদের উন্নতি হলেই দেশের উন্নতি হবে ৷ দিল্লির পরিবারের মহিলাদের ভাইফোঁটার উপহার এই গোলাপি টিকিট' ।
এ দিন কেজরিওয়াল আরও একটি ছবি টুইট করেছেন ৷ যেখানে দেখা গেছে একজন মহিলা বাসের মধ্যে একটি গোলাপি টিকিট হাতে নিয়ে বসে আছেন । এ বছর স্বাধীনতা দিবসের ভাষণেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । 29 অগাস্ট দিল্লি মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়, এই সুযোগ নেওয়ার জন্য কর্মরত মহিলাদের পরিবহন ভাতা সুবিধা ছাড়তে হবে ৷