ETV Bharat / bharat

রাজধানীতে এবার থেকে সরকারি বাসে ভাড়া লাগবে না মহিলাদের

মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তবে কর্মরত মহিলাদের প্রকল্পের আওতায় আসতে হলে ছেড়ে দিতে হবে পরিবহন ভাতা । রাজধানীতে 55 হাজার সরকারি বাসে এই সুযোগ পাবেন মহিলারা ।

author img

By

Published : Oct 29, 2019, 4:51 PM IST

bus ticket

দিল্লি, 29 অক্টোবর : এবার থেকে রাজধানীতে সরকারি বাসে উঠলে মহিলাদের আর টাকা দিতে হবে না ৷ আজ থেকে এই নতুন ব্যবস্থা চালু করলেন দিল্লির আপ সরকার ৷ তবে, কর্মরত মহিলাদের এই সুবিধার বাইরে রাখা হয়েছে ৷ এই সুবিধা পেতে হতে কর্মরত মহিলাদের পরিবহন ভাতা ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে ৷

রাজধানীতে 55 হাজার সরকারি বাসে এই সুযোগ পাবেন মহিলারা । দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে মহিলা যাত্রীদের দেওয়া হবে গোলাপি টিকিট । এই নতুন পদক্ষেপ ঘোষণার পরই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, 'মহিলাদের উন্নতি হলেই দেশের উন্নতি হবে ৷ দিল্লির পরিবারের মহিলাদের ভাইফোঁটার উপহার এই গোলাপি টিকিট' ।

delhi
মহিলাদের হাতে গোলিপী টিকিট

এ দিন কেজরিওয়াল আরও একটি ছবি টুইট করেছেন ৷ যেখানে দেখা গেছে একজন মহিলা বাসের মধ্যে একটি গোলাপি টিকিট হাতে নিয়ে বসে আছেন । এ বছর স্বাধীনতা দিবসের ভাষণেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । 29 অগাস্ট দিল্লি মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়, এই সুযোগ নেওয়ার জন্য কর্মরত মহিলাদের পরিবহন ভাতা সুবিধা ছাড়তে হবে ৷

দিল্লি, 29 অক্টোবর : এবার থেকে রাজধানীতে সরকারি বাসে উঠলে মহিলাদের আর টাকা দিতে হবে না ৷ আজ থেকে এই নতুন ব্যবস্থা চালু করলেন দিল্লির আপ সরকার ৷ তবে, কর্মরত মহিলাদের এই সুবিধার বাইরে রাখা হয়েছে ৷ এই সুবিধা পেতে হতে কর্মরত মহিলাদের পরিবহন ভাতা ছেড়ে দিতে হবে বলে জানানো হয়েছে ৷

রাজধানীতে 55 হাজার সরকারি বাসে এই সুযোগ পাবেন মহিলারা । দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের পক্ষ থেকে মহিলা যাত্রীদের দেওয়া হবে গোলাপি টিকিট । এই নতুন পদক্ষেপ ঘোষণার পরই টুইট করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি লেখেন, 'মহিলাদের উন্নতি হলেই দেশের উন্নতি হবে ৷ দিল্লির পরিবারের মহিলাদের ভাইফোঁটার উপহার এই গোলাপি টিকিট' ।

delhi
মহিলাদের হাতে গোলিপী টিকিট

এ দিন কেজরিওয়াল আরও একটি ছবি টুইট করেছেন ৷ যেখানে দেখা গেছে একজন মহিলা বাসের মধ্যে একটি গোলাপি টিকিট হাতে নিয়ে বসে আছেন । এ বছর স্বাধীনতা দিবসের ভাষণেই মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন । 29 অগাস্ট দিল্লি মন্ত্রীসভার বৈঠকে ঠিক হয়, এই সুযোগ নেওয়ার জন্য কর্মরত মহিলাদের পরিবহন ভাতা সুবিধা ছাড়তে হবে ৷

New Delhi, Oct 29 (ANI): Chief Minister of Haryana, Manohar Lal Khattar, met Vice President M Venkaiah Naidu on October 29. On being asked about his action plan for next 5 years, CM said, "We are looking forward to make a common committee over our and theirs (JJP) manifesto to form a program, later we'll present the report in cabinet." Manohar Lal Khattar took oath as Haryana Chief Minister on October 27, while JJP founder Dushyant Chautala took oath as his deputy.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.