ETV Bharat / bharat

উপর থেকে নির্দেশের জন্যই পুলিশ ব্যবস্থা নেয়নি, JNU প্রসঙ্গে কেজরিওয়াল

JNU হামলায় পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রকে আক্রমণ অরবিন্দ কেজরিওয়ালের। বলেন, উপর থেকে নির্দেশের জন্যই পুলিশ কোনও পদক্ষেপ করতে পারেনি।

ছবি
ছবি
author img

By

Published : Jan 9, 2020, 5:13 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : JNU হামলায় পুলিশের ভূমিকা নিয়ে এবার কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায় পুলিশের কোনও দোষ নেই। কেন্দ্র থেকে নির্দেশ না থাকায় কোনও পদক্ষেপ করতে পারেনি পুলিশ ।

5 জানুয়ারি সন্ধেবেলা দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । কয়েকজন ছাত্র-ছাত্রীও জখম হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এরপর থেকেই একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয় ছাত্র-ছাত্রীরা । দেশজুড়ে সরকার ও বিরোধী দলগুলির রাজনৈতিক তরজাও অব্যাহত । অভিযোগ উঠেছে ABVP- র কর্মী সমর্থকরাই এই কাজ করেছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশের ভূমিকা নিয়েও সরব হন বিরোধীরা।

  • Delhi Chief Minister Arvind Kejriwal: Delhi Police kya kar sakti hai? Oopar se aadesh agar aayega ki aapko hinsa nahi rokni, law and order theek nahi karna hai to vo bichare kya karenge? Agar nahi manenge to suspend ho jayenge pic.twitter.com/HfZQKtxY13

    — ANI (@ANI) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ কী করত? যদি উপর থেকে নির্দেশ আসে যে আপনাদের হিংসা থামাতে হবে না, আইন-শৃঙ্খলা ঠিক করতে হবে না তাহলে তারাই বা কী করবে ?সবচেয়ে বড় কথা তারা যদি এই নির্দেশ না মানেন, তাহলে সাসপেন্ড হয়ে যাবেন।

দিল্লি, 9 জানুয়ারি : JNU হামলায় পুলিশের ভূমিকা নিয়ে এবার কেন্দ্রকে দুষলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায় পুলিশের কোনও দোষ নেই। কেন্দ্র থেকে নির্দেশ না থাকায় কোনও পদক্ষেপ করতে পারেনি পুলিশ ।

5 জানুয়ারি সন্ধেবেলা দুষ্কৃতী হামলায় আক্রান্ত হন JNU ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ । অধ্যাপকদেরও মারধর করা হয় । জখম হন অধ্যাপিকা সুচরিতা সেন । কয়েকজন ছাত্র-ছাত্রীও জখম হন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । এরপর থেকেই একাধিক জায়গায় বিক্ষোভে সরব হয় ছাত্র-ছাত্রীরা । দেশজুড়ে সরকার ও বিরোধী দলগুলির রাজনৈতিক তরজাও অব্যাহত । অভিযোগ উঠেছে ABVP- র কর্মী সমর্থকরাই এই কাজ করেছে । কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ও পুলিশের ভূমিকা নিয়েও সরব হন বিরোধীরা।

  • Delhi Chief Minister Arvind Kejriwal: Delhi Police kya kar sakti hai? Oopar se aadesh agar aayega ki aapko hinsa nahi rokni, law and order theek nahi karna hai to vo bichare kya karenge? Agar nahi manenge to suspend ho jayenge pic.twitter.com/HfZQKtxY13

    — ANI (@ANI) January 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রসঙ্গে আজ সাংবাদিক বৈঠকে কেজরিওয়াল জানান, দিল্লি পুলিশ কী করত? যদি উপর থেকে নির্দেশ আসে যে আপনাদের হিংসা থামাতে হবে না, আইন-শৃঙ্খলা ঠিক করতে হবে না তাহলে তারাই বা কী করবে ?সবচেয়ে বড় কথা তারা যদি এই নির্দেশ না মানেন, তাহলে সাসপেন্ড হয়ে যাবেন।

New Delhi, Jan 09 (ANI): Sri Lankan Foreign Minister Dinesh Gunawardena met EAM S Jaishankar at Hyderabad House in New Delhi on Jan 09. He is on a two-day visit to India. Earlier, he also met Foreign Secretary Vijay Gokhale. He will emplane for Sri Lanka on January 10.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.