ETV Bharat / bharat

AIIMS-এ ভরতি অরুণ জেটলি, দেখতে গেলেন মোদি ও অমিত শাহ

হাসপাতালে ভরতি করা হয়েছে অরুণ জেটলিকে ৷ আপাতত তাঁর রক্ত সঞ্চালন স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷

অরুণ জেটলি
author img

By

Published : Aug 9, 2019, 8:29 PM IST

Updated : Aug 10, 2019, 12:09 AM IST

দিল্লি, 9 অগাস্ট: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ফের হাসপাতালে ভরতি করা হল ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে আজ দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

  • Delhi: Prime Minister Narendra Modi arrives at All India Institute of Medical Sciences (AIIMS) where Former Finance Minister Arun Jaitley has been admitted pic.twitter.com/nW91PEEl25

    — ANI (@ANI) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

চিঠির একটি কপি টুইটারে পোস্ট করেন প্রাক্তন অর্থমন্ত্রী । তবে সরকারিভাবে না হলেও তিনি যে সরকারের কাজে সব সময় সাহায্য করবেন, সে কথাও জানিয়েছিলেন । সেই আবেদনের কথা বিবেচনা করেই জেটলিকে নতুন মন্ত্রিসভায় নেননি মোদি ৷

দিল্লি, 9 অগাস্ট: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে ফের হাসপাতালে ভরতি করা হল ৷ শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেওয়ায় প্রাক্তন মন্ত্রীকে আজ দিল্লির AIIMS-এ ভরতি করা হয় ৷ যদিও হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে স্থিতিশীল রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ হাসপাতালে ভরতি হওয়ার খবর শুনেই সেখানে তাঁকে দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য ৷ আসেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ৷ প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন অন্য রাজনৈতিক দলের নেতারাও৷

বেশ কিছুদিন ধরেই অসুস্থ অরুণ জেটলি ৷ অসুস্থতার কারণেই বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন প্রথম মোদি মন্ত্রিসভার 'সেকেন্ড ইন কমান্ড' ৷ দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছেন তিনি । ইতিমধ্যেই কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে তাঁর । সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে । অসুস্থতার কারণে লোকসভা ভোটের আগে ফেব্রুয়ারিতে অন্তর্বর্তী বাজেটও পেশ করতে পারেননি তিনি । তাঁর জায়গায় বাজেট পেশ করেন পীযূষ গয়াল ।

  • Delhi: Prime Minister Narendra Modi arrives at All India Institute of Medical Sciences (AIIMS) where Former Finance Minister Arun Jaitley has been admitted pic.twitter.com/nW91PEEl25

    — ANI (@ANI) August 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সুস্থ হলেও তখনই নতুন মন্ত্রিসভায় যোগ না দেওয়ার কথা মৌখিকভাবে মোদিকে জানিয়েছিলেন জেটলি ৷ পরে আনুষ্ঠানিক ভাবে নরেন্দ্র মোদিকে লিখিত ভাবে জানিয়ে দেন, নতুন সরকারে আর কোনও দায়িত্বই নিতে পারবেন না তিনি ।

চিঠির একটি কপি টুইটারে পোস্ট করেন প্রাক্তন অর্থমন্ত্রী । তবে সরকারিভাবে না হলেও তিনি যে সরকারের কাজে সব সময় সাহায্য করবেন, সে কথাও জানিয়েছিলেন । সেই আবেদনের কথা বিবেচনা করেই জেটলিকে নতুন মন্ত্রিসভায় নেননি মোদি ৷

New Delhi, Aug 09 (ANI): Reacting on cancelation and suspension of Samjhauta and Thar Express trains by Pakistan, Ministry of External Affairs said, "The action was taken by Pakistan unilaterally." "This has been done without consulting us (India).We will urged to them to reconsider their decision," said MEA Spokesperson Raveesh Kumar. Pakistan suspended services of inter-country express trains over revoking of special status to Jammu and Kashmir.

Last Updated : Aug 10, 2019, 12:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.