ETV Bharat / bharat

কাশ্মীর নিয়ে চিদম্বরমের মন্তব্য উসকানিমূলক, মন্তব্য সম্বিত পাত্রর

author img

By

Published : Aug 12, 2019, 6:05 PM IST

জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে একহাত নিলেন BJP নেতা সম্বিত পাত্র

জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে একহাত নিলেন BJP নেতা সম্বিত পাত্র

দিল্লি, 12 অগস্ট : কাশ্মীর ইশুতে BJP-কংগ্রেস বাকবিতণ্ডা অব্যাহত ৷ এবার জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে একহাত নিলেন BJP নেতা সম্বিত পাত্র ৷ চিদম্বরম কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, জম্মু-কাশ্মীরে বিশেষ সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ এর উত্তরে চিদম্বরমের মন্তব্যকে উসকানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সম্বিত ৷

BJP নেতা সম্বিত পাত্রর কথায়, "জম্মু-কাশ্মীরের উন্নতির জন্যই 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর তিনি বলেন, রাহুল গান্ধি, অধীররঞ্জন চৌধুরি, দিগ্বিজয় সিংরা রাজনৈতিক স্বার্থে কাশ্মীর ইশুকে ব্যবহার করছে ৷"

চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে UPA আমলের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ''BJP পেশিশক্তির জোরে, ক্ষমতা দেখিয়ে 370 ধারা প্রত্যাহার করেছে ৷'' জম্মু-কাশ্মীরের পরিস্থিতি অস্থির, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির কথাও উল্লেখ করেন তিনি ৷ চিদম্বরমের মন্তব্যের সমালোচনা করেন শিবরাজ সিং চৌহান, মুখতার আব্বাস নকভিরা ৷

সম্বিত বলেন, ''কাশ্মীর এখন শান্তিপূর্ণ, তাই সারা ভারতেও শান্তি বজায় থাকবে ৷ কিন্তু কংগ্রেস নেতারা শান্তিতে থাকতে পারছেন না ৷'' নকভি বলেন, কংগ্রেসের কয়েক দশক আগের ভুল সংশোধন করা হয়েছে ৷ জাতীয় স্বার্থে নেওয়া সিদ্ধান্তকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস ৷

দিল্লি, 12 অগস্ট : কাশ্মীর ইশুতে BJP-কংগ্রেস বাকবিতণ্ডা অব্যাহত ৷ এবার জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার নিয়ে প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমকে একহাত নিলেন BJP নেতা সম্বিত পাত্র ৷ চিদম্বরম কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, জম্মু-কাশ্মীরে বিশেষ সম্প্রদায়ের মানুষ রয়েছে, তাই বিশেষ মর্যাদা প্রত্যাহার করেছে কেন্দ্র ৷ এর উত্তরে চিদম্বরমের মন্তব্যকে উসকানিমূলক, দায়িত্বজ্ঞানহীন ও দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন সম্বিত ৷

BJP নেতা সম্বিত পাত্রর কথায়, "জম্মু-কাশ্মীরের উন্নতির জন্যই 370 ধারা প্রত্যাহার করা হয়েছে ৷ এরপর তিনি বলেন, রাহুল গান্ধি, অধীররঞ্জন চৌধুরি, দিগ্বিজয় সিংরা রাজনৈতিক স্বার্থে কাশ্মীর ইশুকে ব্যবহার করছে ৷"

চেন্নাইয়ের একটি অনুষ্ঠানে UPA আমলের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ''BJP পেশিশক্তির জোরে, ক্ষমতা দেখিয়ে 370 ধারা প্রত্যাহার করেছে ৷'' জম্মু-কাশ্মীরের পরিস্থিতি অস্থির, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির কথাও উল্লেখ করেন তিনি ৷ চিদম্বরমের মন্তব্যের সমালোচনা করেন শিবরাজ সিং চৌহান, মুখতার আব্বাস নকভিরা ৷

সম্বিত বলেন, ''কাশ্মীর এখন শান্তিপূর্ণ, তাই সারা ভারতেও শান্তি বজায় থাকবে ৷ কিন্তু কংগ্রেস নেতারা শান্তিতে থাকতে পারছেন না ৷'' নকভি বলেন, কংগ্রেসের কয়েক দশক আগের ভুল সংশোধন করা হয়েছে ৷ জাতীয় স্বার্থে নেওয়া সিদ্ধান্তকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে কংগ্রেস ৷

New Delhi, Aug 12(ANI): Google on Monday dedicated a doodle to mark the 100th birth anniversary of Indian scientist Vikram Sarabhai. The doodle, illustrated by Mumbai-based guest artist Pavan Rajurkar, had a blue and white portrait of the renowned physicist along with moon, rocket and stars. Sarabhai, often known as the father of Indian research program had established the Indian Space Research Organisation (ISRO) in 1962. President Ram Nath Kovind paid his respects to the renowned scientist, hailing him as the "father of India's space programme." Sarabhai was born on August 12, 1919, in Ahmedabad, Gujarat. He passed away on December 30, 1971.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.