মহাসামুন্দ (ছত্তিশগড়) 26 সেপ্টেম্বর : ছত্তিশগড় ও ওড়িশা সীমান্তে একটি ট্রাক থেকে 800 কিলো গাঁজা উদ্ধার ৷ যার আনুমানিক বাজারমূল্য 1.6 কোটি টাকা ৷ মহাসামুন্দ পুলিশ ট্রাকটি আটক করে ৷
পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ গাঁজা ওড়িশা থেকে নিয়ে আসা হচ্ছিল ৷ এবং স্মাগলারদের উদ্দেশ্য ছিল এইগুলি দিল্লিতে বিক্রি করার ৷ জানা গেছে, গাঁজা প্রাচারের খবর পাওয়ার পর তৎপর হয় পুলিশ ৷ বাড়িয়ে দেওয়া হয় পুলিশ টহলদারি ৷ জেলার বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট করে পুলিশ ৷
ETV ভারতের সঙ্গে কথা বলার সময় ASP মেঘা তেম্ভুলকর সাহু বলেন, "খবর পাওয়ার পরই আমরা তৎপর হই ৷ একটি পুলিশ দল ট্রাকটিকে অনুসরণ করতে থাকে ৷"
তিনি বলেন, ‘‘ আমরা এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছি ৷ এবং পাচারকারীদের আটক করেছি ৷ ওরা ওড়িশায় শাক সবজি ডেলিভারি করতে গিয়েছিল ৷ ফেরার পথে এই গাঁজা নিয়ে আসে ৷ আরও তদন্তের পর সম্পূর্ণ বিষয়টি সামনে আসবে ৷’’
তিনি আরও জানান, এই ঘটনায় মাদকবিরোধী ড্রাগ ও সাইকোট্রপিক সাবস্টেন্সস (NDPS) আইনের ধারায় মামলা দায়ের করা হয়েছে।