গ্যাংটক, 28 ডিসেম্বর : সিকিমের নাথু লায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়লেন পর্যটকরা ৷ 13 মাইল ও নাথু লা-র মধ্যে আটকে পড়েছেন প্রায় 1500 থেকে 1700 পর্যটক ৷ নাথু লা ও ছাঙ্গু লেক থেকে ফেরার সময় শুক্রবার প্রায় 300 ট্যাক্সিতে থাকা 1500 জন পর্যটক জওহরলাল নেহরু সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়েন ৷
পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা ৷ কম দৃশ্যমানতা ও প্রতিকূল পরিস্থিতিতে কাজ শুরু করে সেনা ৷ আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে তাদের খাবার, আশ্রয় ও ওষুধ দেওয়া হয় সেনার তরফে ৷ পর্যটকদের মধ্যে শিশু, মহিলা ও বয়স্করা ছিলেন ।
সেনা জানিয়েছে, 570 জন পর্যটককে 17 মাইলের সেনা ছাউনিতে রাখা হয়েছে ৷ আর্থমুভার দিয়ে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনা ৷ রাস্তায় বরফ জমে যাওয়ায় পর্যটকদের আপাতত নাথু লা যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করেছে সেনা ।