ETV Bharat / bharat

নাথু লায় বরফে আটকে দেড় হাজার পর্যটক, উদ্ধার করল সেনা

পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা ৷ কম দৃশ্যমানতা ও প্রতিকূল পরিস্থিতিতে কাজ শুরু করে সেনা ৷ আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে তাদের খাবার, আশ্রয় ও ওষুধ দেওয়া হয় সেনার তরফে ৷ পর্যটকদের মধ্যে শিশু, মহিলা ও বয়স্করা ছিলেন ।

image
আটকে পরা পর্যটক
author img

By

Published : Dec 28, 2019, 11:41 AM IST

গ্যাংটক, 28 ডিসেম্বর : সিকিমের নাথু লায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়লেন পর্যটকরা ৷ 13 মাইল ও নাথু লা-র মধ্যে আটকে পড়েছেন প্রায় 1500 থেকে 1700 পর্যটক ৷ নাথু লা ও ছাঙ্গু লেক থেকে ফেরার সময় শুক্রবার প্রায় 300 ট্যাক্সিতে থাকা 1500 জন পর্যটক জওহরলাল নেহরু সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়েন ৷

পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা ৷ কম দৃশ্যমানতা ও প্রতিকূল পরিস্থিতিতে কাজ শুরু করে সেনা ৷ আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে তাদের খাবার, আশ্রয় ও ওষুধ দেওয়া হয় সেনার তরফে ৷ পর্যটকদের মধ্যে শিশু, মহিলা ও বয়স্করা ছিলেন ।

সেনা জানিয়েছে, 570 জন পর্যটককে 17 মাইলের সেনা ছাউনিতে রাখা হয়েছে ৷ আর্থমুভার দিয়ে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনা ৷ রাস্তায় বরফ জমে যাওয়ায় পর্যটকদের আপাতত নাথু লা যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করেছে সেনা ।

গ্যাংটক, 28 ডিসেম্বর : সিকিমের নাথু লায় প্রবল তুষারপাতের জেরে আটকে পড়লেন পর্যটকরা ৷ 13 মাইল ও নাথু লা-র মধ্যে আটকে পড়েছেন প্রায় 1500 থেকে 1700 পর্যটক ৷ নাথু লা ও ছাঙ্গু লেক থেকে ফেরার সময় শুক্রবার প্রায় 300 ট্যাক্সিতে থাকা 1500 জন পর্যটক জওহরলাল নেহরু সড়কের বিভিন্ন জায়গায় আটকে পড়েন ৷

পর্যটকদের উদ্ধারে নামে ভারতীয় সেনা ৷ কম দৃশ্যমানতা ও প্রতিকূল পরিস্থিতিতে কাজ শুরু করে সেনা ৷ আটকে পড়া পর্যটকদের দ্রুত উদ্ধার করে তাদের খাবার, আশ্রয় ও ওষুধ দেওয়া হয় সেনার তরফে ৷ পর্যটকদের মধ্যে শিশু, মহিলা ও বয়স্করা ছিলেন ।

সেনা জানিয়েছে, 570 জন পর্যটককে 17 মাইলের সেনা ছাউনিতে রাখা হয়েছে ৷ আর্থমুভার দিয়ে রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ শুরু করেছে সেনা ৷ রাস্তায় বরফ জমে যাওয়ায় পর্যটকদের আপাতত নাথু লা যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করেছে সেনা ।

Intro:শুক্রবার থেকে তুষারপাতের জেরে আজ শনিবার দুর্ঘটনার আশংকায় পর্যটকদের জন্য সেখানে যাওয়ার পারমিট দেওয়া বন্ধ করল ভারতীয় সেনা। পাশাপাশি উদ্ধার করা হল দেড় হাজার পর্যটককে।
সেনাবাহিনীর সুত্রে জানানো হয়েছে রাস্তাঘাটে বরফের পুরু চাই জমা হয়ে রয়েছে। এই পরিস্থিতিতে রাস্তা পরিষ্কার না করে গাড়ি চালানো হলে দুর্ঘটনা ঘটতে পারে। যে পর্যটকেরা শুক্রবার সেখানে ছিলেন তাদের সেনা ছাউনিতে নিয়ে এসে খাওয়ার ও ওষুধ দেওয়া হয়েছেBody:.।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.