দিল্লি, 15 জানুয়ারি : সংবিধানের 370 ধারা প্রত্যাহার ''ঐতিহাসিক পদক্ষেপ" বলেই মনে করেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে ৷ এই পদক্ষেপকে ইতিবাচক বলেই উল্লেখ করেন তিনি ৷ গত বছরের অগাস্টে কেন্দ্র জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে ৷ সেনাদিবসের অনুষ্ঠানে বক্তব্য পেশ করতে গিয়ে নারাভানের কথায় উঠে এল জম্মু-কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের প্রসঙ্গ ৷
নাম না করে পাকিস্তানকে কটাক্ষ করেন নারাভানে ৷ বলেন, "370 ধারা প্রত্যাহারের ফলে পশ্চিমের প্রতিবেশীর ছায়াযুদ্ধ ব্যাহত হচ্ছে ৷ 370 ধারার প্রত্যাহার ঐতিহাসিক পদক্ষেপ ৷ এই পদক্ষেপ জম্মু ও কাশ্মীরকে মূলধারার সঙ্গে যুক্ত হতে সাহায্য করবে ৷" আজ 72তম সেনা দিবসে দিল্লি প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের আগে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন সেনাপ্রধান ৷
একটি সংবাদমাধ্যমকে কয়েকদিন আগেই তিনি জানান, সন্ত্রাসকে কোনওভাবেই বরদাস্ত করা যাবে না ৷ সঙ্গে বলেন, "যারা সন্ত্রাস ছড়ায়, তাদের কাউন্টার করার অনেক রাস্তা রয়েছে ৷ সেই রাস্তাগুলি ব্যবহার করতে আমরা দু'বার ভাবব না ৷"
প্রতি বছর 15 জানুয়ারি সেনা দিবস পালিত হয় ৷ আজও দিল্লির প্যারেড গ্রাউন্ডে সেনা দিবস উপলক্ষে কুচকাওয়াজ হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে, এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া ও নেভি চিফ অ্যাডমিরাল করমবীর সিং ৷ তাঁরা সকলে দিল্লিতে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে শ্রদ্ধা জানান ৷ টুইট করে ভারতীয় সেনার অবদানের কথা উল্লেখ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷
রাষ্ট্রপতি টুইট করেন, "আজ সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত পুুরুষ-মহিলা ও তাঁদের পরিবারকে অভিনন্দন ৷ আপনারা আমাদের দেশের গর্ব ৷ আমাদের স্বাধীনতার প্রেরক ৷ আপনাদের ত্যাগ আমাদের সার্বভৌমত্বকে সুরক্ষিত করেছে ৷ আমাদের জাতির গৌরব ৷ দেশের মানুষকে সুরক্ষা দিয়েছে ৷ জয় হিন্দ !"
-
On Army Day, greetings to the valiant men and women of the Indian Army, to veterans and to their families. You are our nation’s pride, the sentinels of our liberty. Your immense sacrifice has secured our sovereignty, brought glory to our nation and protected our people. Jai Hind!
— President of India (@rashtrapatibhvn) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On Army Day, greetings to the valiant men and women of the Indian Army, to veterans and to their families. You are our nation’s pride, the sentinels of our liberty. Your immense sacrifice has secured our sovereignty, brought glory to our nation and protected our people. Jai Hind!
— President of India (@rashtrapatibhvn) January 15, 2020On Army Day, greetings to the valiant men and women of the Indian Army, to veterans and to their families. You are our nation’s pride, the sentinels of our liberty. Your immense sacrifice has secured our sovereignty, brought glory to our nation and protected our people. Jai Hind!
— President of India (@rashtrapatibhvn) January 15, 2020
অন্যদিকে, টুইটের মাধ্যমে ভারতীয় সেনার বীরত্বের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী ৷ তিনি টুইটে লেখেন, "আমাদের সেনা বীরত্ব, পেশাদারিত্বের জন্য সর্বজনবিদিত ৷ মানবিক চেতনার জন্যও তাঁদের শ্রদ্ধা জানাই ৷ যেখানেই প্রয়োজন হবে, আমাদের সেনা এগিয়ে আসবে ৷ প্রয়োজনীয় সব কিছু করবে ৷ আমাদের সেনার জন্য আমি গর্বিত ৷"
-
Our Army is known for its valour and professionalism. It is also respected for its humanitarian spirit. Whenever people have needed help, our Army has risen to the occasion and done everything possible!
— Narendra Modi (@narendramodi) January 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Proud of our Army.
I pray for the good health of Shamima and her child. https://t.co/Lvetnbe7fQ
">Our Army is known for its valour and professionalism. It is also respected for its humanitarian spirit. Whenever people have needed help, our Army has risen to the occasion and done everything possible!
— Narendra Modi (@narendramodi) January 15, 2020
Proud of our Army.
I pray for the good health of Shamima and her child. https://t.co/Lvetnbe7fQOur Army is known for its valour and professionalism. It is also respected for its humanitarian spirit. Whenever people have needed help, our Army has risen to the occasion and done everything possible!
— Narendra Modi (@narendramodi) January 15, 2020
Proud of our Army.
I pray for the good health of Shamima and her child. https://t.co/Lvetnbe7fQ