ETV Bharat / bharat

লাদাখ সীমান্তে অস্থির পরিস্থিতি, এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

author img

By

Published : May 23, 2020, 3:19 PM IST

লাদাখে ভারত- চিন সীমান্তের তিন জায়গায় মুখোমুখি দুই দেশের সেনারা । পরিস্থিতিতে খতিয়ে দেখতে লাদাখ গেলেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাভানে ।

ছবি
ছবি

লে (লাদাখ), 23 মে : পূর্ব লাদাখের গালওয়ান নালা এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে চিন সেনা । যার জেরে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রয়েছে সেখানে । আপাতত লাদাখে ভারত- চিন সীমান্তের তিন জায়গায় মুখোমুখি দুই দেশের সেনা । পরিস্থিতিতে খতিয়ে দেখতে লাদাখ গেলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে ।

সূত্রের খবর, ভারত- চিন সীমান্তে চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে রাস্তায় পরিকাঠামো তৈরি করায় ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের রাস্তার একটি যথাযথ নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করেছে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । লাদাখের তিন জায়গায় আপাতত এভাবেই মুখোমুখি দুই দেশের সেনা । বাড়ছে উত্তেজনাও । পরিস্থিতি খতিয়ে দেখতে তাই আজ লাদাখে পৌঁছান সেনা প্রধান । প্রথমেই যান সেনা হেডকোয়ার্টারে । তারপর পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে ।

জানা গেছে, গালওয়ান নালায় ভারতের সীমারেখায় চিনের চপার ঘুরলেও সেকথা অস্বীকার করেছে চিন সেনা । তাদের পালটা অভিযোগ. তাদের সীমানায় ভারতীয় চপার ঘুরছে । পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রেখেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা । পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।

লে (লাদাখ), 23 মে : পূর্ব লাদাখের গালওয়ান নালা এলাকায় রাস্তা তৈরিতে বাধা দিচ্ছে চিন সেনা । যার জেরে কয়েকদিন ধরেই চাপা উত্তেজনা রয়েছে সেখানে । আপাতত লাদাখে ভারত- চিন সীমান্তের তিন জায়গায় মুখোমুখি দুই দেশের সেনা । পরিস্থিতিতে খতিয়ে দেখতে লাদাখ গেলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে । পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করলেন নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে ।

সূত্রের খবর, ভারত- চিন সীমান্তে চিন নিজেদের LAC (লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল)-এর পাশে রাস্তায় পরিকাঠামো তৈরি করায় ভারতও বর্ডার রোডস অর্গানাইজ়েশনকে দিয়ে LAC-র পাশের রাস্তার একটি যথাযথ নেটওয়ার্ক তৈরি করার কাজ শুরু করেছে । কিন্তু তাতে বাধা দেয় চিনের সেনা । রুখে দাঁড়ায় ভারতীয় সেনা । লাদাখের তিন জায়গায় আপাতত এভাবেই মুখোমুখি দুই দেশের সেনা । বাড়ছে উত্তেজনাও । পরিস্থিতি খতিয়ে দেখতে তাই আজ লাদাখে পৌঁছান সেনা প্রধান । প্রথমেই যান সেনা হেডকোয়ার্টারে । তারপর পরিস্থিতি নিয়ে বৈঠক করেন নর্দার্ন কম্যান্ডের আধিকারিকদের সঙ্গে ।

জানা গেছে, গালওয়ান নালায় ভারতের সীমারেখায় চিনের চপার ঘুরলেও সেকথা অস্বীকার করেছে চিন সেনা । তাদের পালটা অভিযোগ. তাদের সীমানায় ভারতীয় চপার ঘুরছে । পরিস্থিতির উপর খুব কাছ থেকে নজর রেখেছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক আধিকারিকরা । পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.