দিল্লি, 24জুন : পূর্ব লাদাখে সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করলেন সেনা প্রধান মনোজ মুকুন্দ নরবনে । আজ তিনি লেহ-তে যান । সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখেন ।
সেখানে জওয়ানদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান । উৎসাহ নিয়ে একইভাবে কাজ করে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি । গতকাল বেস হাসপাতালে আহত জওয়ানদের সঙ্গে কথা বলেন নরবনে । সবরকম পদক্ষেপ করা হবে বলে জওয়ানদের আশ্বাস দেন তিনি ।
চিন এবং ভারতের মধ্যে সংঘর্ষের পর পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি পূর্ব লাদাখে । এই পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ পূর্ব লাদাখে যান ভারতীয় সেনা প্রধান । প্রকৃত নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি ।
সোমবার সেনা কমান্ডারদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের বৈঠক করেন নরবনে । উত্তর এবং পশ্চিমের সীমান্তে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয় এই বৈঠকে ।