গয়া ,24 মে : বিহারের একটি গ্রামে মাওবাদী ডেরা থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি বাজেয়াপ্ত করা হল । শুক্রবার রাতে গয়া জেলার টাঁটি গ্রামে অভিযান চালায় পুলিশ । সেখান থেকেই অস্ত্রগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন এক সশস্ত্র সীমা বল (SSB) আধিকারিক।
খবর পেয়ে শুক্রবার রাতে SSB এবং বিহার পুলিশের যৌথ দল টাঁটি গ্রামে অভিযান চালায় । মাওবাদীদের ওই ডেরায় পৌঁছায় তারা । SSB-র 29তম ব্যাটেলিয়নের আধিকারিক রাজেশকুমার সিং বলেন, “ অস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত করা হয়েছে । ইটের পিছনে লুকানো ছিল কয়েকটি বই । সেগুলিও উদ্ধার করা হয়েছে । ”
একটি দেশীয় রাইফেল, দুটি 303 রাইফেল, দুটি দেশীয় পিস্তল , 7.62 বোর এবং 8 mm কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ । কোনও ব্যক্তি গ্রেপ্তার হয়নি ।