ETV Bharat / bharat

ফের উত্তরপ্রদেশ ! যুবতিকে অপহরণ, ধর্ষণ করে খুন - হাথরসের ঘটনা

" আমার মেয়ে বাঁচতে চেয়েছিল ৷ কিন্তু তাঁকে বাঁচাতে পারলাম না ৷" বললেন ধর্ষিতার মা ৷

উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশ
author img

By

Published : Sep 30, 2020, 10:50 PM IST

Updated : Oct 1, 2020, 7:46 AM IST

বলরামপুর (উত্তরপ্রদেশ) 30 সেপ্টেম্বর : হাথরসের ঘটনার পুনরাবিত্তি ! এবার উত্তরপ্রদেশের বলরামপুরে ৷ 22 বছর বয়সী যুবতিকে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগ ৷ আজ সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ ধর্ষিতার পরিবারের ৷

ধর্ষিতার মায়ের অভিযোগ, "আজ সকাল সাতটার সময় কলেজে ভরতি হতে গিয়েছিল ওই যুবতি ৷ কিন্তু যখন সে বাড়ি ফিরে তখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারপ ছিল ৷ সে কথা বলতে পারছিল না ৷ ওই যুবতি তিব্র পেটে ব্যাথায় ভুগছিল ৷ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা ৷" এই অভিযোগের পরই ওই যুবতির মা দাবি করেন, "আমার মেয়েকে তিন থেকে চারজন ব্যক্তি অপহরণ করে এবং তাঁকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ৷ তাঁকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে ৷ তাঁর কোমর, পায়ের হাড় ভেঙেছে ৷ আমার মেয়েকে ধর্ষণ, অত্যাচার করার পর তাঁকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ৷" তিনি আরও বলেন, " আমার মেয়ে বাঁচতে চেয়েছিল ৷ কিন্তু বাঁচাতে পারলাম না ৷"

প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই যুবতির গুরুতর আহত হয়েছিলেন ৷ যার থেকেই তাঁর মৃত্যু হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে আসেনি ৷

আরও পড়ুন : রাত আড়াইটেয় হাথরসের নির্যাতিতার শেষকৃত্য করল পুলিশ

অপরদিকে হাথরসের ঘটনা সারা ফেলেছে সারা দেশে ৷ 14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে গতকাল মৃত্যু হয় তাঁর ৷

বলরামপুর (উত্তরপ্রদেশ) 30 সেপ্টেম্বর : হাথরসের ঘটনার পুনরাবিত্তি ! এবার উত্তরপ্রদেশের বলরামপুরে ৷ 22 বছর বয়সী যুবতিকে অপহরণ, ধর্ষণ ও খুনের অভিযোগ ৷ আজ সন্ধে নাগাদ হাসপাতালে ওই যুবতির মৃত্যু হয় ৷ কলেজে ভরতি হওয়ার জন্য গিয়েছিল ওই যুবতি ৷ তখনই ওই যুবতিকে অপহরণ করা হয় বলে অভিযোগ ধর্ষিতার পরিবারের ৷

ধর্ষিতার মায়ের অভিযোগ, "আজ সকাল সাতটার সময় কলেজে ভরতি হতে গিয়েছিল ওই যুবতি ৷ কিন্তু যখন সে বাড়ি ফিরে তখন তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত খারপ ছিল ৷ সে কথা বলতে পারছিল না ৷ ওই যুবতি তিব্র পেটে ব্যাথায় ভুগছিল ৷ তখন তাঁকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকেরা ৷" এই অভিযোগের পরই ওই যুবতির মা দাবি করেন, "আমার মেয়েকে তিন থেকে চারজন ব্যক্তি অপহরণ করে এবং তাঁকে একটি পরিত্যক্ত জায়গায় নিয়ে যায় ৷ তাঁকে অজ্ঞান করে গণধর্ষণ করা হয়েছে ৷ তাঁর কোমর, পায়ের হাড় ভেঙেছে ৷ আমার মেয়েকে ধর্ষণ, অত্যাচার করার পর তাঁকে রিকশায় করে বাড়ি পাঠিয়ে দিয়েছে ৷" তিনি আরও বলেন, " আমার মেয়ে বাঁচতে চেয়েছিল ৷ কিন্তু বাঁচাতে পারলাম না ৷"

প্রাথমিক রিপোর্ট থেকে জানা গিয়েছে ওই যুবতির গুরুতর আহত হয়েছিলেন ৷ যার থেকেই তাঁর মৃত্যু হয়েছে ৷ যদিও এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্টে আসেনি ৷

আরও পড়ুন : রাত আড়াইটেয় হাথরসের নির্যাতিতার শেষকৃত্য করল পুলিশ

অপরদিকে হাথরসের ঘটনা সারা ফেলেছে সারা দেশে ৷ 14 সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতি ৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয় ৷ তাঁর জিভে গভীর ক্ষত ছিল । JNMC-এ চিকিৎসা চলছিল যুবতির । অবস্থার উন্নতি না হওয়ায় সোমবার দিল্লির সফদরজং হাসপাতালে ভরতি করা হয় । সেখান থেকে পরে AIIMS-এ নিয়ে আসা হয় । চিকিৎসকরা জানান, ওই যুবতির শিরদাঁড়ায় গুরুতর আঘাত ছিল । যার জন্য তিনি পক্ষাঘাতে আক্রান্ত হন । শ্বাসও নিতে পারছিলেন না যুবতি । অবশেষে গতকাল মৃত্যু হয় তাঁর ৷

Last Updated : Oct 1, 2020, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.