ETV Bharat / bharat

ভোটের আগে ফের "পুলওয়ামা", বললেন রাজ ঠাকরে

"লোকসভা ভোটের আগে ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটানো হবে। " প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে।

রাজ ঠাকরে
author img

By

Published : Mar 10, 2019, 12:26 PM IST

মুম্বই, ১০ মার্চ :" লোকসভা ভোটের আগে ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটানো হবে। " প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে।

গতকাল মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার ১৩ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন, "মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দু'মাসের মধ্যে ফের পুলওয়ামার জঙ্গি হামলার মতো আরেকটি ঘটনা সাজানো হবে। লোকসভা ভোট বন্ধ করা হবে। " তিনি আরও বলেন, "রাজনীতি ও রামমন্দির ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখজনক ভাবে ব্যর্থ।"

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি শ্রীনগরে CRPF-এর একটি কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ - এর এক জঙ্গি। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই বিকট বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।

মুম্বই, ১০ মার্চ :" লোকসভা ভোটের আগে ফের পুলওয়ামার মতো ঘটনা ঘটানো হবে। " প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদিকে আক্রমণ করে একথা বলেন মহারাষ্ট্র নব নির্মাণ সেনার সভাপতি রাজ ঠাকরে।

গতকাল মহারাষ্ট্রের নব নির্মাণ সেনার ১৩ বছর পূর্তি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে রাজ ঠাকরে বলেন, "মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য দু'মাসের মধ্যে ফের পুলওয়ামার জঙ্গি হামলার মতো আরেকটি ঘটনা সাজানো হবে। লোকসভা ভোট বন্ধ করা হবে। " তিনি আরও বলেন, "রাজনীতি ও রামমন্দির ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃখজনক ভাবে ব্যর্থ।"

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি শ্রীনগরে CRPF-এর একটি কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদ - এর এক জঙ্গি। কনভয়ে ৭০টি ভ্যান ছিল। সেই সময়ে ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি একটি ভ্যানে ধাক্কা মারে। তারপরই বিকট বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ।


Ghaziabad (Uttar Pradesh), Mar 09 (ANI): Prime Minister Narendra Modi, on Friday, inaugurated a new civil enclave developed by the AirportsAuthority of India at the Indian Air Force's Hindon airport in Ghaziabad town of Uttar Pradesh. The civil enclave has been developed in the line of civil aviation's flagship regional connectivity scheme UDAN (Ude Desh ka Aam Nagrik) for providing air connectivity to Tier-2 and Tier-3 cities. Considering the infrastructure constraints after a rapid surge in the number of passengers at Indira Gandhi International airport in New Delhi, it was decided to operate some of the Regional Connectivity Scheme flights from Hindon Airforce station. Speaking after the inauguration, Modi said that Ghaziabad was becoming increasingly connected and Hindon airport would provide a boost in connecting it with other parts of the country. The enclave which is spread in an area over 5000 square metre will have a peak hour handling capacity of 300 people. It will be equipped with all the major facilities and services in order to enhance the flying experience of travelers. Airports Authority of India is in continuous endeavour to upgrade airport infrastructure in the country. It currently manages 129 airports incling 23 international airports, 8 custom airports and 98 domestic airports.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.