ETV Bharat / bharat

প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে বিতর্কে আহ্বান কংগ্রেস মুখপাত্রর - coronavirus situation

দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ৷

Anand Sharma challenged Modi
আনন্দ শর্মা
author img

By

Published : May 17, 2020, 5:53 PM IST

দিল্লি, 17 মে : বিশেষ আর্থিক প্যাকেজের নামে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷ এমনই অভিযোগ করলেন কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা ৷ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার জন্য সরাসরি চ্যালেঞ্জ দিলেন ৷

কোরোনা ভাইরাস এবং লকডাউনের জেরে দেশ ব্যপক আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘দেশ এক গুরুতর পরিস্থিতিতে পৌঁছেছে ৷’’ কোরোনা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই আর্থিক প্যাকেজকে সাধারণ মানুষকে বোকা বানানোর একটি কৌশল বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷ আজ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা অভিযোগ করেন, ‘‘20 লাখ কোটি টাকার মধ্যে GDP-র 1.6 শতাংশ আর্থিক প্যাকেজের জন্য বরাদ্দ হয়েছে ৷ যার অর্থ মূল্য তিন লাখ 22 হাজার কোটি টাকা ৷’’ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী আলোচনা করুন এবং অর্থনীতিকে চাঙ্গা করতে যে প্যাকেজের ঘোষণা তিনি করেছেন তা সবিস্তারে জানান ৷ দরিদ্র মানুষ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে হাতে কত টাকা আসবে?’’

আনন্দ শর্মার মতে, অর্থনীতিকে চাঙ্গা করা এবং সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকেও তিনি এই বিষয়ে বিতর্কে অংশ দেওয়ার আহ্বান জানান ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার প্রমাণ করুন, যে আমার বলা কথা ভুল ৷ আমি অর্থমন্ত্রীর সঙ্গে বিতর্কে অংশ নিতে তৈরি ৷’’ কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবে পরিযায়ী শ্রমিকদের এত কষ্টের মধ্যে থাকতে হচ্ছে ৷ তাই সাধারণ মানুষের কাছে এই বিষয়ে উত্তর দিতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান কংগ্রেস নেতা ৷

বিশেষ আর্থিক প্যাকেজের বিরুদ্ধে সরব বিরোধীদের আজ সাংবাদিক বৈঠক থেকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এর জবাবে আনন্দ শর্মা বলেন, ‘‘এই বিষয়ে অর্থমন্ত্রী গুরুত্ব দিন ৷ সাধারণ মানুষ এটাই চায় ৷’’ দরিদ্র মানুষের সাংবিধানিক এবং আইনি অধিকার লঙ্ঘন হয়েছে ৷ এর জন্য কেন্দ্রকে ক্ষমা চাইতে বলেন কংগ্রেস নেতা ৷

দিল্লি, 17 মে : বিশেষ আর্থিক প্যাকেজের নামে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে ৷ এমনই অভিযোগ করলেন কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা ৷ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আলোচনার জন্য সরাসরি চ্যালেঞ্জ দিলেন ৷

কোরোনা ভাইরাস এবং লকডাউনের জেরে দেশ ব্যপক আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, ‘‘দেশ এক গুরুতর পরিস্থিতিতে পৌঁছেছে ৷’’ কোরোনা পরবর্তী পরিস্থিতি সামাল দিতে 20 লাখ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷ তাঁর এই আর্থিক প্যাকেজকে সাধারণ মানুষকে বোকা বানানোর একটি কৌশল বলে কটাক্ষ করেছে কংগ্রেস ৷ আজ এক সাংবাদিক বৈঠকে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা অভিযোগ করেন, ‘‘20 লাখ কোটি টাকার মধ্যে GDP-র 1.6 শতাংশ আর্থিক প্যাকেজের জন্য বরাদ্দ হয়েছে ৷ যার অর্থ মূল্য তিন লাখ 22 হাজার কোটি টাকা ৷’’ এই বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেন, ‘‘প্রধানমন্ত্রী আলোচনা করুন এবং অর্থনীতিকে চাঙ্গা করতে যে প্যাকেজের ঘোষণা তিনি করেছেন তা সবিস্তারে জানান ৷ দরিদ্র মানুষ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে হাতে কত টাকা আসবে?’’

আনন্দ শর্মার মতে, অর্থনীতিকে চাঙ্গা করা এবং সাধারণ মানুষকে ঋণ দেওয়ার মধ্যে পার্থক্য রয়েছে ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দিকেও তিনি এই বিষয়ে বিতর্কে অংশ দেওয়ার আহ্বান জানান ৷ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার প্রমাণ করুন, যে আমার বলা কথা ভুল ৷ আমি অর্থমন্ত্রীর সঙ্গে বিতর্কে অংশ নিতে তৈরি ৷’’ কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাবে পরিযায়ী শ্রমিকদের এত কষ্টের মধ্যে থাকতে হচ্ছে ৷ তাই সাধারণ মানুষের কাছে এই বিষয়ে উত্তর দিতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান কংগ্রেস নেতা ৷

বিশেষ আর্থিক প্যাকেজের বিরুদ্ধে সরব বিরোধীদের আজ সাংবাদিক বৈঠক থেকে আক্রমণ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এর জবাবে আনন্দ শর্মা বলেন, ‘‘এই বিষয়ে অর্থমন্ত্রী গুরুত্ব দিন ৷ সাধারণ মানুষ এটাই চায় ৷’’ দরিদ্র মানুষের সাংবিধানিক এবং আইনি অধিকার লঙ্ঘন হয়েছে ৷ এর জন্য কেন্দ্রকে ক্ষমা চাইতে বলেন কংগ্রেস নেতা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.