বেঙ্গালুরু, 21 মে : প্রধানমন্ত্রীর আপৎকালীন তহবিল নিয়ে ভুয়ো তথ্য টুইট করার অভিযোগ। কর্নাটকের শিবামগ্গায় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধির বিরুদ্ধে FIR দায়ের করলেন এক আইনজীবী । পাশাপাশি কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে ।
আইনজীবী কে ভি প্রবীণ কুমার সোনিয়া গান্ধি ও কংগ্রেস নেতাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন । তাঁর অভিযোগ, কংগ্রেসের টুইটার হ্যান্ডেলে 11 মে প্রধানমন্ত্রী আপৎকালীন তহবিল সম্পর্কে ভুয়ো ও ভিত্তিহীন তথ্য পোস্ট করা হয়েছে । তিনি জানান, কংগ্রেসের এই টুইটার হ্যান্ডেল দিল্লি থেকে পরিচালিত হয় । আর এই টুইটটি সোনিয়া গান্ধি করেছেন বলে অভিযোগ জানান আইনজীবী । পাশাপাাশি তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।
প্রবীণ কুমার বলেন, "কংগ্রেস প্রধানমন্ত্রীর আপৎকালীন তহবিল ভুয়ো বলে জানায় । তারপর টুইটারে দাবি করে, এই তহবিলের অর্থ জনগণের স্বার্থে ব্যবহৃত হচ্ছে না । বরং প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রায় খরচ করা হচ্ছে । কংগ্রেসের এই বক্তব্য গুজব । তাই আমি অভিযোগ দায়ের করেছি ।"