অ্যামিটি JEE 2020 পরীক্ষা বাতিল : সর্বশেষ আপডেট অনুযায়ী , অ্যামিটি JEE 2020 প্রবেশিকা পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অ্যামিটি বিশ্ববিদ্যালয় । তার বদলে ভিডিয়ো ইন্টারভিউয়ের ভিত্তিতে বিকল্প ভরতি প্রক্রিয়া হবে । বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর বিভিন্ন কোর্সে যে প্রার্থীরা ভরতি হতে চাইছেন , তাঁদের ভিডিয়ো ইন্টারভিউয়ের আকারে করা প্রশ্নের উত্তর জমা দিতে হবে । তার ভিত্তিতে ছাত্রছাত্রীরা নির্বাচিত হবেন ।
COVID -19 মহামারী পরিস্থিতির জেরেই বিশ্ববিদ্যালয়কে অ্যামিটি JEE 2020 প্রবেশিকার বদলে এই অভিনব পদক্ষেপ করতে হয়েছে । অ্যাডমিশন মাইক্রোসাইটের মাধ্যমে ভিডিয়ো ইন্টারভিউয়ের প্রশ্ন জানা এবং ইন্টারভিউ আপলোড করা যেতে পারে ।
https://amity.edu/pdf/FAQs_Selection_Process_Noida_Campus.pdf
প্রার্থীর উপস্থিতির প্রয়োজন নেই
নতুন এই বাছাই ও নির্বাচন প্রক্রিয়ায় প্রার্থীকে ভরতি প্রক্রিয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার প্রয়োজন নেই । নতুন পদ্ধতিতে , প্রার্থীরা ওয়েবসাইটে দেওয়া প্রশ্নের ভিত্তিতে নিজেদের একটি ভিডিয়ো ইন্টারভিউ রেকর্ড করবেন এবং অফিশিয়াল ওয়েবসাইটে জমা দেবেন । ভিডিয়ো ইন্টারভিউতে তিনটি প্রশ্ন থাকবে -
1.ইন্ট্রোডাক্টরি প্রশ্ন
2.ইংরাজিতে দক্ষতা যাচাইয়ের প্রশ্ন
3.বিষয়ভিত্তিক প্রশ্ন
আগের নির্বাচন পদ্ধতি অনুযায়ী , বিশ্ববিদ্যালয়ের অ্যামিটি JEE 2020 প্রবেশিকা পরীক্ষা নেওয়ার কথা ছিল , যেটা হল একটি ইংরেজি ভাষার পরীক্ষা । এছাড়াও JEE পরীক্ষার মধ্যে লিখিত পরীক্ষা/সৃজনশীলতা/শারীরিক সক্ষমতার পরীক্ষাও কিছু প্রোগ্রাম ও কোর্সের জন্য নেওয়া হত । এরপর হত গ্রুপ ডিসকাশন , তাৎক্ষণিক বক্তৃতা , ব্যক্তিগত ইন্টারভিউ ।
আবেদনের প্রক্রিয়া শেষ হবে 14/15 অগাস্ট 2020
অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী , অ্যামিটি বিশ্ববিদ্যালয়ের ভরতির আবেদনের প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের জয়পুর , গুরগাঁও, লখনউ , গোয়ালিয়র , মুম্বই ও রায়পুর ক্যাম্পাসের জন্য আবেদনের প্রক্রিয়া শেষ হবে 14 অগাস্ট , এবং নয়ডা ক্যাম্পাসের জন্য প্রক্রিয়া শেষ হবে 15 অগাস্ট ।