ETV Bharat / bharat

শিলংয়ে জারি কারফিউ, সফর বাতিল অমিত শাহর - নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019

মেঘালয়ে বিক্ষোভ চরম আকার নিয়েছে । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে চলছে বিক্ষোভ । এই পরিস্থিতিতে শিলং ও অরুণাচল প্রদেশ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Dec 13, 2019, 6:46 PM IST

Updated : Dec 13, 2019, 9:14 PM IST

দিল্লি, 13 ডিসেম্বর : তপ্ত মেঘালয় । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে চলছে বিক্ষোভ । রাজধানী শিলং-এর কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ । এই পরিস্থিতিতে শিলং ও অরুণাচল প্রদেশ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার শিলং-এ উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু সেখানে যাচ্ছেন না তিনি । আগামীকাল ঝাড়খণ্ড যাচ্ছেন অমিত শাহ । সেখানে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তিনি ।

নাগরিক (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চরম আকার নিয়েছে মেঘালয়ে । দু'দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে । শিলং-এ একাধিক জায়গায় জারি রয়েছে কারফিউ । বিক্ষোভ চলাকালীন সেখানে দু'টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । বনধের জেরে শিলং-এর পুলিশ বাজার এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ । অন্যদিকে রাস্তায় মশাল মিছিল করছে বিক্ষোভকারীরা । শিলং থেকে 250 কিলোমিটার দূরে উইলিয়ামনগরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ঘিরে ধরে আজ বিক্ষোভ দেখায় কিছু লোক । মেঘালয় পুলিশ টুইটবার্তায় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন । পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন কোনও গুজব না ছড়ায় ।


সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 পাশ হওয়ার পর থেকেই অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় । বুধবার রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় । কারফিউ জারি করা হয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে । অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা । বিক্ষোভ আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পড়ুয়ারা । রাজ্যে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ । বিক্ষোভ নিয়ন্ত্রণে ডিব্রুগড়,গুয়াহাটি, জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । বৃহস্পতিবার কারফিউ উপেক্ষা করে রুক্মিণীগাঁও ও হাতিগাঁওতে মিছিল করে বিক্ষোভকারীরা । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ । গুলিতে মৃত্যু হয় দু'জনের ।

আরও পড়ুন : বিক্ষোভ জারি অসমে, কারফিউ মেঘালয়ের একাধিক জায়গায়

দিল্লি, 13 ডিসেম্বর : তপ্ত মেঘালয় । নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে চলছে বিক্ষোভ । রাজধানী শিলং-এর কিছু এলাকায় জারি করা হয়েছে কারফিউ । এই পরিস্থিতিতে শিলং ও অরুণাচল প্রদেশ সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । রবিবার শিলং-এ উত্তর-পূর্ব পুলিশ অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর । কিন্তু সেখানে যাচ্ছেন না তিনি । আগামীকাল ঝাড়খণ্ড যাচ্ছেন অমিত শাহ । সেখানে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তিনি ।

নাগরিক (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চরম আকার নিয়েছে মেঘালয়ে । দু'দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে । শিলং-এ একাধিক জায়গায় জারি রয়েছে কারফিউ । বিক্ষোভ চলাকালীন সেখানে দু'টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা । বনধের জেরে শিলং-এর পুলিশ বাজার এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ । অন্যদিকে রাস্তায় মশাল মিছিল করছে বিক্ষোভকারীরা । শিলং থেকে 250 কিলোমিটার দূরে উইলিয়ামনগরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ঘিরে ধরে আজ বিক্ষোভ দেখায় কিছু লোক । মেঘালয় পুলিশ টুইটবার্তায় বাসিন্দাদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন । পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন কোনও গুজব না ছড়ায় ।


সোমবার লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল, 2019 পাশ হওয়ার পর থেকেই অসম ও ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের অন্য রাজ্যগুলিতে প্রতিবাদ-বিক্ষোভ শুরু হয় । বুধবার রাতে রাজ্যসভাতেও বিলটি পাশ হয় । কারফিউ জারি করা হয় গুয়াহাটি ও ডিব্রুগড়ে । অসমের 10টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে । নামানো হয়েছে আধা-সেনা । বিক্ষোভ আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে গুয়াহাটির কটন বিশ্ববিদ্যালয়, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়, তেজপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পড়ুয়ারা । রাজ্যে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল । বিমান পরিষেবাও বন্ধ । বিক্ষোভ নিয়ন্ত্রণে ডিব্রুগড়,গুয়াহাটি, জোরহাট, তিনসুকিয়া সহ একাধিক এলাকায় 144 ধারা জারি করা হয়েছে । বৃহস্পতিবার কারফিউ উপেক্ষা করে রুক্মিণীগাঁও ও হাতিগাঁওতে মিছিল করে বিক্ষোভকারীরা । পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে । শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ । গুলিতে মৃত্যু হয় দু'জনের ।

আরও পড়ুন : বিক্ষোভ জারি অসমে, কারফিউ মেঘালয়ের একাধিক জায়গায়

Mumbai, Dec 12 (ANI): India won the third T-20I match by 67 runs against West Indies in Mumbai on December 11. The 'Men in Blue' have won the T-20I series by 2-1. While addressing the post match press conference, opening batsman of the Indian Cricket Team KL Rahul said, "Each team has its own strengths and we do have big six hitters and all of us can hit sixes but we are most skilled and we still manage to get 220 or 240 total." "It is not the first time that we have made 200 plus total and have done it often," he added. "We need to stick to our strengths and what works best for us and our team. What we are all blessed with is strength and we try to use it. We back our strength," he further stated.
Last Updated : Dec 13, 2019, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.