ETV Bharat / bharat

"উন্নয়ন, প্রগতি ও সুশাসন" বেছে নেওয়ার জন্য বিহারবাসীকে ধন্যবাদ অমিত শাহ-র

author img

By

Published : Nov 11, 2020, 1:56 AM IST

"বিহারের প্রতিটি প্রান্ত জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে ৷ গ্রহণ করেছে NDA-র উন্নয়নের রাজনীতিকে ৷ এটি বিহারের প্রত্যেক মানুষের আশা-আকাঙ্ক্ষার জয় । " টুইট অমিত শাহ-র ৷

অমিত শাহ
অমিত শাহ

দিল্লি, 11 নভেম্বর : বিহারের গণনা প্রায় শেষ পর্যায়ে ৷ এখনও পর্যন্ত 234 টি আসনের গণনা শেষ ৷ বাকি আর 9 টি আসনের ফলাফল ৷ এখনও পর্যন্ত এককভাবে 69 টি আসনে জিতে রয়েছে BJP ৷ আরও পাঁচটি কেন্দ্রে এগিয়ে রয়েছে তারা ৷ এগিয়ে রয়েছে NDA জোটও ৷ জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছেন BJP নেতারা ৷ এই পরিস্থিতিতে টুইট অমিত শাহ-র ৷ অভিনন্দন জানালেন দলীয় কর্মীদের ৷

টুইটারে অমিত শাহ লেখেন, "বিহারের প্রতিটি প্রান্ত জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে ৷ গ্রহণ করেছে NDA-র উন্নয়নের রাজনীতিকে ৷ এটি বিহারের প্রত্যেক মানুষের আশা-আকাঙ্ক্ষার জয় । এটি প্রধানমন্ত্রী মোদি এবং নীতীশ কুমারের নেতৃত্বে জোড়া উন্নয়নের জয় । আমি এই জয়ের জন্য প্রত্যেক BJP কর্মীকে অভিনন্দন জানাতে চাই ৷"

  • बिहार के हर वर्ग ने फिर एक बार खोखलेवादे, जातिवाद और तुष्टिकरण की राजनीति को सिरे से नकार कर NDA के विकासवाद का परचम लहराया है।

    यह हर बिहारवासी की आशाओं और आकांक्षाओं की जीत है...@narendramodi जी और @nitishkumar जी के डबल इंजन विकास की जीत है।@BJP4Bihar के कार्यकर्ताओं को बधाई।

    — Amit Shah (@AmitShah) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"উন্নয়ন, প্রগতি ও সুশাসন"-কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান বিহারবাসীকে ৷

  • बिहार में विकास, प्रगति और सुशासन को पुनः चुनने के लिए प्रदेश के सभी भाइयों-बहनों का हृदय की गहराइयों से आभार व्यक्त करता हूँ।

    मैं विशेषकर बिहार के युवाओं और महिलाओं को साधुवाद देता हूँ जिन्होंने बिहार में सुरक्षा और उज्ज्वल भविष्य को चुनकर NDA की पूर्ण बहुमत की सरकार बनाई।

    — Amit Shah (@AmitShah) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে BJP এককভাবে পেয়েছে 70 টি আসন, অন্যদিকে জনতা দল ইউনাইটেড পেয়েছে 41 টি আসন ৷ NDA ক্ষমতায় এলে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে NDA-র মুখ ছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু বর্তমানে এককভাবে পাওয়া আসনের দিক থেকে জোটের মধ্যে এগিয়ে রয়েছে BJP ৷ এই পরিস্থিতিতে NDA ক্ষমতায় এলে নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে কি না তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর ৷

দিল্লি, 11 নভেম্বর : বিহারের গণনা প্রায় শেষ পর্যায়ে ৷ এখনও পর্যন্ত 234 টি আসনের গণনা শেষ ৷ বাকি আর 9 টি আসনের ফলাফল ৷ এখনও পর্যন্ত এককভাবে 69 টি আসনে জিতে রয়েছে BJP ৷ আরও পাঁচটি কেন্দ্রে এগিয়ে রয়েছে তারা ৷ এগিয়ে রয়েছে NDA জোটও ৷ জয় নিশ্চিত বলেই ধরে নিয়েছেন BJP নেতারা ৷ এই পরিস্থিতিতে টুইট অমিত শাহ-র ৷ অভিনন্দন জানালেন দলীয় কর্মীদের ৷

টুইটারে অমিত শাহ লেখেন, "বিহারের প্রতিটি প্রান্ত জাতপাতের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে ৷ গ্রহণ করেছে NDA-র উন্নয়নের রাজনীতিকে ৷ এটি বিহারের প্রত্যেক মানুষের আশা-আকাঙ্ক্ষার জয় । এটি প্রধানমন্ত্রী মোদি এবং নীতীশ কুমারের নেতৃত্বে জোড়া উন্নয়নের জয় । আমি এই জয়ের জন্য প্রত্যেক BJP কর্মীকে অভিনন্দন জানাতে চাই ৷"

  • बिहार के हर वर्ग ने फिर एक बार खोखलेवादे, जातिवाद और तुष्टिकरण की राजनीति को सिरे से नकार कर NDA के विकासवाद का परचम लहराया है।

    यह हर बिहारवासी की आशाओं और आकांक्षाओं की जीत है...@narendramodi जी और @nitishkumar जी के डबल इंजन विकास की जीत है।@BJP4Bihar के कार्यकर्ताओं को बधाई।

    — Amit Shah (@AmitShah) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

"উন্নয়ন, প্রগতি ও সুশাসন"-কে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ জানান বিহারবাসীকে ৷

  • बिहार में विकास, प्रगति और सुशासन को पुनः चुनने के लिए प्रदेश के सभी भाइयों-बहनों का हृदय की गहराइयों से आभार व्यक्त करता हूँ।

    मैं विशेषकर बिहार के युवाओं और महिलाओं को साधुवाद देता हूँ जिन्होंने बिहार में सुरक्षा और उज्ज्वल भविष्य को चुनकर NDA की पूर्ण बहुमत की सरकार बनाई।

    — Amit Shah (@AmitShah) November 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে BJP এককভাবে পেয়েছে 70 টি আসন, অন্যদিকে জনতা দল ইউনাইটেড পেয়েছে 41 টি আসন ৷ NDA ক্ষমতায় এলে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে NDA-র মুখ ছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু বর্তমানে এককভাবে পাওয়া আসনের দিক থেকে জোটের মধ্যে এগিয়ে রয়েছে BJP ৷ এই পরিস্থিতিতে NDA ক্ষমতায় এলে নীতীশকেই মুখ্যমন্ত্রী করা হবে কি না তা নিয়েই শুরু হয়েছে চাপানউতোর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.