ETV Bharat / bharat

গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছে বিহার, প্রশংসায় অমিত শাহ - Virtual Public Rally

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 'বিহার জনসংবাদ সভা'য় ভাষণ দিলেন অমিত শাহ ৷ তাঁর কথায় উঠে এল স্বাধীনতার জন্য বিহারের মানুষের লড়াইয়ের কথা ৷ গণতান্ত্রিক অধিকার চালু করার জন্য বিহারের লড়াইয়ের কথাও উঠে আসে তাঁর কথায় ৷

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Jun 7, 2020, 7:32 PM IST

Updated : Jun 7, 2020, 7:41 PM IST

দিল্লি, 7 জুন : দেশে গণতান্ত্রিক অধিকার চালু করার জন্য লড়াই করেছে বিহার ৷ আজ ভার্চুয়াল জনসভায় এমনই বললেন BJP নেতা অমিত শাহ ৷

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 'বিহার জনসংবাদ সভা'য় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, "দেশকে গণতন্ত্রের সঙ্গে পরিচয় করেছিল বিহার ৷ এখানে ছিল মগধ সাম্রাজ্য ৷ বুদ্ধ, মহাবীর, চন্দ্রগুপ্ত ও চাণক্যর ভূমি এটা ৷ এই ভূমি সবসময় দেশকে নেতৃত্ব দিয়েছে ৷ যখনই গণতান্ত্রিক অধিকারকে ক্ষতি করার চেষ্টা হয়েছে তখনই বিহার উঠে দাঁড়িয়েছে ৷ তারপরই দেশ জয়ের পথে এগিয়ে গিয়েছে ৷"

এক সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যে জরুরি অবস্থা জারি করেছিলেন, তার বিরুদ্ধে বিহারের নেতারা রুখে দাঁড়িয়েছিলেন ৷ আজ সেই স্মৃতিচারণ করলেন অমিত শাহ ৷ তিনি বলেন, "বাবু জগজীবন রামজি, রাজেন্দ্র (প্রসাদ), জয় প্রকাশ নারায়ণ, শ্রী বাবু ও অন্যরাও স্বাধীনতার জন্য যে লড়াই করেছিলেন, তা আমরা কী করে ভুলে যেতে পারি ৷ এমন কী, স্বাধীনতার পরও কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি করেছিলেন, গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করেছিলেন ৷ সেই সময় বিহারের মানুষ নতুন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল ৷"

অমিত শাহ বলেন, এই 'বিহার জনসংবাদ সভা'-র আসন্ন বিধানসভা ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ এটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা ৷ কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ও কোরোনা মোকাবিলায় মানুষকে উৎসাহিত করার জন্য এই সভা ৷

বিরোধীদের কার্যকলাপকে বিদ্রুপ করে তিনি আজ বলেন, "কিছু মানুষ আমাদের এই ভার্চুয়াল সভাকে স্বাগত জানানোর জন্য থালা বাজিয়েছেন ৷ আমি খুশি যে, কোরোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাঁরা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদন শুনলেন ৷"

আজ নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াইয়ের জন্য কোরোনা যোদ্ধাদের ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেন তিনি ৷ বলেন, "যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন, সেই সমস্ত কোটি কোটি কোরোনা যোদ্ধাদের আমার স্যালুট ৷ আমি স্বাস্থ্যকর্মী, পুলিশ আধিকারিক ও অন্যদের অবদান স্বীকার করতে চাই ৷"

দিল্লি, 7 জুন : দেশে গণতান্ত্রিক অধিকার চালু করার জন্য লড়াই করেছে বিহার ৷ আজ ভার্চুয়াল জনসভায় এমনই বললেন BJP নেতা অমিত শাহ ৷

আজ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে 'বিহার জনসংবাদ সভা'য় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, "দেশকে গণতন্ত্রের সঙ্গে পরিচয় করেছিল বিহার ৷ এখানে ছিল মগধ সাম্রাজ্য ৷ বুদ্ধ, মহাবীর, চন্দ্রগুপ্ত ও চাণক্যর ভূমি এটা ৷ এই ভূমি সবসময় দেশকে নেতৃত্ব দিয়েছে ৷ যখনই গণতান্ত্রিক অধিকারকে ক্ষতি করার চেষ্টা হয়েছে তখনই বিহার উঠে দাঁড়িয়েছে ৷ তারপরই দেশ জয়ের পথে এগিয়ে গিয়েছে ৷"

এক সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি যে জরুরি অবস্থা জারি করেছিলেন, তার বিরুদ্ধে বিহারের নেতারা রুখে দাঁড়িয়েছিলেন ৷ আজ সেই স্মৃতিচারণ করলেন অমিত শাহ ৷ তিনি বলেন, "বাবু জগজীবন রামজি, রাজেন্দ্র (প্রসাদ), জয় প্রকাশ নারায়ণ, শ্রী বাবু ও অন্যরাও স্বাধীনতার জন্য যে লড়াই করেছিলেন, তা আমরা কী করে ভুলে যেতে পারি ৷ এমন কী, স্বাধীনতার পরও কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধি জরুরি অবস্থা জারি করেছিলেন, গণতন্ত্র নষ্ট করার চেষ্টা করেছিলেন ৷ সেই সময় বিহারের মানুষ নতুন করে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছিল ৷"

অমিত শাহ বলেন, এই 'বিহার জনসংবাদ সভা'-র আসন্ন বিধানসভা ভোটের সঙ্গে কোনও সম্পর্ক নেই ৷ এটা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা ৷ কোটি কোটি মানুষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ও কোরোনা মোকাবিলায় মানুষকে উৎসাহিত করার জন্য এই সভা ৷

বিরোধীদের কার্যকলাপকে বিদ্রুপ করে তিনি আজ বলেন, "কিছু মানুষ আমাদের এই ভার্চুয়াল সভাকে স্বাগত জানানোর জন্য থালা বাজিয়েছেন ৷ আমি খুশি যে, কোরোনা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাঁরা শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদন শুনলেন ৷"

আজ নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে লড়াইয়ের জন্য কোরোনা যোদ্ধাদের ধন্যবাদও জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেন তিনি ৷ বলেন, "যাঁরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কোরোনার বিরুদ্ধে লড়াই করছেন, সেই সমস্ত কোটি কোটি কোরোনা যোদ্ধাদের আমার স্যালুট ৷ আমি স্বাস্থ্যকর্মী, পুলিশ আধিকারিক ও অন্যদের অবদান স্বীকার করতে চাই ৷"

Last Updated : Jun 7, 2020, 7:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.