দিল্লি, 28 ডিসেম্বর: নয়া কৃষি আইন নিয়ে কেন্দ্র-কৃষক অচলাবস্থা অব্যাহত ৷ এরই মধ্যে সোমবার 32 দিনে পড়ল কৃষক আন্দোলন ৷ বর্তমান তীব্র শৈত্যপ্রবাহ চলছে দিল্লি-সহ দেশের উত্তর প্রান্তে ৷ এই অবস্থায় গাজিপুর সীমান্তে আন্দলনরত কৃষকদের দেখা গেল, শীত থেকে বাঁচতে পথের ধারে আগুন পোহাচ্ছেন ৷ প্রতিকূল আবহাওয়াতেও আন্দোলনে অবিচল কৃষকরা ৷
আরও পড়ুন: "মানুষের কথা শুনুন প্রধানমন্ত্রী", কৃষক বিক্ষোভের মাঝেই আত্মহত্যা আইনজীবীর !
মূলত তিনটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে দেশের 80টি ছোটো-বড় কৃষক সংগঠনের যৌথ মঞ্চ "সংযুক্ত কিষাণ মোর্চা" ৷ যার মধ্যে রয়েছে বাণিজ্য এবং বাণিজ্য উৎপাদন আইন 2020, কৃষকদের ন্যূনতম মূল্যের নিশ্চয়তা ও খামার পরিষেবা সংক্রান্ত চুক্তি আইন, 2020 এবং জরুরি পণ্য আইন, 2020 ৷ গাজিপুর সীমান্তে কৃষক আন্দোলন শুরু হয়েছিল গত 28 নভেম্বর ৷ আজ যা 30 দিনে পড়ল ৷
আরও পড়ুন: মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে ফের আলোচনা কৃষকদের
এর মধ্যে বেশ কয়েক দফায় কৃষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের ৷ যদিও কোনও বৈঠকেই সমাধান সূত্র মেলেনি ৷ সম্প্রতি নতুন করে কেন্দ্রের ডাকে সাড়া দিয়ে সরকার পক্ষের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত কৃষকরা ৷ আগামীকাল, 29 ডিসেম্বর সেই বৈঠকের হওয়ার কথা রয়েছে ৷