ETV Bharat / bharat

ভারতীয় নৌসেনার MiG-29K বিমান নজরদারি চালাচ্ছে উত্তরে

author img

By

Published : Jul 22, 2020, 2:34 AM IST

কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় নৌসেনার যুদ্ধ বিমানগুলি মোতায়েন করা হয়েছে ৷

Amid border row with China, MiG-29K fighter aircraft to be deployed in Northern sector
ভারতীয় নৌসেনার MiG-29K বিমান নজরদারি চালাচ্ছে উত্তরে

দিল্লি, 21 জুলাই : ভারতীয় নৌসেনার P-8I নজরদারি বিমান যখন পূর্ব লাদাখে নজরদারি চালাচ্ছে ৷ তখন নৌসেনার যুদ্ধ বিমান MiG-29K গুলিকে অপারেশনের জন্য মোতায়েন করা হবে উত্তরের সেক্টরে ৷

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় নৌসেনার যুদ্ধ বিমানগুলি মোতায়েন করা হয়েছে ৷ দেশের তিন সেনার যৌথতা ও সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াতের নির্দেশ মতো দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে বায়ুসেনার সঙ্গে নৌসেনার যুদ্ধবিমানকে মোতায়েন করা হয়েছে ৷ পরিকল্পনা মতোই MiG-29K যুদ্ধ বিমানকে উত্তরের সেক্টরে বায়ু সেনার সঙ্গে মোতায়েন করা হয়েছে ৷ যুদ্ধবিমানগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে অপারেশনের জন্য কাজে লাগানো হতে পারে ৷

ভারতীয় নৌসেনায় মোট 80 টি MiG-29K যুদ্ধবিমান আছে ৷ সেগুলিকে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার INS - বিক্রমাদিত্যতে রাখা থাকে ৷ এগুলি নিয়মিত গোয়ার INS হনসা নৌসেনা যুদ্ধ বেস থেকে যাতায়াত করে ৷ এই রাশিয়ান যুদ্ধ বিমান গুলি প্রায় এক দশক আগে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারসহ ভারতীয় নৌবাহিনীর অস্ত্রসম্ভারে সামিল করা হয় ৷

চিনে সঙ্গে ভারতের উদ্বেগজনক পরিস্থিতি চলাকালীন ভারতের নৌসেনার যুদ্ধবিমানগুলি দিয়েই সীমান্তে নজরদারির কাজ চালানো হয়েছে ৷ চিনের PLA - র অবস্থানের পর্যবেক্ষণ করা হয়েছে এই যুদ্ধবিমানগুলির মাধ্যমে ৷ এই যুদ্ধবিমানগুলির মাধ্যমে ডোকলামের সময়ও এই নজরদারি চালানো হয় ৷

দিল্লি, 21 জুলাই : ভারতীয় নৌসেনার P-8I নজরদারি বিমান যখন পূর্ব লাদাখে নজরদারি চালাচ্ছে ৷ তখন নৌসেনার যুদ্ধ বিমান MiG-29K গুলিকে অপারেশনের জন্য মোতায়েন করা হবে উত্তরের সেক্টরে ৷

কেন্দ্রীয় সরকারের এক আধিকারিক জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথায় নৌসেনার যুদ্ধ বিমানগুলি মোতায়েন করা হয়েছে ৷ দেশের তিন সেনার যৌথতা ও সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনেরাল বিপিন রাওয়াতের নির্দেশ মতো দেশের উত্তর ও পশ্চিম সীমান্তে বায়ুসেনার সঙ্গে নৌসেনার যুদ্ধবিমানকে মোতায়েন করা হয়েছে ৷ পরিকল্পনা মতোই MiG-29K যুদ্ধ বিমানকে উত্তরের সেক্টরে বায়ু সেনার সঙ্গে মোতায়েন করা হয়েছে ৷ যুদ্ধবিমানগুলি প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর পূর্ব লাদাখে অপারেশনের জন্য কাজে লাগানো হতে পারে ৷

ভারতীয় নৌসেনায় মোট 80 টি MiG-29K যুদ্ধবিমান আছে ৷ সেগুলিকে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ার INS - বিক্রমাদিত্যতে রাখা থাকে ৷ এগুলি নিয়মিত গোয়ার INS হনসা নৌসেনা যুদ্ধ বেস থেকে যাতায়াত করে ৷ এই রাশিয়ান যুদ্ধ বিমান গুলি প্রায় এক দশক আগে এয়ারক্র্যাফ্ট ক্যারিয়ারসহ ভারতীয় নৌবাহিনীর অস্ত্রসম্ভারে সামিল করা হয় ৷

চিনে সঙ্গে ভারতের উদ্বেগজনক পরিস্থিতি চলাকালীন ভারতের নৌসেনার যুদ্ধবিমানগুলি দিয়েই সীমান্তে নজরদারির কাজ চালানো হয়েছে ৷ চিনের PLA - র অবস্থানের পর্যবেক্ষণ করা হয়েছে এই যুদ্ধবিমানগুলির মাধ্যমে ৷ এই যুদ্ধবিমানগুলির মাধ্যমে ডোকলামের সময়ও এই নজরদারি চালানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.