ETV Bharat / bharat

অমরনাথ যাত্রার দিন ঘোষণা - Shri Amarnathji Shrine Board

ঘোষণা হল অমরনাথ দ্বার খোলার চূড়ান্ত দিন ৷ 23 জুন থেকে চালু হচ্ছে যাত্রা ৷ যাত্রার সময়ে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হবে বলেও সূত্রের খবর ৷

Amarnath
অমরনাথ
author img

By

Published : Feb 14, 2020, 7:25 PM IST

শ্রীনগর, 14 ফেব্রুয়ারি : 23 জুন থেকে খুলছে অমরনাথ ৷ খোলা থাকবে 3 অগাস্ট পর্যন্ত ৷ শ্রী অমরনাথ শিরিন বোর্ডের তরফে আজ এই ঘোষণা করা হল ৷

জম্মুতে আজ শ্রী অমরনাথ শিরিন কর্তৃপক্ষের 37 তম বোর্ড মিটিং আয়োজিত হয় ৷ ওই সভাতেই অমরনাথ মন্দিরের দ্বার খোলার দিনক্ষণ চূড়ান্ত করা হয় ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও শ্রী অমরনাথ শিরিন বোর্ডের সভাপতি গিরিশ চন্দ্র মুর্মু আজকের সভা শেষে মন্দিরের প্রবেশদ্বার খোলার চূড়ান্ত দিন ঘোষণা করলেন ৷

  • Jammu and Kashmir Lt Governor & Chairman, Shri Amarnathji Shrine Board (SASB), Girish Chandra Murmu, presided over the 37th Board meeting held in Jammu today; Amarnath Yatra to commence on 23rd June and conclude on 3rd August. pic.twitter.com/oxrahijBqP

    — ANI (@ANI) February 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপত্যকা থেকে 370 ধারা বিলোপের পর থেকেই কাশ্মীর পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রেখে চলছে কেন্দ্র ৷ পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন উপত্যকার পর্যবেক্ষকদের একাংশ ৷ ইন্টারনেট ও মোবাইল পরিষেবার উপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে ৷ তবে অমরনাথ যাত্রায় আসা পুণ্যার্থীদের খুব একটা বেশি সমস্যা হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সূত্রের খবর, যাত্রার সময়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বাড়ানো হবে নিরাপত্তাও ৷

শ্রীনগর, 14 ফেব্রুয়ারি : 23 জুন থেকে খুলছে অমরনাথ ৷ খোলা থাকবে 3 অগাস্ট পর্যন্ত ৷ শ্রী অমরনাথ শিরিন বোর্ডের তরফে আজ এই ঘোষণা করা হল ৷

জম্মুতে আজ শ্রী অমরনাথ শিরিন কর্তৃপক্ষের 37 তম বোর্ড মিটিং আয়োজিত হয় ৷ ওই সভাতেই অমরনাথ মন্দিরের দ্বার খোলার দিনক্ষণ চূড়ান্ত করা হয় ৷ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর ও শ্রী অমরনাথ শিরিন বোর্ডের সভাপতি গিরিশ চন্দ্র মুর্মু আজকের সভা শেষে মন্দিরের প্রবেশদ্বার খোলার চূড়ান্ত দিন ঘোষণা করলেন ৷

  • Jammu and Kashmir Lt Governor & Chairman, Shri Amarnathji Shrine Board (SASB), Girish Chandra Murmu, presided over the 37th Board meeting held in Jammu today; Amarnath Yatra to commence on 23rd June and conclude on 3rd August. pic.twitter.com/oxrahijBqP

    — ANI (@ANI) February 14, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উপত্যকা থেকে 370 ধারা বিলোপের পর থেকেই কাশ্মীর পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর রেখে চলছে কেন্দ্র ৷ পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক বলে মনে করছেন উপত্যকার পর্যবেক্ষকদের একাংশ ৷ ইন্টারনেট ও মোবাইল পরিষেবার উপর নিষেধাজ্ঞা এখনও রয়েছে ৷ তবে অমরনাথ যাত্রায় আসা পুণ্যার্থীদের খুব একটা বেশি সমস্যা হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ সূত্রের খবর, যাত্রার সময়ে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় বাড়ানো হবে নিরাপত্তাও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.