শ্রীনগর, 21 জুলাই : কোরোনার জেরে বাতিল হলে গেল এই বারের অমরনাথ যাত্রা ৷ শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) পক্ষ থেকে আজ এই সিদ্ধান্তের কথা জানানো হয় ৷ মঙ্গলবার অমরনাথ যাত্রা নিয়ে এক বিশেষ বৈঠকে বসে জম্মু ও কাশ্মীর প্রশাসন ৷ এই বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী অমরনাথ শ্রীন বোর্ডের (SASB) CEO বিপুল পাঠক ও পুলিশের কর্তা ব্যক্তিরা ৷ কোরোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এবছরের অমরনাথ যাত্রা নিয়ে প্রথম থেকেই ধোঁয়াশা তৈরি হয় ৷ সবদিক বিবেচনা করে এবছর যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ৷
জম্মু ও কাশ্মীর প্রশাসনের এক আধিকারিক ETV ভারতকে বলেন, ''ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে অমরনাথ শ্রীন বোর্ডের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের লেফ্টট্যানান্ট গর্ভনর জে সি মুর্মু ও অন্য আধিকারিকরা ৷ কোরোনা সংক্রমণের ফলে এই বছর অমরনাথ যাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷''
প্রসঙ্গত, গত বছর 370 ধারা বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর অমরনাথ যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছিল ৷ আর এবছর কোরোনা সংক্রমণের ফলে যাত্রা পুরোপুরি বাতিলই করে দেওয়া হল ৷