ETV Bharat / bharat

নিজ়ামউদ্দিন থেকে ফিরে জানাননি, উত্তরপ্রদেশে গ্রেপ্তার অধ্যাপক সহ 47 - corona news updates

মোট 47 জনকে গ্রেপ্তার করা হয়েছে । এর মধ্যে এক অধ্যাপক, দুই মসজিদ কর্মী ও ভিন দেশের 16 জন রয়েছেন ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 21, 2020, 5:22 PM IST

লখনউ, 21 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । কিন্তু লুকিয়ে রেখেছিলেন নিজেদের ট্রাভেল হিস্ট্রি । গতকাল রাতে উত্তরপ্রদেশের এক অধ্যাপক সহ 47 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

অধ্যাপকের বাড়ি রসুলাবাদে । কয়েক মাস আগে ইথিওপিয়ায় ঘুরতে গেছিলেন তিনি। সেখান থেকে ফিরে 6-10 মার্চের মধ্যে দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেন । 11 মার্চ এলাহাবাদে ফিরেছিলেন তিনি । 12-16 মার্চ পর্যন্ত পরীক্ষার ডিউটিও করেন । পাঁচদিন ধরে যেখানে তাঁর ডিউটি পড়েছিল, সেই পরীক্ষাহলে প্রায় 150 জন ছাত্র-ছাত্রী ছিল । কিন্তু এ ব্যাপারে কোনওকিছুই জানাননি স্থানীয় প্রশাসনকে । খবর পেয়ে প্রয়াগরাজের SP ব্রীজেশকুমার শ্রীবাস্তব অধ্যাপকের বাড়ি পৌঁছান । এরপরই সম্পূর্ণ বিষয়টি সামনে আসে ।

তড়িঘড়ি অধ্যাপক ও তাঁদের বাড়ির সদস্যদের করেলির একটি গেস্ট হাউজ়ে কোয়ারান্টাইনে পাঠানো হয় । মেডিকেল টিম এসে তাঁদের সোয়াব নুমনাও নিয়ে যায় । এবিষয়ে প্রয়াগরাজের SSP সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানান, দিল্লি থেকে ফেরার পর অধ্যাপকের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাদের খোঁজ করছি আমরা ।

পুলিশ সূত্রে খবর, তাবলিঘি জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন ওই অধ্যাপক । তাবলিঘি জামাতের শীর্ষ পদেও ছিলেন । সেই সূত্রে নানা দেশ ঘুরেছেন । এমনকী, জামাতের অন্য সদস্যের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে থাকার ব্যবস্থা করেছিলেন । অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এপিডেমিক ডিজ়িজেজ় অ্যাক্ট (1897)-র 269, 270, 271 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এর পাশাপাশি যে 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁদের মধ্যে নিজ়ামউদ্দিন যোগে শাহগঞ্জের আবদুল্লা মসজিদ ও করেলির হিরা মসজিদের দুই কর্মী রয়েছেন । এছাড়া সাতজন ইন্দোনেশিয়া, ন'জন থাইল্যান্ড, কেরালা ও পশ্চিমবঙ্গ থেকেও একজন করে রয়েছেন। এঁরা প্রত্যেকেই প্রথমে 14 দিনের কোয়ারান্টাইনে ছিলেন । তারপর গ্রেপ্তার করা হয় ।

লখনউ, 21 এপ্রিল : দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন । কিন্তু লুকিয়ে রেখেছিলেন নিজেদের ট্রাভেল হিস্ট্রি । গতকাল রাতে উত্তরপ্রদেশের এক অধ্যাপক সহ 47 জনকে গ্রেপ্তার করল পুলিশ ।

অধ্যাপকের বাড়ি রসুলাবাদে । কয়েক মাস আগে ইথিওপিয়ায় ঘুরতে গেছিলেন তিনি। সেখান থেকে ফিরে 6-10 মার্চের মধ্যে দিল্লির নিজ়ামউদ্দিন এলাকার তাবলিঘি জামাতের অনুষ্ঠানে যোগ দেন । 11 মার্চ এলাহাবাদে ফিরেছিলেন তিনি । 12-16 মার্চ পর্যন্ত পরীক্ষার ডিউটিও করেন । পাঁচদিন ধরে যেখানে তাঁর ডিউটি পড়েছিল, সেই পরীক্ষাহলে প্রায় 150 জন ছাত্র-ছাত্রী ছিল । কিন্তু এ ব্যাপারে কোনওকিছুই জানাননি স্থানীয় প্রশাসনকে । খবর পেয়ে প্রয়াগরাজের SP ব্রীজেশকুমার শ্রীবাস্তব অধ্যাপকের বাড়ি পৌঁছান । এরপরই সম্পূর্ণ বিষয়টি সামনে আসে ।

তড়িঘড়ি অধ্যাপক ও তাঁদের বাড়ির সদস্যদের করেলির একটি গেস্ট হাউজ়ে কোয়ারান্টাইনে পাঠানো হয় । মেডিকেল টিম এসে তাঁদের সোয়াব নুমনাও নিয়ে যায় । এবিষয়ে প্রয়াগরাজের SSP সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ জানান, দিল্লি থেকে ফেরার পর অধ্যাপকের সংস্পর্শে আসা ছাত্র-ছাত্রী ও অধ্যাপক-অধ্যাপিকাদের খোঁজ করছি আমরা ।

পুলিশ সূত্রে খবর, তাবলিঘি জামাতের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত রয়েছেন ওই অধ্যাপক । তাবলিঘি জামাতের শীর্ষ পদেও ছিলেন । সেই সূত্রে নানা দেশ ঘুরেছেন । এমনকী, জামাতের অন্য সদস্যের জন্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে থাকার ব্যবস্থা করেছিলেন । অধ্যাপকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এপিডেমিক ডিজ়িজেজ় অ্যাক্ট (1897)-র 269, 270, 271 ধারায় মামলা রুজু করা হয়েছে ।

এর পাশাপাশি যে 46 জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাঁদের মধ্যে নিজ়ামউদ্দিন যোগে শাহগঞ্জের আবদুল্লা মসজিদ ও করেলির হিরা মসজিদের দুই কর্মী রয়েছেন । এছাড়া সাতজন ইন্দোনেশিয়া, ন'জন থাইল্যান্ড, কেরালা ও পশ্চিমবঙ্গ থেকেও একজন করে রয়েছেন। এঁরা প্রত্যেকেই প্রথমে 14 দিনের কোয়ারান্টাইনে ছিলেন । তারপর গ্রেপ্তার করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.