ETV Bharat / bharat

সবরকম পরিস্থিতিতে ভারত প্রস্তুত, ইসলামাবাদকে হুঁশিয়ারি রাওয়াতের - চিফ অব ডিফেন্স স্টাফ

পাকিস্তান বরাবরই সীমান্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে । কিছুদিন আগেই দুই ভারতীয় নাগরিকের মুণ্ডচ্ছেদ করেছিল পাকিস্তানি সেনা । এরকম চলতে থাকলে ভারত যে চুপ করে বসে থাকবে না আজ সেই বার্তাই দিলেন CDS বিপিন রাওয়াত ।

CDS
ফাইল ছবি
author img

By

Published : Jan 20, 2020, 2:58 PM IST

তাঞ্জাভুর (তামিলনাড়ু), 20 জানুয়ারি : পাকিস্তান ইশুতে এবার মুখ খুললেন চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত । বললেন, "পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেবে, তা বলা মুশকিল । তবে সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত । সমস্ত বাহিনীকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে "

সুখোই-30MKI যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন নিয়োগ করার জন্য তাঞ্জাভুর বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া । ছিলেন DRDO-র সভাপতি জি সতীশ রেড্ডিও ।

  • Chief of Defence Staff General Bipin Rawat on Pakistan: All defence services are tasked to be prepared for any option that may emerge. It is very difficult to predict the scenario but we are always prepared for any task that we are assigned. pic.twitter.com/x1sCuUnIsM

    — ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার থেকে শুরু করে কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা সহ একাধিক ইশুতে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে পাকিস্তান । নতুন বছরের শুরুতেই দুই নিরস্ত্র ভারতীয় নাগরিকের মুণ্ডচ্ছেদ করে পাকিস্তানি জওয়ানরা । সীমান্ত এলাকায় বরাবর উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে চলেছে ইসলামাবাদ । এইরকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে চিফ অফ ডিফেন্স স্টাফের এই মন্তব্য ইসলামাবাদকে কড়া বার্তা দিল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।

তাঞ্জাভুর (তামিলনাড়ু), 20 জানুয়ারি : পাকিস্তান ইশুতে এবার মুখ খুললেন চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) বিপিন রাওয়াত । বললেন, "পরিস্থিতি কখন কোন দিকে মোড় নেবে, তা বলা মুশকিল । তবে সবরকম পরিস্থিতির জন্যই আমরা প্রস্তুত । সমস্ত বাহিনীকেই প্রস্তুত থাকতে বলা হয়েছে "

সুখোই-30MKI যুদ্ধবিমানের প্রথম স্কোয়াড্রন নিয়োগ করার জন্য তাঞ্জাভুর বিমানঘাঁটিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন CDS বিপিন রাওয়াত ও বায়ুসেনা প্রধান আর কে এস ভাদুরিয়া । ছিলেন DRDO-র সভাপতি জি সতীশ রেড্ডিও ।

  • Chief of Defence Staff General Bipin Rawat on Pakistan: All defence services are tasked to be prepared for any option that may emerge. It is very difficult to predict the scenario but we are always prepared for any task that we are assigned. pic.twitter.com/x1sCuUnIsM

    — ANI (@ANI) January 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সম্প্রতি কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার থেকে শুরু করে কাশ্মীর উপত্যকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা সহ একাধিক ইশুতে ভারতকে চাপে ফেলার চেষ্টা করেছে পাকিস্তান । নতুন বছরের শুরুতেই দুই নিরস্ত্র ভারতীয় নাগরিকের মুণ্ডচ্ছেদ করে পাকিস্তানি জওয়ানরা । সীমান্ত এলাকায় বরাবর উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে চলেছে ইসলামাবাদ । এইরকম এক পরিস্থিতিতে দাঁড়িয়ে চিফ অফ ডিফেন্স স্টাফের এই মন্তব্য ইসলামাবাদকে কড়া বার্তা দিল বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।

New Delhi, Jan 20 (ANI): Prime Minister Narendra Modi during 'Pariksha Pe Charcha 2020' spoke on de-motivation and motivation by mentioning the example of Chandrayaan-2. He stated that people had warned him to not attend the launch as there is no surety of its success but he decided to go because of the same reason. "Some people had told me not to attend the launch event saying 'there is no surety, what if it fails'. I told them that is the reason I must be there," said PM Modi.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.