ETV Bharat / bharat

বায়ুসেনা দিবসে এয়ার ডিসপ্লেতে নেতৃত্ব দিলেন অভিনন্দন - 87th anniversary

গাজ়িয়াবাদের হিন্দন বেসে পালিত হয় ভারতীয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তি ৷ বায়ুসেনার জওয়ানরা অংশ নেন বর্ণাঢ্য ওয়ার প্যারেডে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়া, সেনা প্রধান বিপিন রাওয়াত ৷

Air Force
author img

By

Published : Oct 8, 2019, 12:58 PM IST

গাজ়িয়াবাদ, 8 অক্টোবর : বায়ুসেনা দিবসে মিগ বাইসনে চেপে মিগ ফরমেশনের নেতৃত্ব দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ গাজ়িয়াবাদের হিন্দনে বালাকোট এয়ারস্ট্রাইকে অংশ নেওয়া বায়ুসেনার জওয়ানরা মিগ ফরমেশনে এয়ার ডিসপ্লে করেন ৷ ফর্মেশনে ছিল একটি মিগ বাইস, 3 টি মিরাজ 2000, 2 টি সুখোই 30MKI যুদ্ধবিমান ৷ অভিনন্দন বর্তমানের নেতৃত্বে মিগ ফরমেশনে এয়ার শো শুরু হতেই উপস্থিত সকলে স্ট্যান্ডিং ওভেশন দেন অভিনন্দন বর্তমান ও তার দলকে৷

  • On Air Force Day, we proudly honour our air warriors, veterans, and families of the Indian Air Force. They safeguard our skies with courage and commitment. India remains forever indebted to the brave men and women in blue for their selfless devotion and sacrifice #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলতি বছরের 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় ৷ এরপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান । সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান ওড়াচ্ছিলেন অভিনন্দন বর্তমান । তিনি পাকিস্তানি বায়ুসেনার F-১৬ বিমানকে আঘাত করতে সক্ষম হন ৷ কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয় । বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন । পরে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় । 1 মার্চ রাত 9টা 21 মিনিটে অভিনন্দন বর্তমান দেশের মাটিতে পা রাখেন ৷

  • Today, on Air Force Day, a proud nation expresses gratitude to our air warriors and their families. The Indian Air Force continues to serve India with utmost dedication and excellence. pic.twitter.com/iRJAIqft11

    — Narendra Modi (@narendramodi) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাজ়িয়াবাদের হিন্দন বেসে ভারতীয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তিতে আজ বায়ুসেনার জওয়ানরা বর্ণাঢ্য ওয়ার প্যারেডে অংশ নেন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়া, সেনা প্রধান বিপিন রাওয়াত ৷ অনুষ্ঠান শুরু হয় বায়ুসেনার আকাশগঙ্গা টিমের এয়ার শো দিয়ে ৷ জাতীয় পতাকা হাতে নিয়ে AN-32 এয়ারক্রাফ্ট থেকে স্কাই ডাইভ করেন বায়ুসেনার জওয়ানরা ৷ বায়ুসেনা দিবসে প্রদর্শিত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান ৷

  • Indian Air Force is a symbol of valor and courage.

    On Air Force Day, I salute our Air Force heroes and their families. Entire nation is proud of your dedication and commitment to safeguard our motherland.

    — Amit Shah (@AmitShah) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনা দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

গাজ়িয়াবাদ, 8 অক্টোবর : বায়ুসেনা দিবসে মিগ বাইসনে চেপে মিগ ফরমেশনের নেতৃত্ব দিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান ৷ গাজ়িয়াবাদের হিন্দনে বালাকোট এয়ারস্ট্রাইকে অংশ নেওয়া বায়ুসেনার জওয়ানরা মিগ ফরমেশনে এয়ার ডিসপ্লে করেন ৷ ফর্মেশনে ছিল একটি মিগ বাইস, 3 টি মিরাজ 2000, 2 টি সুখোই 30MKI যুদ্ধবিমান ৷ অভিনন্দন বর্তমানের নেতৃত্বে মিগ ফরমেশনে এয়ার শো শুরু হতেই উপস্থিত সকলে স্ট্যান্ডিং ওভেশন দেন অভিনন্দন বর্তমান ও তার দলকে৷

  • On Air Force Day, we proudly honour our air warriors, veterans, and families of the Indian Air Force. They safeguard our skies with courage and commitment. India remains forever indebted to the brave men and women in blue for their selfless devotion and sacrifice #PresidentKovind

    — President of India (@rashtrapatibhvn) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চলতি বছরের 26 ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মূল ভূখণ্ডের বালাকোটে জইশের তিনটি ট্রেনিং ক্যাম্পে ভারতীয় বায়ুসেনা অভিযান চালায় ৷ এরপর ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানি বায়ুসেনার একটি F-১৬ যুদ্ধবিমান । সেটিকে পালটা তাড়া করে ভারতীয় বায়ুসেনার কয়েকটি বিমান । এর মধ্যে একটি MiG-২১ বাইসন বিমান ওড়াচ্ছিলেন অভিনন্দন বর্তমান । তিনি পাকিস্তানি বায়ুসেনার F-১৬ বিমানকে আঘাত করতে সক্ষম হন ৷ কিন্তু পাকিস্তানের বিমানের পালটা মিজ়াইল হানায় অভিনন্দনের বিমানটি ক্ষতিগ্রস্ত হয় । বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অভিনন্দন বিমান থেকে প্যারাসুটে ঝাঁপ দেন । পরে পাকিস্তানের সেনা তাঁকে নিজেদের হেপাজতে নেয় । 1 মার্চ রাত 9টা 21 মিনিটে অভিনন্দন বর্তমান দেশের মাটিতে পা রাখেন ৷

  • Today, on Air Force Day, a proud nation expresses gratitude to our air warriors and their families. The Indian Air Force continues to serve India with utmost dedication and excellence. pic.twitter.com/iRJAIqft11

    — Narendra Modi (@narendramodi) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাজ়িয়াবাদের হিন্দন বেসে ভারতীয় বায়ুসেনার 87 তম বর্ষপূর্তিতে আজ বায়ুসেনার জওয়ানরা বর্ণাঢ্য ওয়ার প্যারেডে অংশ নেন ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান রাকেশ কুমার সিং ভাদুড়িয়া, সেনা প্রধান বিপিন রাওয়াত ৷ অনুষ্ঠান শুরু হয় বায়ুসেনার আকাশগঙ্গা টিমের এয়ার শো দিয়ে ৷ জাতীয় পতাকা হাতে নিয়ে AN-32 এয়ারক্রাফ্ট থেকে স্কাই ডাইভ করেন বায়ুসেনার জওয়ানরা ৷ বায়ুসেনা দিবসে প্রদর্শিত হল দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস যুদ্ধ বিমান ৷

  • Indian Air Force is a symbol of valor and courage.

    On Air Force Day, I salute our Air Force heroes and their families. Entire nation is proud of your dedication and commitment to safeguard our motherland.

    — Amit Shah (@AmitShah) October 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বায়ুসেনা দিবসে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷

Paris (France), Oct 07 (ANI): Defence Minister Rajnath Singh arrived in Paris. He is on a three-day visit to France where he will attend the Annual Defence Dialogue and the induction ceremony of Rafale. The Defence Minister's visit to France is aimed at expanding the existing strategic partnership between both the countries.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.