ETV Bharat / bharat

অক্টোবরেই বিপজ্জনক দিল্লির বাতাস , দিওয়ালির আগে বাড়ছে উদ্বেগ - দিল্লিতে বায়ুদূষণ

দিল্লিতে প্রতিবছরই নভেম্বর-ডিসেম্বর মাসে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায় ৷ কিন্তু এবছর অক্টোবরের শেষেই রাজধানীর বায়ুদূষণ নিয়ে চিন্তায় দূষণ নিয়ন্ত্রণ কমিটি ৷ দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হচ্ছে ৷

Air quality remains 'Very Poor' in Delhi
দিল্লিতে দূষণ
author img

By

Published : Oct 27, 2020, 10:46 PM IST

দিল্লি, 27 অক্টোবর : দূষণের কারণে দিল্লিতে দিন দিন খারাপ হচ্ছে বায়ুর গুণমান ৷ দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফে জানানো হয়েছে যে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিস্থিতি অত্যন্ত খারাপ ৷ এর ফলাফল ভয়াবহ হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, দিল্লিতে প্রতিবছরই নভেম্বর ডিসেম্বর মাসে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায় ৷ কিন্তু এবছর অক্টোবরের শেষেই রাজধানীর বায়ুদূষণ নিয়ে চিন্তায় দূষণ নিয়ন্ত্রণ কমিটি ৷ দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হচ্ছে ৷ এমনকি রাজধানীর বিভিন্ন জায়গায়র এয়ার কোয়ালিটি ইনডেক্স অত্যন্ত বিপজ্জনক । রোহিনীতে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা রয়েছে 346 , আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 329, আনন্দ বিহারে 377 ও মুণ্ডকায় এয়ার কোয়ালিটি ইনডেস্ক 363। দিল্লির বাতাস অত্যন্ত দূষিত জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক কমিটি ৷ উল্লেখ্য, দিল্লিতে দিনের পর দিন বায়ূ দূষণের মাত্রা বাড়তে থাকায় কেন্দ্রের তরফে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে ৷

দিল্লি, 27 অক্টোবর : দূষণের কারণে দিল্লিতে দিন দিন খারাপ হচ্ছে বায়ুর গুণমান ৷ দূষণ নিয়ন্ত্রণ কমিটির তরফে জানানো হয়েছে যে, দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্সের পরিস্থিতি অত্যন্ত খারাপ ৷ এর ফলাফল ভয়াবহ হতে পারে বলেও মনে করা হচ্ছে ৷

উল্লেখ্য, দিল্লিতে প্রতিবছরই নভেম্বর ডিসেম্বর মাসে বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায় ৷ কিন্তু এবছর অক্টোবরের শেষেই রাজধানীর বায়ুদূষণ নিয়ে চিন্তায় দূষণ নিয়ন্ত্রণ কমিটি ৷ দূষণের মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় বাতাসের গুণমান অত্যন্ত খারাপ হচ্ছে ৷ এমনকি রাজধানীর বিভিন্ন জায়গায়র এয়ার কোয়ালিটি ইনডেক্স অত্যন্ত বিপজ্জনক । রোহিনীতে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা রয়েছে 346 , আর কে পুরমে এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা 329, আনন্দ বিহারে 377 ও মুণ্ডকায় এয়ার কোয়ালিটি ইনডেস্ক 363। দিল্লির বাতাস অত্যন্ত দূষিত জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক কমিটি ৷ উল্লেখ্য, দিল্লিতে দিনের পর দিন বায়ূ দূষণের মাত্রা বাড়তে থাকায় কেন্দ্রের তরফে একটি ক্যাম্পেইন শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.