ETV Bharat / bharat

দীপাবলির পরই "মারাত্মক" দিল্লির বায়ুদূষণ - COVID-১৯ সংক্রমণ

যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পোড়ানো হয়েছে আতসবাজি । আর গভীর রাতেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির একাধিক এলাকা ।

Air quality dips in Delhi
Air quality dips in Delhi
author img

By

Published : Nov 15, 2020, 9:39 AM IST

দিল্লি, 15 নভেম্বর : দীপাবলির পর দিনই দিল্লিতে বাতাসের গুণমান ফের "মারাত্মক" । কারণ একাধিক জায়গায় যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পোড়ানো হয়েছে আতসবাজি । পাশাপাশি দিল্লি সংলগ্ন অঞ্চলে ক্রমাগত খড় পোড়ানো হচ্ছে । যার ফলে বেড়েছে দূষণ ।

দীপাবলিতে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) "মারাত্মক" স্তরে পৌঁছাতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল । আর তা-ই সত্যি হল । দীপাবলি শেষে গতকাল গভীর রাতেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় কয়েকটি এলাকা ।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুসারে গতকাল রাত 11টা নাগাদ আনন্দ বিহারে AQI ছিল 481, IGI বিমানবন্দর এলাকায় 444, ITO-তে 457 এবং লোধি রোড এলাকায় ছিল 414 । চারটি "গুরুতর" স্তরে পড়ে । এদিকে "PM১০" অর্থাৎ বাতাসে ভেসে থাকা দূষিত পদার্থের ভারী ও 10 মাইক্রন পর্যন্ত বড় কণা এবং 'PM২.৫'-এর মাত্রা সবচেয়ে বেশি ছিল রাত 1টা থেকে সকাল 6টার মধ্যে ।

দিল্লি প্রশাসন এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল দিল্লিতে আতসবাজি বিক্রি ও পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও শহরের একাধিক জায়গাতেই তা পোড়ানো হয়েছে । ফলে বেড়েছে দূষণের মাত্রা ।

দিল্লি, 15 নভেম্বর : দীপাবলির পর দিনই দিল্লিতে বাতাসের গুণমান ফের "মারাত্মক" । কারণ একাধিক জায়গায় যাবতীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে পোড়ানো হয়েছে আতসবাজি । পাশাপাশি দিল্লি সংলগ্ন অঞ্চলে ক্রমাগত খড় পোড়ানো হচ্ছে । যার ফলে বেড়েছে দূষণ ।

দীপাবলিতে দিল্লিতে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) "মারাত্মক" স্তরে পৌঁছাতে পারে বলে আগেই আশঙ্কা করা হয়েছিল । আর তা-ই সত্যি হল । দীপাবলি শেষে গতকাল গভীর রাতেই ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় কয়েকটি এলাকা ।

দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটির তথ্য অনুসারে গতকাল রাত 11টা নাগাদ আনন্দ বিহারে AQI ছিল 481, IGI বিমানবন্দর এলাকায় 444, ITO-তে 457 এবং লোধি রোড এলাকায় ছিল 414 । চারটি "গুরুতর" স্তরে পড়ে । এদিকে "PM১০" অর্থাৎ বাতাসে ভেসে থাকা দূষিত পদার্থের ভারী ও 10 মাইক্রন পর্যন্ত বড় কণা এবং 'PM২.৫'-এর মাত্রা সবচেয়ে বেশি ছিল রাত 1টা থেকে সকাল 6টার মধ্যে ।

দিল্লি প্রশাসন এবং ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল দিল্লিতে আতসবাজি বিক্রি ও পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও শহরের একাধিক জায়গাতেই তা পোড়ানো হয়েছে । ফলে বেড়েছে দূষণের মাত্রা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.