ETV Bharat / bharat

ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে অনির্দিষ্টকাল ধর্মঘটে শ্রমিকরা - Agitation against NDA Government's Decision

অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরিতে ৷

প্রতিরক্ষাকে বেসরকারিকরণে প্রতিবাদ, অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ইছাপুর অস্ত্র কারখানায়
author img

By

Published : Aug 20, 2019, 12:21 PM IST

Updated : Aug 20, 2019, 12:45 PM IST

ইছাপুর, 20 অগস্ট : দেশের প্রতিরক্ষাকে বেসরকারি হাতে দেওয়া চলবে না ৷ এই দাবিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও ইছাপুর মেটাল ফ্যাক্টরিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসলেন শ্রমিকরা । কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷

প্রতিরক্ষায় বেসরকারিকরণ ও কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি । সেই কর্মসূচিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো কর্মী । বিক্ষোভরত বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কাজে যোগ দিতে আসা অন্য কর্মীদের কারখানার ভিতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসাও হয় । তবে ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিরক্ষাকে বেসরকারিকরণে নিরাপত্তা বিঘ্নিত, অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ইছাপুর অস্ত্র কারখানায়

বিক্ষোভকারীদের বক্তব্য, ''দু-একটি বহুজাতিক বেসরকারি সংস্থার স্বার্থরক্ষা করতে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করছে। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে । প্রতিরক্ষা মন্ত্রকের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে । দেশ এক সংকটজনক পরিস্থিতির শিকার হবে । এছাড়াও বেসরকারিকরণ হলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। '' এই ইশুতেই দেশজুড়ে সব প্রতিরক্ষা দপ্তর ও কারখানায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করছে AITUC, CITU, INTUC, INTTUC-সহ 56টি শ্রমিক সংগঠন ।

ইছাপুর, 20 অগস্ট : দেশের প্রতিরক্ষাকে বেসরকারি হাতে দেওয়া চলবে না ৷ এই দাবিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও ইছাপুর মেটাল ফ্যাক্টরিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে বসলেন শ্রমিকরা । কারখানার মেইন গেটের সামনে বিক্ষোভ দেখান তাঁরা ৷

প্রতিরক্ষায় বেসরকারিকরণ ও কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি । সেই কর্মসূচিতেই ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে বিক্ষোভে সামিল হন কয়েকশো কর্মী । বিক্ষোভরত বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা কাজে যোগ দিতে আসা অন্য কর্মীদের কারখানার ভিতরে ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ ৷ সেই সময় ভারতীয় মজদুর সংঘের কর্মী-সমর্থকদের সঙ্গে বচসাও হয় । তবে ঘটনাস্থানে আগে থেকেই মোতায়েন ছিল পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রতিরক্ষাকে বেসরকারিকরণে নিরাপত্তা বিঘ্নিত, অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট ইছাপুর অস্ত্র কারখানায়

বিক্ষোভকারীদের বক্তব্য, ''দু-একটি বহুজাতিক বেসরকারি সংস্থার স্বার্থরক্ষা করতে কেন্দ্রীয় সরকার বেসরকারিকরণ করছে। এর ফলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে । প্রতিরক্ষা মন্ত্রকের গোপনীয়তা নষ্ট হয়ে যাবে । দেশ এক সংকটজনক পরিস্থিতির শিকার হবে । এছাড়াও বেসরকারিকরণ হলে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা রয়েছে। '' এই ইশুতেই দেশজুড়ে সব প্রতিরক্ষা দপ্তর ও কারখানায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করছে AITUC, CITU, INTUC, INTTUC-সহ 56টি শ্রমিক সংগঠন ।

Intro:দেশের প্রতিরক্ষা শিল্প বেসরকারিকরনের প্রতিবাদে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি ও ইছাপুর মেটাল ফ্যাক্টরি তে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট।সকাল থেকে এই দুই কারখানা গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের। উৎপাদন বন্ধ।Body:প্রতিরক্ষাশিল্পে বেসরকারীকরণ সহ আট দফা দাবীতে আন্দোলন কে ঘিরে সাত সকালেই ধুন্ধুমার কান্ড উত্তর চব্বিশ পরগনা জেলার বারাকপুর মহকুমার ইছাপুর রাইফেল ও মেটাল ফ্যাক্টরির গেট চত্ত্বর। এদিন সকাল থেকেই প্রতিরক্ষা শিল্পে বেসরকারী করণ ও কর্মী ছাটাইয়ের বিরুদ্ধে দেশজুড়ে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় সমস্ত শ্রমিক সংগঠনগুলি। সেই কর্মসূচী পালন করতে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে আন্দোলন বিক্ষোভে সামিল হন কয়েকশো কর্মী। বিক্ষোভরত বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা কাজে যোগ দিতে আসা অন্য সহকর্মীদের ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করতে বাধা দিতে গেলে ধ্বস্তা ধ্বস্তি শুরু হয় ভারতীয় মজদুর সংঘের কর্মী সমর্থকদের সাথে। ঘটনাস্থলে আগে থেকেই মজুত ছিল বিশাল পুলিশ বাহিনী। সাথে সাথে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভ ও ধর্মঘটকারীদের দাবী দুএকটি বহুজাতিক বেসরকারী সংস্থার স্বার্থরক্ষা করতে কেন্দ্রীয় সরকার প্রতিরক্ষা শিল্পে বেসরকারী করণ করছে। এরফলে দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে। প্রতিরক্ষা মন্ত্রকের সমস্ত গোপনীয়তা ধ্বংস হয়ে যাবে। দেশ এক সঙ্কটজনক অবস্থার শিকার হবে । এছাড়াও বেসরকারী করণ হলে কর্মী ছাটাইয়ের আশঙ্কা রয়েছে। তাই দেশজুড়ে সমস্ত প্রতিরক্ষা দপ্তর ও কারখানায় এই অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট,বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করছে এআইটিইউসি, সিআইটিইউ, আইএনটিইউসি, আইএনটিটিইউসি সহ ৫৬ টি শ্রমিক সংগঠন।Conclusion:এই মূহুর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও শ্রমিক বিক্ষোভ অব্যাহত।
Last Updated : Aug 20, 2019, 12:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.