কর্ণাটক, 15 সেপ্টেম্বর : কর্ণাটকের সাব ইন্সপেক্টরের পরীক্ষায় উত্তীর্ণ এক ধূপকাঠী বিক্রেতা । সাগর আতারয়ালা নামে ওই যুবকের বাড়ি মুন্দরাগী গ্রামে । এবছর PSI পরীক্ষায় সাগর 173 র্যাংক করেছেন ।
জানা গিয়েছে, অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সাগর । টাকার অভাবে এই পরীক্ষার জন্য কোনরকম কোচিং পর্যন্ত নিতে পারেননি তিনি । সাগর M.ed শেষ করার পর UPSC কোচিং - এর জন্য স্কলারশিপ পান । বেঙ্গালুরুতে 4 মাস থেকে পড়াশুনাও করে সে । কিন্তু, PSI এর জন্য কোনও কোচিং নেননি সাগর । PSI পরীক্ষায় সফলতা পাওয়ার পর তিনি বলেন, " খুব ছোট থেকে পুলিশ অফিসার হওয়ার শখ ছিল । কিন্তু টাকার অভাবে কোনরকম কোচিং নিতে পারিনি । তাই, পুরনো প্রশ্নগুলো ভালো করে পড়তাম । প্রতিদিন সংবাদপত্র পড়তাম । "
ছেলের সফলতার পর তাঁর বাবা বলেন , " আমরা ধূপকাঠী তৈরি করে বিক্রি করি । এই ভাবেই আমাদের সংসার চলে । আমাদের ছেলেও ধূপকাঠী বিক্রি করে । কিন্তু ও খুব ভালো পড়াশুনায় ছোট থেকেই । কষ্ট করেই পড়াশুনা করে আজ এই বড়ো পরীক্ষায় পাশ করেছে সে । "