ETV Bharat / bharat

কোটার পর যোধপুর, ডিসেম্বরে 146টি শিশুর মৃত্যু - Child death

শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে রাজ্য়ের উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট বলেছেন, "এটা একটা বড় ঘটনা । এতগুলো শিশুর মৃত্যু হয়েছে । কার বা কাদের গাফিলতির জেরে এই ঘটনা তা তদন্ত করতে হবে ।"

Jodhpur
যোধপুর
author img

By

Published : Jan 4, 2020, 5:52 PM IST

যোধপুর, 4 জানুয়ারি : ফের রাজস্থান । কোটার পর এবার যোধপুর । এক মাসে মৃত্যু 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

এদিকে, কোটার জে কে লোন হাসপাতালে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 । চিকিৎসা চলাকালীন গতকাল মৃত্যু হয় আরও তিনটি শিশুর ৷ তা ছাড়া নতুন বছরের প্রথম দিনেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ গত ছয় বছরে 6 হাজার 649 টি শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে ৷

শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে রাজ্য়ের উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট বলেছেন, "এটা একটা বড় ঘটনা । এতগুলো শিশুর মৃত্যু হয়েছে । কার বা কাদের গাফিলতির জেরে এই ঘটনা তা তদন্ত করতে হবে ।"

এ বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, (সরকারি) হাসপাতালগুলিতে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেই খামতিগুলো সরকারের নজরে আসবে ৷"

যোধপুর, 4 জানুয়ারি : ফের রাজস্থান । কোটার পর এবার যোধপুর । এক মাসে মৃত্যু 146টি শিশুর । যার মধ্যে 98 জন সদ্যোজাত । গত ডিসেম্বরে রাজস্থানের যোধপুরে এস এন মেডিকেল কলেজে 146টি শিশুর মৃত্যু হয়েছে । এবারও অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো বেহাল থাকায় এই ঘটনা ঘটেছে । মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বাড়ি যোধপুরে । সেখানে এমন ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে ।

এদিকে, কোটার জে কে লোন হাসপাতালে ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 107 । চিকিৎসা চলাকালীন গতকাল মৃত্যু হয় আরও তিনটি শিশুর ৷ তা ছাড়া নতুন বছরের প্রথম দিনেই মৃত্যু হয়েছে তিনজনের ৷ 2 জানুয়ারি মৃত্যু হয়েছে আরও এক শিশুর ৷ গত ছয় বছরে 6 হাজার 649 টি শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে ৷

শিশুমৃত্যুর ঘটনায় রাজ্যের বিরোধী দল BJP-র নিশানায় শাসক দল কংগ্রেস ৷ কোটায় শিশুমৃত্যু নিয়ে রাজ্য়ের উপ মুখ্যমন্ত্রী শচিন পাইলট বলেছেন, "এটা একটা বড় ঘটনা । এতগুলো শিশুর মৃত্যু হয়েছে । কার বা কাদের গাফিলতির জেরে এই ঘটনা তা তদন্ত করতে হবে ।"

এ বিষয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, "দেশের মধ্যে আপনি যেখানেই যাবেন, (সরকারি) হাসপাতালগুলিতে কিছু না কিছু খামতি নজরে আসবেই ৷ তার উপর মিডিয়া এবং সাধারণ মানুষ আলোচনা করলে তবেই সেই খামতিগুলো সরকারের নজরে আসবে ৷"

New Delhi, Jan 04(ANI): Indian spinner Harbhajan Singh took to Twitter and posted a series of tweets where he slammed pelters and urged Pakistan PM to 'do needful' after vandalism at Nankana Sahib. A violent mob gathered outside Nankana Sahib Gurdwara and pelted stones. The group was led by the family of a boy who has abducted a Sikh girl Jagjit Kaur who was the daughter of the Gurdwara's panthi. India strongly condemned Nankana Sahib Violence and called upon Pakistan to take immediate steps.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.