ETV Bharat / bharat

আকাশপথ আংশিক বন্ধ করল পাকিস্তান, ভারতের এয়ারস্ট্রাইকের আশঙ্কা ? - Article 370

6 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ কেউ কেউ বলছেন, ভারত ফের এয়ারস্ট্রাইক চালাতে পারে ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 8, 2019, 9:32 AM IST

Updated : Aug 8, 2019, 12:24 PM IST

ইসলামাবাদ, 8 অগাস্ট : নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান ৷ 6 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ কেউ কেউ বলছেন, ভারত ফের এয়ারস্ট্রাইক চালাতে পারে ৷ এই আশঙ্কায় আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান প্রশাসন ৷

গতকাল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেই বৈঠকে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণা নিয়ে আলোচনা হয় । ওই বৈঠকের পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার কথা ঘোষণা করে পাকিস্তান ৷ ঘোষণা করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও ৷ পাশাপাশি আকাশসীমা বন্ধ রাখার কথা জানানো হয় ৷ শুধুমাত্র রবিবার এই নির্দেশিকা কার্যকর থাকবে না ।

আকাশপথ নিয়ে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, 6 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 2 টো 45 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত বন্ধ থাকবে আকাশপথ ৷ তবে, রবিবারে প্রযোজ্য হবে না এই বিধিনিষেধ ৷ লাহোর অঞ্চল দিয়ে যাওয়ার সময় 86000 ফুটের নিচে ওড়ানো যাবে না বিদেশি বিমান ৷ আফগানিস্তানের আকাশসীমা থেকে আসা বিমানকে বিকল্প রুটে যাওয়ার কথা বলা হয়েছে ৷

পুলওয়ামার পর পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা । এরপর পাকিস্তান পুরোপুরিভাবে বন্ধ করে দেয় তাদের আকাশপথ । কয়েকদিন পর আকাশপথ খুললেও তা ছিল আংশিক । এরপর গত জুলাই মাসে পাকিস্তানের তরফে তাদের আকাশপথ সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হয় ৷ ফলে একমাস কাটতে না কাটতেই ফের নিজেদের আকাশপথ বন্ধ করল পাকিস্তান ৷ যদিও পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে বারত চিন্তিত নয় ৷ এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, "এতে কোনও প্রভাব পড়বে না ৷"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি হয়েছে ৷ 370 ধারা বিলোপকে ভালোভাবে নেননি তাঁরা, স্পষ্ট করে দিয়েছেন ইমরান খান ৷ ভারতকে পরোক্ষে হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান প্রশাসন ৷ ভারতের সঙ্গে বাণিজ্য ছেদের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ শুধু তাই নয় ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে পাকিস্তান ফেরত পাঠাচ্ছে ৷

ইসলামাবাদ, 8 অগাস্ট : নিজেদের আকাশপথ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পাকিস্তান ৷ 6 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত আকাশপথ আংশিকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান৷ কেউ কেউ বলছেন, ভারত ফের এয়ারস্ট্রাইক চালাতে পারে ৷ এই আশঙ্কায় আকাশপথ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইমরান খান প্রশাসন ৷

গতকাল জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । সেই বৈঠকে কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার, জম্মু ও কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের ঘোষণা নিয়ে আলোচনা হয় । ওই বৈঠকের পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পরিমার্জিত করার কথা ঘোষণা করে পাকিস্তান ৷ ঘোষণা করা হয় দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্তের কথাও ৷ পাশাপাশি আকাশসীমা বন্ধ রাখার কথা জানানো হয় ৷ শুধুমাত্র রবিবার এই নির্দেশিকা কার্যকর থাকবে না ।

আকাশপথ নিয়ে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, 6 অগাস্ট থেকে 5 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 2 টো 45 মিনিট থেকে সকাল 11 টা পর্যন্ত বন্ধ থাকবে আকাশপথ ৷ তবে, রবিবারে প্রযোজ্য হবে না এই বিধিনিষেধ ৷ লাহোর অঞ্চল দিয়ে যাওয়ার সময় 86000 ফুটের নিচে ওড়ানো যাবে না বিদেশি বিমান ৷ আফগানিস্তানের আকাশসীমা থেকে আসা বিমানকে বিকল্প রুটে যাওয়ার কথা বলা হয়েছে ৷

পুলওয়ামার পর পাকিস্তানে ঢুকে এয়ারস্ট্রাইক করেছিল ভারতীয় বায়ুসেনা । এরপর পাকিস্তান পুরোপুরিভাবে বন্ধ করে দেয় তাদের আকাশপথ । কয়েকদিন পর আকাশপথ খুললেও তা ছিল আংশিক । এরপর গত জুলাই মাসে পাকিস্তানের তরফে তাদের আকাশপথ সব ধরনের বিমানের জন্য খুলে দেওয়া হয় ৷ ফলে একমাস কাটতে না কাটতেই ফের নিজেদের আকাশপথ বন্ধ করল পাকিস্তান ৷ যদিও পাকিস্তানের এই সিদ্ধান্ত নিয়ে বারত চিন্তিত নয় ৷ এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, "এতে কোনও প্রভাব পড়বে না ৷"

জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বিলোপের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি হয়েছে ৷ 370 ধারা বিলোপকে ভালোভাবে নেননি তাঁরা, স্পষ্ট করে দিয়েছেন ইমরান খান ৷ ভারতকে পরোক্ষে হুঁশিয়ারিও দিয়েছে পাকিস্তান প্রশাসন ৷ ভারতের সঙ্গে বাণিজ্য ছেদের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ৷ শুধু তাই নয় ভারতীয় রাষ্ট্রদূত অজয় বিসারিয়াকে পাকিস্তান ফেরত পাঠাচ্ছে ৷

New Delhi, Aug 08 (ANI): Shooting for the much-awaited movie 'Coolie No. 1' remake starring Varun Dhawan and Sara Ali Khan began on Wednesday in Bangkok. The writer of the remake, Farhad Samji, uploaded a video on Instagram indicating the first day of shooting in Bangkok, Thailand. Just a day before jetting off to Thailand to commence shooting, an excited Varun shared a video on Instagram, where he can be seen prepping for the film. In the video, the 'Judwaa 2' actor is seen getting a shave to step into the character of "Raju" for his upcoming feature. He has used different face filters, ranging from a clown face to a dapper dude wearing a hat. The actor's take as a commentator in the clip's background is sure to leave his fans in splits. The original film, which starred Govinda and Karisma Kapoor in the lead was directed by Varun's father and filmmaker David Dhawan. David will also direct the upcoming film, which will be produced by Vashu Bhagnani, who also bankrolled the 1995 classic.
Last Updated : Aug 8, 2019, 12:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.