ETV Bharat / bharat

হারলেও শাহিনবাগ নিয়ে BJP-র অবস্থান একই থাকবে : মনোজ তিওয়ারি - দিল্লি ভোট ২০২০

ভোটের আগে মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, তাঁর দল দিল্লি নির্বাচনে 48টি আসন জিতবে । সাধারণ মানুষকে সেই টুইটটি সেভ করে রাখতেও বলেছিলেন তিনি । আজ সকালে দিল্লির BJP সভাপতি আবার বলেন, BJP যদি 55টির বেশি আসন জেতে, তবে তিনি আশ্চর্য হবেন না । ফলাফল সামনে আসার পর আজ তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ বলেন, "আমরা আপনার টুইটটি সেভ করেছিলাম, এবার কি তা ডিলিট করব?"

manoj tiwari
manoj tiwari
author img

By

Published : Feb 11, 2020, 8:41 PM IST

দিল্লি, 11 ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনে বিপুল ভোটে জয়ী আম আদমি পার্টি । গতবারের থেকে কয়েকটি বেশি আসন জিতলেও BJP-র 48টি আসন জেতার যে আশা মনোজ তিওয়ারি করেছিলেন তা ফলপ্রসূ হল না । আশাভঙ্গ হলেও শাহিনবাগ ইশুতে BJP-র অবস্থান একই থাকছে ৷ তাঁরা নিজেদের অবস্থান থেকে সরছেন না ৷ সাফ জানিয়েছেন দিল্লি BJP-র সভাপতি মনোজ তিওয়ারি ৷ শাহিনবাগ নিয়ে তাঁর মন্তব্য, "আমরা কখনওই চাইনি একটা রাস্তা 60দিন ধরে আটক থাকুক । আমরা গতকালও তার প্রতিবাদ করেছিলাম । আজও প্রতিবাদ করছি ।"

জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছাও জানান মনোজ । ফল প্রকাশ্যে আসার পর বলেন, "দিল্লির প্রত্যেক ভোটারকে ধন্যবাদ । প্রত্যেক দলকর্মীকে ধন্যবাদ তাঁরা কঠোর পরিশ্রম করেছেন । আমরা জনতার রায়কে সমর্থন করি ।" কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে মনোজ তিওয়ারি টুইট করেন । লেখেন, " অরবিন্দ কেজরিওয়াল আপনাকে শুভেচ্ছা জানাই । "

70 বিধানসভা আসনে আম আদমি পার্টির খাতায় 62টি, BJP পেয়েছে 8টি আসন ৷ গতবারের তুলনায় BJP-র আসন সংখ্যা বেড়েছে ৷ স্বাভাবিকভাবেই শতকরার হিসেবেও বেশ কিছুটা এগিয়েছে তারা ৷ গতবার প্রাপ্ত ভোটের নিরিখে গেরুয়া শিবিরের শতকরা হার ছিল 32.3 শতাংশ ৷ এবারে তা বেড়ে 40 শতাংশ হয়েছে ৷ কিন্তু, আসন সংখ্যা বা ভোটের হারে পরিবর্তন কার্যত স্থিমিত AAP-র ফলাফলের সামনে ৷

প্রসঙ্গত, ভোটের আগে মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, তাঁর দল দিল্লি নির্বাচনে 48টি আসন জিতবে । সাধারণ মানুষকে সেই টুইটটি সেভ করে রাখতেও বলেছিলেন তিনি । আজ সকালে দিল্লির BJP সভাপতি আবার বলেন, BJP যদি 55টির বেশি আসন জেতে, তবে তিনি আশ্চর্য হবেন না । ফলাফল সামনে আসার পর আজ তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ বলেন, "আমরা আপনার টুইটটি সেভ করেছিলাম, এবার কি তা ডিলিট করব?" উত্তরে মনোজ বলেন, "BJP-র রাজ্য সভাপতি হয়ে আমি বড়জোর বলতে পারি আমরা হারছি । আমরা অভ্যন্তরীণ সমীক্ষা করেছিলাম । আমি 48টি বিধানসভার প্রেক্ষিতে একটি ধারনা করেছিলাম । আমি ভুল ভেবেছিলাম, মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবেন । আপনারা আমার টুইটটি সেভ করেছিলেন, আপনারা টুইটটি রাখুন ।"

BJP-র এই 8টি আসন জেতা এবং দিল্লিতে ফের কেজরিওয়ালের বিপুল জয় প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, "আমরা হারের কারণ খতিয়ে দেখব । আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি কাজ করব আমরা ।"

দিল্লি, 11 ফেব্রুয়ারি : দিল্লি নির্বাচনে বিপুল ভোটে জয়ী আম আদমি পার্টি । গতবারের থেকে কয়েকটি বেশি আসন জিতলেও BJP-র 48টি আসন জেতার যে আশা মনোজ তিওয়ারি করেছিলেন তা ফলপ্রসূ হল না । আশাভঙ্গ হলেও শাহিনবাগ ইশুতে BJP-র অবস্থান একই থাকছে ৷ তাঁরা নিজেদের অবস্থান থেকে সরছেন না ৷ সাফ জানিয়েছেন দিল্লি BJP-র সভাপতি মনোজ তিওয়ারি ৷ শাহিনবাগ নিয়ে তাঁর মন্তব্য, "আমরা কখনওই চাইনি একটা রাস্তা 60দিন ধরে আটক থাকুক । আমরা গতকালও তার প্রতিবাদ করেছিলাম । আজও প্রতিবাদ করছি ।"

জয়ের জন্য কেজরিওয়ালকে শুভেচ্ছাও জানান মনোজ । ফল প্রকাশ্যে আসার পর বলেন, "দিল্লির প্রত্যেক ভোটারকে ধন্যবাদ । প্রত্যেক দলকর্মীকে ধন্যবাদ তাঁরা কঠোর পরিশ্রম করেছেন । আমরা জনতার রায়কে সমর্থন করি ।" কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে মনোজ তিওয়ারি টুইট করেন । লেখেন, " অরবিন্দ কেজরিওয়াল আপনাকে শুভেচ্ছা জানাই । "

70 বিধানসভা আসনে আম আদমি পার্টির খাতায় 62টি, BJP পেয়েছে 8টি আসন ৷ গতবারের তুলনায় BJP-র আসন সংখ্যা বেড়েছে ৷ স্বাভাবিকভাবেই শতকরার হিসেবেও বেশ কিছুটা এগিয়েছে তারা ৷ গতবার প্রাপ্ত ভোটের নিরিখে গেরুয়া শিবিরের শতকরা হার ছিল 32.3 শতাংশ ৷ এবারে তা বেড়ে 40 শতাংশ হয়েছে ৷ কিন্তু, আসন সংখ্যা বা ভোটের হারে পরিবর্তন কার্যত স্থিমিত AAP-র ফলাফলের সামনে ৷

প্রসঙ্গত, ভোটের আগে মনোজ তিওয়ারি দাবি করেছিলেন, তাঁর দল দিল্লি নির্বাচনে 48টি আসন জিতবে । সাধারণ মানুষকে সেই টুইটটি সেভ করে রাখতেও বলেছিলেন তিনি । আজ সকালে দিল্লির BJP সভাপতি আবার বলেন, BJP যদি 55টির বেশি আসন জেতে, তবে তিনি আশ্চর্য হবেন না । ফলাফল সামনে আসার পর আজ তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন ৷ বলেন, "আমরা আপনার টুইটটি সেভ করেছিলাম, এবার কি তা ডিলিট করব?" উত্তরে মনোজ বলেন, "BJP-র রাজ্য সভাপতি হয়ে আমি বড়জোর বলতে পারি আমরা হারছি । আমরা অভ্যন্তরীণ সমীক্ষা করেছিলাম । আমি 48টি বিধানসভার প্রেক্ষিতে একটি ধারনা করেছিলাম । আমি ভুল ভেবেছিলাম, মানুষ পরিবর্তনের জন্য ভোট দেবেন । আপনারা আমার টুইটটি সেভ করেছিলেন, আপনারা টুইটটি রাখুন ।"

BJP-র এই 8টি আসন জেতা এবং দিল্লিতে ফের কেজরিওয়ালের বিপুল জয় প্রসঙ্গে মনোজ তিওয়ারি বলেন, "আমরা হারের কারণ খতিয়ে দেখব । আমার মনে হয় ভবিষ্যতে আরও বেশি কাজ করব আমরা ।"


New Delhi, Feb 11 (ANI): As AAP looked set to sweep the assembly polls in national capital, Delhi BJP chief Manoj Tiwari clarified that BJP is still against the protests in Shaheen Bagh over Citezenship Amendment Act. "We don't do politics of hate, we do politics of 'sabka saath sabka vikas'. Lot of things are said during elections but we never wanted that roads should be blocked for 60 days. We opposed that yesterday, we are opposing that today." said Delhi BJP President.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.