ETV Bharat / bharat

"কথা কম, কাজ বেশি", সেনাপ্রধানকে "পরামর্শ" অধীরের

1994 সালে সংসদে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ সেই প্রস্তবের প্রসঙ্গ তুলে সেনাপ্রধানের উদ্দেশে অধীরের টুইট, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে আপনি যদি এত উৎগ্রীব হন, আমার পরামর্শ CDS এবং PMOIndia-র সঙ্গে আলোচনা করুন ৷ কথা কম, কাজ বেশি ৷ "

Army Chief General Manoj Mukund Naravane
নোজ মুকুন্দ নারাভানে
author img

By

Published : Jan 12, 2020, 9:30 PM IST

দিল্লি, 12 জানুয়ারি : "কথা কম, কাজ বেশি" ৷ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে টুইট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির ৷ গতকাল সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কেন্দ্রের নির্দেশ মিললে অভিযানে বাধা নেই ৷ তারপরই আজ এই টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

1994 সালে সংসদে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ পাকিস্তানের উচিত অধিকৃত এলাকা থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেওয়া ৷ সেই প্রস্তবের প্রসঙ্গ তুলে সেনাপ্রধানের উদ্দেশে অধীরবাবুর টুইট, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে আপনি যদি এত উৎগ্রীব হন, আমার পরামর্শ CDS এবং PMOIndia-র সঙ্গে আলোচনা করুন ৷ কথা কম, কাজ বেশি ৷ "

  • @ New Army Chief,
    Parliament already had adopted unanimous resolution on #POK in 1994, Govt is at liberty to take action and may give direction. If you are so inclined to take action on POK, I would suggest you to confabulate with CDS, and @PMOIndia. Talk Less, Work More

    — Adhir Chowdhury (@adhirrcinc) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত মাসে লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ দায়িত্ব নেওয়ার পরই নাম না করে কড়া ভাষায় প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনা করেন ৷ বলেন, প্রতিবেশী দেশ রাষ্ট্রনীতি হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করে চলেছে ৷ তাঁর কথায়, ''সারা বিশ্বের বহু দেশ সন্ত্রাসের শিকার ৷ সাজানো যুদ্ধ চালিয়ে যেতে সন্ত্রাসকে হাতিয়ার করছে প্রতিবেশী রাষ্ট্র ৷ তবে সবসময় মানুষকে বোকা বানানো যায় না ৷ '' 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন ৷

দিল্লি, 12 জানুয়ারি : "কথা কম, কাজ বেশি" ৷ সেনাপ্রধানকে উদ্দেশ্য করে টুইট কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরির ৷ গতকাল সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে বলেছিলেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে প্রস্তুত ভারতীয় সেনা ৷ কেন্দ্রের নির্দেশ মিললে অভিযানে বাধা নেই ৷ তারপরই আজ এই টুইট করেন লোকসভায় কংগ্রেসের দলনেতা ৷

1994 সালে সংসদে জম্মু-কাশ্মীর নিয়ে সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব পাশ হয় ৷ সেখানে বলা হয়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ৷ পাকিস্তানের উচিত অধিকৃত এলাকা থেকে নিজেদের বাহিনী সরিয়ে নেওয়া ৷ সেই প্রস্তবের প্রসঙ্গ তুলে সেনাপ্রধানের উদ্দেশে অধীরবাবুর টুইট, "পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অভিযান চালাতে আপনি যদি এত উৎগ্রীব হন, আমার পরামর্শ CDS এবং PMOIndia-র সঙ্গে আলোচনা করুন ৷ কথা কম, কাজ বেশি ৷ "

  • @ New Army Chief,
    Parliament already had adopted unanimous resolution on #POK in 1994, Govt is at liberty to take action and may give direction. If you are so inclined to take action on POK, I would suggest you to confabulate with CDS, and @PMOIndia. Talk Less, Work More

    — Adhir Chowdhury (@adhirrcinc) January 12, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত মাসে লেফটেন্যান্ট জেনেরাল মনোজ মুকুন্দ নারাভানে সামরিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ৷ দায়িত্ব নেওয়ার পরই নাম না করে কড়া ভাষায় প্রতিবেশী রাষ্ট্রের সমালোচনা করেন ৷ বলেন, প্রতিবেশী দেশ রাষ্ট্রনীতি হিসেবে সন্ত্রাসকে ব্যবহার করে চলেছে ৷ তাঁর কথায়, ''সারা বিশ্বের বহু দেশ সন্ত্রাসের শিকার ৷ সাজানো যুদ্ধ চালিয়ে যেতে সন্ত্রাসকে হাতিয়ার করছে প্রতিবেশী রাষ্ট্র ৷ তবে সবসময় মানুষকে বোকা বানানো যায় না ৷ '' 370 ধারা প্রত্যাহারের পর উপত্যকার উন্নতি হয়েছে বলেও মন্তব্য করেন ৷

Palghar (Maharashtra), Jan 12 (ANI): The death toll in the chemical factory fire in Palghar has reached seven while six people sustained severe injuries. Earlier, five people were declared dead. Chief Minister Uddhav Thackeray announced Rs 5 lakh financial assistance to the kin of the deceased. A huge explosion occurred at a chemical factory at Boisar on Jan 11, which is located 100 km from Mumbai.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.