গুন্টুর, 26 মে: চুরির অভিযোগ আনা হয়েছিল এক ব্যক্তির বিরুদ্ধে । অবসাদে স্ত্রী, মেয়েসহ আত্মঘাতী হলেন ওই ব্যক্তি । অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ঘটনা । মৃতদের নাম মারুপ্রলু ভিরা রেড্ডি (40), রামানা (38), পোলেরা (13) ।
ভিরা রেড্ডির বিরুদ্ধে 17 মে জলের মোটর পাম্প চুরির অভিযোগ দায়ের হয় বাপাতলা গ্রামীণ থানায় । শুরু হয়েছিল তদন্ত । এরপরেই অবসাদে স্ত্রী, সন্তানকে নিয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেন ভিরা ।
মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে গেছেন তিনি। সেই নোটটি পুলিশের হাতে আসে । সেখানে উল্লেখ রয়েছে, একটি অ্যাকোয়াকালচার ফার্ম থেকে মোটর চুরির মিথ্যা অভিযোগ দায়ের হয়েছিল তাঁর নামে । আর এর জেরেই তিনি আত্মহত্যা করলেন । সুইসাইড নোটে মঞ্চলা রেড্ডি, মঞ্চলা নাগারাজু, কোকি ভেঙকাটেসওয়ারলু রেড্ডি, কোন্ডাল রেড্ডি, কাভরু পেড্ডা কোটাইআহ এবং ক্রিতু শ্রীনিবাসা রেড্ডিকে তাঁদের মৃত্যুর জন্য দায়ি করে গেছেন ভিরা । তাঁরাই ভিরার নামে অভিযোগ দায়ের করেছিলেন বলে জানা গেছে ।
সুইসাইড নোটে ভিরা লিখে গেছেন, "চুরির ঘটনায় আমাদের কোনও হাত ছিল না । ওই ব্যক্তিদের জন্য আমাদের পারিবারিক সুনাম নষ্ট হল ।" ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাপাতলা থানার পুলিশ ।